যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের নয়াদিল্লি সফর বাতিল হয়েছে। বাণিজ্য চুক্তি বিষয়ে ২৫-২৯ আগস্ট দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। রুশ তেল আমদানি অব্যাহত রাখার কারণ দেখিয়ে চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্কহার ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত সর্বোচ্চ শুল্কহারের অন্যতম।