বছরের প্রথম নয় মাসে এডিসিবির নিট মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ ছবি: রয়টার্স
চলতি বছরের প্রথম নয় মাসে নিট মুনাফা ৩৬ শতাংশ বেড়েছে সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম ব্যাংক আবুধাবি কমার্শিয়াল ব্যাংকের (এডিসিবি)। দেশটির অর্থনীতি কভিড-১৯ মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে সব রকমের চেষ্টা করছে। সেজন্য সম্পদ পরিচালনের ব্যয় কমিয়ে দিয়েছে সরকার। এর সুফল পেতে শুরু করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। খবর দ্য ন্যাশনাল।

সংযুক্ত আরব আমিরাতের তেলবহির্ভূত খাতটিতে চলতি বছর ও ২০২২ সালে ৪ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে সার্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে গত জুনে পূর্বাভাস দিয়েছিল ইউএইর কেন্দ্রীয় ব্যাংক।

গত নয় মাসে এডিসিবির মোট সম্পদ ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ২০০ কোটি দিরহামে। গ্রাহকদের কাছ থেকে জমার পরিমাণ বেড়েছে ৫ শতাংশ, যার পরিমাণ এখন ২৫ কোটি ৬০০ দিরহাম। আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জকে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ব্যাংকটি।

বণিক বার্তা