আসলে কোন ব্যবসায় সহজ নয় তবে মানুষই তারা অভিজ্ঞতার বলে তা সহজে পরিনত করে তোলেন । ফরেক্স এ আয় করা কঠিন কিন্তু সম্ভব । এজন্য আগে আপনাকে তৈরি হতে হবে ফরেক্সের জন্য । ফরেক্স এ আয় যেমন যদি সবাই এখানে একইভাবে আয় করতে পারব সবাই কোটিপতি হয়ে যেত । ফরেক্স এ আয় কম লোকই করতে পারে । আপনি যদি ভাবেন আপনি ফরেক্স এ যোগদিয়েই লক্ষ লক্ষ টাকা আয় করবেন আমি আপনাকে বলব আপনি ফরেক্স এ আসবেন না । ফরেক্স এ আসার আগে নিজের মন মানসিকতা ঠিক করে নিতে হবে ।