বাংলাদেশের ব্যাংক খাতকে আরো স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে সুপারভিশন কাঠামোয় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি ও কার্যকর পর্যবেক্ষণ নিশ্চিত করতে রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে দেশের সব তফসিলি ব্যাংকে এ পদ্ধতি কার্যকর হবে।