QuoteOriginally Posted by Sahed View Post
ইন্সটা ফরেক্সে আমার প্রথম লেভেল ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর আমি দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট আপলোড করি কিন্ত তা এখনও ভেরিফিকেশন হয়নি । আমি জানতে চাই যে, ইন্সটা ফরেক্সে দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন না হলে কি ফোরামের বোনাস ইন্সটা ফরেক্স একাউন্টে জমা হবে ? উল্লেখ্য যে, আমি ফোরামে ইতিমধ্যে ইন্সটা ফরেক্স একাউন্টটি যুক্ত করেছি ।
QuoteOriginally Posted by Sahed View Post
সেটিতো আমিও জানি, আমার প্রশ্ন হচ্ছে ইন্সটা ফরেক্স ২য় লেভেল ভেরিফিকেশন না হলে কি ফোরাম আমাদের বোনাস দিবে ? নাকি বোনাস পাওয়ার জন্য ইন্সটাতে দ্বিতীয় লেভেল ভেরিফাই করতে হবে । উল্লেখ্য যে অামি আমার ফোরাম একাউন্টে ইন্সটা ফরেক্স এর একাউন্ট নাম্বার যোগ করে দিয়েছি । ধন্যবাদ ।
প্রিয় ট্রেডার,
ইন্সটাফরেক্স ভেরিফিকেশনের না হলেও আপনি ফরেক্স বাংলা ফোরামের বোনাস পাবেন। ২য় লেভেল ভেরিফিকেশন আপনার ফোরাম ও ট্রেডিং কার্যক্রমে কোন প্রভাব ফেলে না। কিন্তু ২য় লেভেল ভেরিফিকেশন করলে আপনি কিছু বাড়তি সুবিধা পাবেন যেমন অ্যাকাউন্টে টাকা লেনদেন বা গোপনীয় তথ্যের নিরাপত্তা দিয়ে থাকে। ​দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টের উল্লেখিত ঠিকানা সম্বলিত আপনার যে কোন যে ব্যাংক অ্যাকাউন্টের (তিন মাসের অধিক পুরানো নয়) এক মাসের ব্যাংক Statement, গ্যাস বিলের কপি, বা বিদ্যুৎ বিলের কপি দিয়ে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে পারবেন। আর ইসস্টাফরেক্সের ভে​​রিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন- ​https://goo.gl/hxDqRw ​​আপলোড এর ৭২ ঘন্টার​​মধ্যে এই নথি চেক করার পর আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে আপগ্রেড করা হবে। অথবা অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন আছে হলে তা জানানো হবে।
ইন্সটাফরেক্স: সবসময় এক ধাপ এগিয়ে! ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন।