আমরা যখন ট্রেড একাউন্ট খুলি তখন সোয়াপ ফ্রি অপশনে টিক দিয়ে যে একাউন্ট খোলা হয় সেটাই সোয়াপ ফ্রি্ একাউন্ট আবার অন্য ভাবে আপনার প্রফিটে চালু থাকা ট্রেডটি হতে আপনি ব্রোকার কতৃক সুদ প্রদান না করার জন্য যে ব্যবস্থা নেন সেই ধারনের একাউন্টকে সোয়াপ ফ্রি একাউন্ট বলা হয় আর ইসলামে যেহেতু সুদ হারাম তাই এইধারনের একাউন্টকে ইসলামিক একাউন্ট বলা হয়।