চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ৭৬০ কোটি থেকে ১ হাজার ৮২০ কোটি ডলার আয় করতে পারে টিএসএমসি। বৈশ্বিক চিপস্বল্পতা ও সরবরাহ চেইন শঙ্কার মধ্যেও আয় বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে শীর্ষ এ চিপ নির্মাতা কোম্পানিটি। খবর ফাইন্যান্সিয়াল টাইমস ও ডিজিটাইমস।

তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা জায়ান্টটি গত বৃহস্পতিবার এক পূর্বাভাসে জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের আয় গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৩৭ শতাংশ বেড়ে ১ হাজার ৮২০ কোটি ডলারে দাঁড়াতে পারে। চলতি বছরে ৩০ শতাংশ প্রবৃদ্ধি করতে পারে তারা। হাই-এন্ড প্রসেসরের উচ্চচাহিদার ওপর ভর করে চলমান বিভিন্ন সংকট সত্ত্বেও চলতি বছরে আয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টিএসএমসি।

প্রথমবারের মতো স্মার্টফোনের চিপের চেয়ে সার্ভারে ব্যবহূত হাই-এন্ডের চিপ বিক্রি করে সর্বাধিক আয় করেছে টিএসএমসি। গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা বৃদ্ধি এবং অ্যাপলের ওপর নির্ভরশীলতা কমার ফলে এ খাতে মনোযোগ বাড়াতে পেরেছে চিপ জায়ান্টটি।

সম্প্রতি প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ করেছে টিএসএমসি। এতে দেখা গেছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে আয় বছরওয়ারি ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ১০৮ কোটি তাইওয়ানিজ ডলার বা ১ হাজার ৭৫৭ কোটি ডলার। এইচপিসি ও গাড়ি চিপের চাহিদা বৃদ্ধির কারণে প্রথম প্রান্তিকে আয় বেড়েছে বলে জানিয়েছে টিএসএমসি।

গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং গত কয়েক সপ্তাহে চীনের বেশ কয়েকটি শহরে লকডাউনের ফলে বৈশ্বিক সরবরাহ চেইনে সংকট দেখা দিয়েছে। এর মধ্যেও টিএসএমসির রেকর্ড আয় কোম্পানিটির জন্য বেশ ইতিবাচক। হাই-এন্ড চিপের ওপর ভর করে দ্বিতীয় প্রান্তিকেও এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চায় তাইওয়ানভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

বণিক বার্তা