চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের আয় ১৫ শতাংশ বেড়েছে। মেমোরি চিপ ও সার্ভারের চাহিদা বৃদ্ধিতে এপ্রিল-জুন প্রান্তিকে ২০১৮-পরবর্তী সর্বোচ্চ আয় হয়েছে। তবে স্মার্টফোন বিক্রি থেকে আয় কমেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির। খবর রয়টার্স।

ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান রেফিনিটিভ স্মার্টএস্টিমেটে বলা হচ্ছে, দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিপ বিক্রেতা কোম্পানির আয় হয়েছে ১৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন ওন বা ১ হাজার ১২০ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকে যেখানে স্যামসাংয়ের আয় হয়েছিল ১২ দশমিক ৫৭ ট্রিলিয়ন ওন।

চিপ বিক্রি থেকে স্যামসাংয়ের আয় ৪৯ শতাংশ বেড়ে ১০ দশমিক ৩ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির মোট আয়ের অর্ধেকের মতো এসেছে চিপ খাত থেকে। মেমোরি চিপের চাহিদা বৃদ্ধির দিকে ইঙ্গিত দিয়ে ক্যাপ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক পার্ক সুং-সুন বলেন, বিস্তৃত ক্লাউড পরিষেবার চাহিদা পূরণে স্যামসাংয়ের মেমোরি চিপের মজুদ বাড়াচ্ছে অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও অ্যালফাবেট নিয়ন্ত্রণাধীন গুগল। তবে ২০১৮ সালের তুলনায় এ কোম্পানিগুলোর চিপের মজুদ তুলনামূলক কম বলে জানান পার্ক। সার্ভারের শক্তিশালী চাহিদার ওপর ভর করে তৃতীয় প্রান্তিক নিয়ে বেশ আশাবাদী ফক্সকন। সম্প্রতি পুরো বছর নিয়ে আয়ের ইতিবাচক পূর্বাভাস দিয়েছে চুক্তিভিত্তিক এ আইফোন নির্মাতা কোম্পানি। তবে স্মার্টফোন, পিসি ও গাড়ির চাহিদা হ্রাসে বিশ্বজুড়ে চিপ নির্মাতা কোম্পানিগুলোর বিক্রি কমেছে।

বণিক বার্তা