উত্তর আমেরিকায় নতুন ব্যাটারি কারখানা নির্মাণে ৬ দশমিক ৫ ট্রিলিয়ন ওন বিনিয়োগের পরিকল্পনা করছে এলজি এনার্জি সলিউশনস। সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি জানায়, কানাডার অন্টারিওতে অটোমোবাইল জায়ান্ট স্টেলান্টিসের সঙ্গে একটি ব্যাটারি কারখানা স্থাপন করতে যাচ্ছে তারা। দি ইলেক।

উত্তর আমেরিকায় ২০২৫ সালের মধ্যে বার্ষিক ২০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে এলজি এনার্জি। এ লক্ষ্যমাত্রা পূরণে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে কারখানা চালু করতে যাচ্ছে এলজি।

যুক্তরাষ্ট্রের আরিজোনায় নিজস্ব সিলিন্ডার ব্যাটারি কারখানা চালুর পরিকল্পনা এলজির। এছাড়া কানাডার উইন্ডসরে এক কারখানায় ৪৮০ কোটি ওন বিনিয়োগ করতে যাচ্ছে তারা। ২০২৪ সালে ৪৫ গিগাওয়াট বার্ষিক উৎপাদন সক্ষমতা নিয়ে ওই কারখানা চালু হবে বলে আশা করা হচ্ছে।

আরিজোনা কারখানায় ১ দশমিক ৭ ট্রিলিয়ন ওন বিনিয়োগ পরিকল্পনা এলজি এনার্জির। এ কারখানাতেও ২০২৪ সালে উৎপাদন শুরু হবে। কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ১১ গিগাওয়াটের।

বণিক বার্তা