[IMG]http://forex-bangla.com/customavatars/1712783999.jpg[/IMG]
হলিউড সিনেমার জন্য ২০২৬ সাল একটি শক্তিশালী বছর হতে যাচ্ছে। পরিচিত ফ্র্যাঞ্চাইজি, পারিবারিক গল্পের সিনেমা ও উচ্চাকাঙ্ক্ষী নির্মাতাদের চলচ্চিত্রে ভরে থাকবে আসন্ন মুক্তির তালিকা।
সবাজনরার দর্শকের জন্যই এ বছর কিছু না কিছু আছে। হরর ভক্তদের জন্য ‘স্ক্রিম সেভেন’, ‘রেডি অর নট টু’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’ থাকছে। রোমান্টিক জনরায় থাকছে ‘ওয়েদারিং হাইটস’ ও ‘সেন্স অ্যান্ড সেনসিবিলিটি’। শিশুদের জন্যও থাকছে অসংখ্য অ্যানিমেটেড সিনেমা, যেমন মৌলিক গল্পের ‘হপার্স’, ‘গোট’, ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’। এছাড়া থাকছে ‘টয় স্টোরি ফাইভ’, ‘মিনিয়নস থ্রি’ ও ‘সুপার মারিও গ্যালাক্সি মুভি’। থাকছে ‘মোয়ানা’ ও ‘জুমানজি’। এ বছর বড় পর্দায় জাঁকজমক নিয়ে ফিরছে স্টার ওয়ারস, মার্ভেল ও ডিসি। মে মাসে ‘দ্য ম্যানডালোরিয়ান অ্যান্ড গ্রোউ’ আমাদের আবার নিয়ে যাবে এক দূর, বহুদূরের গ্যালাক্সিতে। গ্রীষ্মে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘সুপারগার্ল’। বছরের শেষে বিশাল বহর নিয়ে আসছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।
এদিকে বর্তমান সময়ের দুই সর্বাধিক প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা আবারো প্রেক্ষাগৃহে ফিরছেন। ইউনিভার্সাল মুক্তি দিচ্ছে স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজ ডে’ ও ক্রিস্টোফার নোলানের ‘দি ওডিসি’। দুটিই বছরের প্রথম ভাগে আসছে। দুটিই হতে পারে মহাকাব্যিক দৃশ্যসম্ভার এবং সম্ভাব্য বক্স অফিস ব্লকবাস্টার।
টোয়েন্টি এইট ইয়ার্স লেটার: নিয়া ডাকস্টার ‘টোয়েন্টি এইট ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’ নিয়ে দর্শকের আগ্রহ থাকবে। সিনেমাটি পোস্ট-অ্যাপোক্যালিপ্টি ইংল্যান্ডের গল্প। সিনেমাটিতে কিলিয়ান মারফি সংক্ষিপ্তভাবে জিম চরিত্রে আবারো ফিরে আসছেন। সিনেমার অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন রালফ ফাইন্স, এমা লেয়ার্ড, মাউরা বার্ড, এরিন কেলিম্যান ও চি লুইস-প্যারি।
ওয়েদারিং হাইটস: এই পিরিয়ড ড্রামায় মার্গো রবি ও জ্যাকব এলরদি অভিনয় করেছেন ভাগ্যবিড়ম্বিত প্রেমিক-প্রেমিকা ক্যাথরিন ও হিথক্লিফের ভূমিকায়। এমিলি ব্রনটের ১৮৪৭ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত এ গথিক প্রেমকাহিনী ভালোবাসা, প্রতিশোধ ও সামাজিক শ্রেণীবিভাগের থিম অনুসন্ধান করে।
12
দ্য ড্রামা: পরিচালক ক্রিস্টোফার বর্গলির এই ডার্ক কমেডি রোমান্টিক থ্রিলারে রবার্ট প্যাটিনসন ও জেন্ডেয়া অভিনয় করেছেন এক বাগদত্তা যুগলের ভূমিকায়। কাহিনীর বিস্তারিত এখনো গোপন, তবে বিয়ের আগের সময়ে তারা যে গভীর সন্দেহ ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যায়, সেটিই সিনেমার মূল বিষয়। সিনেমায় আরো রয়েছেন মামুদু আথি, আলানা হাইম, হেইলি গেটস ও জোই উইন্টার্স।
