শেষ হতে চলেছে ব্রিটেনের ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড, যার প্রভাবও এখন দেখা যাচ্ছে ব্রিটেনের বাণিজ্যিক খাতসহ নানা ক্ষেত্রে। এরই মধ্যে যন্ত্রাংশের স্বল্পতার কারণে যুক্তরাজ্যের কারখানায় উৎপাদন স্থগিত করেছে গাড়ি নির্মাতা জায়ান্ট হোন্ডা। মূলত ব্রেক্সিট অনিশ্চয়তা ও নভেল করোনাভাইরাসের কারণে আরোপ করা বিধিনিষেধের ফলে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে বন্দরগুলো। যেখানে পণ্যগুলোও নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌঁছতে পারছে না এবং চাহিদার কারণে বন্দরে কনটেইনারের ভিড়ও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।

বুধবার বিবিসিকে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, পরিবহনসংক্রান্ত যন্ত্রাংশগুলোর আসা বিলম্বিত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দ্রুত উৎপাদন শুরুর করার ওপর দৃষ্টি রেখে বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত হোন্ডার সুইনডন কারখানায় গত বছর প্রায় ১ লাখ ১০ হাজার মোটরগাড়ি তৈরি হয়েছে। আগামী বছর স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে কারখানাটি।

অবশ্য যন্ত্রাংশ পৌঁছতে বিলম্বের এই অভিযোগ কেবল হোন্ডার একার নয়। নির্মাণ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বাঁশ, টাইলসসহ অন্যান্য পণ্যের স্বল্পতায় ভুগছে তারা। একইভাবে রিটেইলাররা ক্রিসমাসের আগে তাদের দোকানে পর্যাপ্ত পণ্য মজুদ করার ক্ষেত্রেও সংগ্রাম করছে।

বণিক বার্তা