প্রকৃত পক্ষে একজন ট্রেডার এর আসল বন্ধু হল ডেমো । কেননা ডেমোর মাধ্যমেই কিন্ত আমরা রিয়েল ট্রেডিং এর যাবতীয় কলা কৈশল ও ফরেক্স জ্ঞন অর্জিত করতে পারি । তবে এটা মনে রাখতে হবে যে আমরা যারা নতুন ট্রেডার আছি তাদের জন্য ডেমো ট্রেড করাটা বাধ্যতামুলক । কেউ যদি ডেমো না করে সরাসরি রিয়েল ট্রেড করে তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে একসময় লস করে হলেও ডেমোতে আসতে হবে ।