ট্রেড প্ল্যান ফরেক্স এর জন্য খুব জরুরি বিষয়।ফরেক্স একাউন্ট মানেজমেন্ট স্টপ প্রফিট স্টপ লস ইত্যাদি বিষয়ের দিকে খেয়াল রেখে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে।ট্রেড প্লানে আপনি আপনার নিজের জ্ঞানকে কাজে লাগান যা আপনি অর্জন করেছেন।প্লান ছাড়া ট্রেড করলে লস এর সম্ভাবনা অনেক বেশি। আমি কিভাবে ট্রেড করব এইটা আমাকেই ঠিক করতে হবে। আমি প্রতিদিন একটি নিদিষ্ট লক্ষ্য নিয়ে ট্রেড করি। আমি লক্ষ্য ঠিক করে যে প্রতিদিন আমি কি পরিমান লাভ করব বা কি পরিমান লস মেনে নিব। আমি ঠিক করি লাভ এবং লস মিলিয়ে প্রতিদিন আমি মূলধনের ।০.০৫% লাভ করব। এবং মাসে আমি আমার একাউন্ত এর ১০% লাভ করব। আমার এই লক্ষ্য পূরণ হয়ে গেলে আমি সেইদিনের জন্য ট্রেড অফ করে দেই। না হলে দেখা যায় বেশি লোভ করতে গেলে আগের লাভ ও চলে যায়।