ট্রেড ওপেন করার সাথে সাথে লাভের আশা করা যায় না। তাছাড়া সাপোর্ট এবং রেসিট্যান্স না বুঝে স্টপলস দিলে সহজেই হিট করে ফলে লসের পাল্লা ভারী হয়ে যায়। লস বাদদিয়ে ট্রেড করা যাবে না। লসকে নিয়ন্ত্রন করতে হবে। মার্কেটের গতি বুঝে ট্রেড করতে পারলে স্টপলস দিতে হয় না। গড়ে লাভ হবে।ঠিক বলেছেন ভাই লসের মাঝেই লাভকে খুজে নিতে হবে।