আমিও শুরুর দিকে একে ওকে বিরক্ত করতাম আর জিঙ্গাস করতাম যে ভাই আপনার আয় কত ? আসলে এখন মনে হচ্ছে এসব জিঙ্গাস করা একদম অবান্তর । কেননা আমি সবসময় ফরেক্স মার্কেটে একটা জিনিস লক্ষ্য করি যে লাভ লসের হিসাব আগে থেকে করে কেউ মেলাতে পারে না । তাই আমদের উচিত হবে নিজেদের দক্ষ করে গড়ে তোলা যার মাধ্যমে আমরা লাভবান হতে পারব ।