মানুষের জীবনে একটি চরম সত্য আছে যা হল, ব্যর্থতায় হারতে হারতে যেখানে গিয়ে এক ধাপ পরেই সফলতা বেশিরভাগ মানুষ ঠিক সেখান থেকে হার নিয়েই ফিরে আসি । কিন্তু এই ধাপটি যারাই ওভারকাম করে আস্তে পারে তারাই সফল । ঠিক ফরেক্স ব্যবসাতেও আমাদের জীবন পাল্টে যেতে পারে যদি টিকে থাকার শক্তি আমাদের থাকে । টিকিয়া থাকাটাই বড় সার্থকতা। আর সেই সার্থকতায় যদি আমরা পৌছতে পারি তাহলেই ফরেক্স আমাদের জীবন পাল্টে যেতে পারে ।