ফরেক্স মার্কেটে কেউই নিশ্চয়তা দিতে পারেনা বলে আমি বিশ্বাস করি।তবে ভালোভাবে ফরেক্স শেখাতে পারে এটা বিশ্বাস করি।আর ভালোভাবে ফরেক্স শিখিয়ে দিতে পারলে ভালো ডিপোজিট করে ফরেক্স থেকে ভালো পরিমানে আয় করা যায়।এখানে আনলিমিটেড আয় করা যায়।যারা ভালো ফরেক্স বুঝে তাদের কাছে মাসে ২ থেকে ৪ লাখ টাকা প্রফিট করাও অসম্ভব না।