ফরেক্স একটি অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস এ সব সময় আমাদের এন্ট্রি যে সঠিক হবে তা না,আমাদের এন্ট্রি অনেক ভুল হবে এই টা স্বাভাবিক,কিন্তু এক ভুল যেনো বার বার না হয় সেই দিক খেয়াল রাখতে হবে,আমাদের এন্ট্রি ভুল হলে উক্ত এন্ট্রি এর ভুলের কারন বের করতে হবে যাতে আর ভুল না হয়।