ডেমো ট্রেড ফরেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। ডেমো ট্রেড রিয়েল ট্রেডের পরিপূরক। কেউ যদি ডেমো ট্রেডে ভালো করতে পারে নিঃসন্দেহে সে রিয়েল ট্রেডেও ভালো করবে। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস সবই যদি আমরা ডেমোতে করি, এবং তা কাজে লাগাতে পারি,সঠিক ভাবে ডেমো প্রাক্টিস ছারা কেউ যদি ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্ট খুলে ট্রেড করে আমি একশ ভাগ নিশ্চিত ঐ ব্যাক্ত লস খাবেই।ফরেক্স মার্কেটে আগে ভালোভাবে ডেো প্রাক্টিস কতে হবে।তারপর রিয়েল একাউন্ট খুলতে হয়ে।যারা নতুন ভাবে ফরেক্স এ জয়েন করতে চায়,আমার মতে অবশ্যই তাদের আগে ডেমোতে প্রাকটিস করে আসা ওচিত।ডেমোতে আসল একাওন্টের মত সিরিয়াসলি ট্রেড করলে ডেমো তেই অনেক ভুল শুধ্রানোর সুযোগ থাকে।ডেমো প্রাকটিস করলে আপনি রিয়েল করার জন্য পুরো পুরি তৈরি করতে পারবেন নিজেকে এবং আপনার জন্য অনেক সহজ হবে সবকিছু বুঝতে। আপনার নতুন অভিজ্ঞতা তৈরি হবে।