কোন কারেন্সি পেয়ারের মূল্যের দশমিকের চতুর্থ সংখ্যার পরিবর্তনকে পিপস এবং কারেন্সি পেয়ারের পঞ্চম সংখ্যার পরিবর্তনকে পিপেটিস বলে। ফরেক্সে মূলত পিপস এবং পিপেটিসের মান উঠা নামা করে। এর আগের সংখ্যা সমূহ উঠা নামা স্বাভাবিকত হয় না। ফরেক্স মারকেটে পিপস ও পিপেটিস সম্পকে ধারনা অবশ্যয় থাকতে হবে তা না হলে সে কোন কাজ করতে পারবে না