আমরা যারা স্ক্যাল্পিং ট্রেড করি তাদের অনেকগুলো ট্রেড করতে হয়, তবে কতটা ট্রেড করি সেটা নির্ভর করে আমার লাভ লসের উপর। প্রতিদিন একটি নির্দিষ্ট টার্গেট থাকে, সেই পূর্ণ হলে আর ট্রেড করিনা । আবার অনেক সময় ট্রেড করে লসে থাকতে হয় তখন হয়তো অন্যভাবে ট্রেড করতে হয় । সব মিলে বলতে পারি স্ক্যাল্পিং ট্রেডের জন্য দিনে অনেকগুলো ট্রেড করা লাগতে পারে, আবার লং ট্রেডের জন্য দিনে ট্রেডের উপযুক্ত অবস্থান থাকলে ১/২টা ট্রেড করা লাগতে পারে।