নভেল করোনাভাইরাসের আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতির উন্নয়নে গৃহীত ১০ হাজার কোটি ইউরোর পরিকল্পনা উন্মোচনের সময় এক সপ্তাহ পিছিয়েছে ফ্রান্স। স্থানীয় সময় শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর এএফপি।

জানা গেছে, ইউরো অঞ্চলে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সের এই নতুন অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানতে উন্মুখ হয়ে আছে ব্যবসাপ্রতিষ্ঠান ুলো। আজ এ পরিকল্পনা উন্মোচন করা হবে জানিয়েছিলেন ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল। তিনি বলেছিলেন, পুরো পরিকল্পনা প্রকাশের জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু সমস্যা হলো, বর্তমানে সরকার সেপ্টেম্বরের ১ তারিখের স্বাস্থ্য ডেডলাইন পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টায় নিরত। কারণ তখন দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফেরা শুরু করবে। একই সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি থেকে ফের কর্মস্থলে ফিরতে শুরু করবেন শ্রমিকরা। এ অবস্থায় দেশব্যাপী কর্মস্থল ও বিদ্যালয়ে মাস্ক ব্যবহার থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রচুর কাজ করতে হবে। ফলে ১০ হাজার কোটি ইউরোর অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা আগের নির্দিষ্ট সময়ে উন্মোচন করা যাচ্ছে না। সার্বিক বিবেচনায় এ পরিকল্পনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উন্মোচন বা উপস্থাপন করা হতে পারে বলে জানান গ্যাব্রিয়েল আত্তাল।

বণিক বার্তা