ফরেক্স কপি ট্রেড ইনস্টা ফরেক্সের জনপ্রিয় একটি
ট্রেডিং পদ্ধতি। যেখানে একজন ট্রেডার চাইলেই যে কোন সফল ট্রেডার এর সাথে তার একাউন্ট যুক্ত করে দিবে। তাতে সেই ট্রেডার যা যা ট্রেড করবে তার মতোই আপনার একাউন্টে ট্রেড হবে এবং যে লাভ হবে তার কিছু পরিমাণ কমিশন সেই ট্রেডার পাবে। আমার একজন ফ্রেন্ড ফরেক্সে কপিরাইট ট্রেড করে। সে প্রতিদিন অনেক পরিমানে লাভ করে থাকে। আমার যানামতে আমার ফ্রেন্ড ১০০০ ডলার দিয়ে শুরু করেছিল এখন তার ৭০০০ ডলারের উপর ডিপোজিট করা। আমিও কপি ট্রেড করব। কপি ট্রেড এ ভাল প্রফিট পেতে হলে বেশী ডিপোজিট দিয়ে করাই ভাল।