১৯৭৩ সালের পর সবচেয়ে বড় ধসের মুখে পড়েছে মার্কিন ডলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিমালা—বিশ্বব্ াপী শুল্ক আরোপ, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা ও বিপুল ঘাটতির কর বিল—বিনিয়োগকারী ের মধ্যে অনাস্থা সৃষ্টি করেছে। এই অনাস্থা থেকে বেড়েছে ডলার বিক্রির হার। যার ফলে ডলার তার দীর্ঘদিনের ‘নিরাপদ মুদ্রা’র মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়েছে। খবর আল জাজিরা।