মাইকেল: বহুল প্রতীক্ষিত মাইকেল জ্যাকসন বায়োপিকের প্রথম পর্বে কিং অব পপের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। অ্যান্টনি ফুকোয়া পরিচালিত সিনেমাটি জ্যাকসনের ক্যারিয়ারের প্রথমার্ধ তুলে ধরবে। সিনেমায় কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং অভিনয় করেছেন যথাক্রমে মাইকেলের বাবা-মা জো ও ক্যাথরিন জ্যাকসনের ভূমিকায়। এছাড়া মাইলস টেলার রয়েছেন জ্যাকসনের আইনজীবী ও ম্যানেজার জন ব্রাঙ্কার চরিত্রে এবং লরা হ্যারিয়ার অভিনয় করেছেন প্রযোজক সুজান দে পাসের ভূমিকায়।
ডিসক্লোজ ডে: স্টিভেন স্পিলবার্গের পরবর্তী সিনেমাটি এখনো রহস্যে ঢাকা, তবে নিশ্চিত করা হয়েছে যে এটি ইউএফও-সম্পর্কিত একটি বিজ্ঞান কল্পকাহিনী। চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ। বিশাল অভিনয়শিল্পী দলে রয়েছেন এমিলি ব্লান্ট, জশ ও’কনর, কলিন ফার্থ, ইভ হিউসন, কোলম্যান ডোমিঙ্গো, ওয়ায়াট রাসেল, হেনরি লয়েড-হিউজ ও মাইকেল গ্যাস্টন। ইউনিভার্সাল পিকচার্স পরিচালক ও তার প্রযোজনা সংস্থা অ্যাম্বলিন এন্টারটেইনমেন্টে সঙ্গে দীর্ঘদিনের চুক্তির অংশ হিসেবে সিনেমাটি মুক্তি দেবে।
14
টয় স্টোরি ফাইভ: উডি, বাজ ও তাদের সঙ্গীরা আরেকটি অভিযানে একত্রিত হচ্ছে। অ্যান্ড্রু স্ট্যান্টন লিখিত ও পরিচালিত এ সিনেমায় খেলনাগুলো আধুনিক প্রযুক্তির সঙ্গে—বিশেষ করে একটি ট্যাবলেটের বিরুদ্ধে—খেলার সময়ের মনোযোগ পাওয়ার লড়াইয়ে নামে। টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, জোয়ান কুসাক, টনি হেল, ব্লেক ক্লার্ক ও জন রাটজেনবার্গার ফ্র্যাঞ্চাইজির পরিচিত চরিত্রগুলোয় ফিরে আসছেন। নতুন চরিত্রে কণ্ঠ দেবেন আনা ফ্যারিস, আর্নি হাডসন, কনান ও’ব্রায়েন ও গ্রেটা লি।
সুপারগার্ল: ডিসি স্টুডিওসের দ্বিতীয় থিয়েটরিক্যাল মুক্তি হিসেবে ‘সুপারম্যান’-এর শেষ দৃশ্যের পরের গল্প এগিয়ে নেবে ‘সুপারগার্ল’। এখানে মিলি অ্যালকক অভিনয় করেছেন স্টিলের মানুষের কাজিন—আরেক ক্রিপ্টোনিয়ানের ভূমিকায়, যার জীবনে খানিকটা বেশি পাঙ্ক রক ছোঁয়া রয়েছে। ক্রেগ গিলেস্পি পরিচালিত এ গ্যালাক্সি ভ্রমণকারী সিনেমায় আরো অভিনয় করেছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহল্টজ, এমিলি বিচাম ও জেসন মোমোয়া।
দি ওডিসি: ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দি ওডিসি’। হোমারের গ্রিক মহাকাব্য ‘ওডিসি’র রূপান্তরটি বড় পর্দার জন্য নির্মিত এক জাঁকজমকপূর্ণ মহাকাব্যিক দৃশ্যপটের প্রতিশ্রুতি তৈরি করেছে। তারকাবহুল অভিনয়শিল্পী দলে রয়েছেন ওডিসিয়াসের ভূমিকায় ম্যাট ডেমন, তার সঙ্গে টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিতা নিয়ং’ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, জন বার্নথাল, বেনি সাফদি, এলিয়ট পেজ, বিল আরউইন, সামান্থা মর্টন, জোভান আদেপোসহ আরো অনেকে।

Thread: 

