ফুল টাইম ট্রেডার হতে গেলে আপনার প্রথমে প্রয়োজন হবে একটি ভাল ট্রেডিং প্লান যার উপর ভিত্তি করে আপনি ট্রেড পরিচালনা করবেন দ্বিতীয়তে প্রয়োজন হবে সঠিক মানি ম্যানেজমেন্ট সিস্টেম আমারা সকলে জানি মানি ম্যানেজমেন্ট না করার কারনে বেশির ভাগ ট্রেডার লসের সম্মুক্ষীন হয়ে থাকে আমি এখনও ফরেক্স এ ফুল টাইমের চিন্তা করছি না তবে আশা আছে খুব শীগ্রহ ফরেক্স মার্কেটে ফুল টাইম কাজ করার কেননা এ কয়েক মাসে এটা বুঝতে পেরেছি যে এই মার্কেটে আমি অধিক সময় ব্যয় করে মার্কেটের সকল বিষয় সম্পর্কে নিজের মধ্যে দ্রুত আয়ত্ব করতে পারি ।