আপনি আপনার ব্রোকার এর অনলাইন সাপোর্টে কথা বলুন। এরপরও যদি কাজ না হয় তাহলে আপনি সরাসরি আপনার ব্রোকারে মেইল পাঠান। যদি আপনি Valid ডকোমান্ট আপলোড করে থাকেন আশা করছি আপনার একাউন্ট ভেরিফাই ভেরিফাই হয়ে যাবে। যদি তাতেও আপনি ভারিফাই সম্পন্ন না করতে পারেন তাহলে কল ব্যাক রিকুয়েস্ট করুন।