ফরেক্স মার্কেটে লসেরও কোন শেষ নেই তেমনেই লাভেরও কোন শেষ নেই।একজন ট্রেডার থকনেই লসে পরে যখন ট্রেডিং করতে গিয়ে অতিরিক্ত ট্রেড করে,অতিরিক্ত লোভ করে, অদক্ষতা নিয়ে ট্রেড করে। কোন ট্রেডার যদি বারবার লস করে থাহলে আমি মনে করি তাকে ডেমো একাউন্টে ট্রেড করে অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করা। নাহলে লস হতেই থাকবে।