ফরেক্স হলো একটা আন্তর্জাতিক ব্যবসা আর এই ব্যবসা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরেনে করা যায়। আর তার মধ্যে প্রধান দুটি বিষয় হচ্ছে টাইম লাইনে ট্রেড করা ফরেক্স এ টাইম লাইন খুব গুরুত্বপূর্ণ টাইম লাইন সাধারনত ৩ প্রকার শর্ট টাইম, মিডিয়াম টাইম, লং টাইম ফ্রেম এই হলো টাইম লাইন। কেউ শর্ট টাইমে ট্রেড করে কেউ মিডিয়াম টাইমে ট্রেড করে আবার কেউ লং টাইমে ট্রেড করে কিন্তু লং টাইমে ট্রেড করা খুব ভাল হয় ট্রেডারদের জন্য।