চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল নামে নতুন নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি যোগাযোগ সুবিধা আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই। কোম্পানিটি ব্লগ পোস্টে জানিয়েছে, ওপেনএআইয়ের চ্যাটবটটি ক্রমে ব্যক্তিগত আলাপচারিতার জন্য ব্যবহার হওয়ায় সম্ভাব্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ওপেনএআই ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার বাবা-মা। তাদের অভিযোগ, ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি তাদের ছেলের আত্মহত্যার জন্য সরাসরি দায়ী। কয়েক মাস ধরে কিশোরটি চ্যাটজিপিটির সঙ্গে ‘আত্মহত্যা’ বিষয়টি নিয়ে বারবার আলোচনা করে আসছিল বলে জানা যায়। এর পর পরই চ্যাটজিপিটি প্যারেন্টাল কন্ট্রোলের ঘোষণা দিল।