অটোমোবাইল খাতে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ভোক্তা চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এবার ইভি গাড়ি তৈরির প্রতিযোগিতায় নেমেছে হিরো মোটর করপোরেশন। ভিডা ব্র্যান্ডের মাধ্যমে চলতি বছরের জুলাইয়ে বাজারে আসছে হিরোর বিদ্যুচ্চালিত গাড়ি। খবর লাইভমিন্ট।

ভারতের বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিরো। ভারতের অন্ধ্র প্রদেশের চিত্তুরে অবস্থিত একটি কারখানায় ইভি উৎপাদন শুরু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে এ বছর মার্চেই বিদ্যুচ্চালিত স্কুটার বাজারে আনার ঘোষণা দিয়েছিল হিরো। তবে হিরোর সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এজন্য আরো তিন মাস অপেক্ষা করতে হবে ভোক্তাদের। গত বছর দুই চাকার অটোমোবাইল প্রস্তুতকারক এক তাইওয়ানিজ প্রতিষ্ঠান গোগোরোর সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে হিরো মোটর। গোগোরোর সঙ্গে যৌথভাবে ইভি উৎপাদনের উদ্যোগ নিয়েছে হিরো মোটর।

এদিকে ইভি ব্র্যান্ডের নাম ‘হিরো’ নিয়ে হিরো মোটরের সঙ্গে বিবাদ চলছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিরো ইলেকট্রিকের সঙ্গে। গত অক্টোবরে এ বিষয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় হিরো ইলেকট্রিক।

বণিক বার্তা