বিদায়ী বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ। সম্প্রতি জাপান সরকার জানিয়েছে, ভোক্তা ব্যয় এবং রফতানির ঊর্ধ্বমুখিতার কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। খবর এপি।

ক্যাবিনেট অফিসের তথ্যমতে, গত বছরের চতুর্থ প্রান্তিকে জাপানের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে পণ্য ও সেবার এ প্রবৃদ্ধি বেশ আশাব্যঞ্জক। কারণ এর আগে দুটি প্রান্তিকে সংকোচনের পর প্রবৃদ্ধি দেখল এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি।

গত বছর কভিড-১৯ মহামারীজনিত বিধিনিষেধ শিথিল করার ফলে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পায় দেশটির। এর আগে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি। তখন রেস্তোরাঁ ও বারগুলো আগে আগে বন্ধ করা, বড় অনুষ্ঠানগুলো স্থগিত কিংবা লোকসংখ্যা সীমিত করে আয়োজনের সিদ্ধান্ত হয়।

মহামারীর প্রকোপের কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় জাপানে। তবে গত বছরের শেষদিকে ভ্রমণ নীতিমালা শিথিল করতে শুরু করে জাপান সরকার। কিন্তু টোকিওসহ জাপানের অন্যান্য অঞ্চলে নভেল করোনাভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণে আক্রান্তের সংখ্যা আবারো বাড়ায় দেশের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

বণিক বার্তা