View Full Version : ট্রেণ্ডের সাথে ট্রেড করুন
uzzal05
2016-08-19, 09:39 AM
ফরেক্স মার্কেট এ একটি ভালো ট্রেন্ড ধরতে পারলে সবেচেয়ে বেশি প্রফিট করা সম্ভব। সব সময় ট্রেন্ডের সাথে ট্রেড করা উচিত। ট্রেণ্ডের বিপরীত এ কখনোই ট্রেড খোলা উচিত নয়। সঠিক ট্রেন্ড সম্পর্কে ধারনা পেতে আমরা ডেইলী চার্ট দেখতে পারি।
Mamun13
2017-07-22, 09:42 PM
"ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড"-ফরেক্স ট্রেডারদের বন্দ্বুই হলো এই ট্রেন্ড যার হাতে হাত রেখেই এই বিশাল বিশ্বব্যাপী মার্কেটে চলতে হয়৷ট্রেন্ড বা গতি হচ্ছে তিন প্রকার,যথা-আপট্রেন্ড,ডাউনট্রেন্ড ও সাইডওয়ে ট্রেন্ড৷আপট্রেন্ডে দেখবেন প্রাইস কিছু সময় থেমে থেমে আপে বা উর্ধগতির দিকে এগুচ্ছে৷ডাউনট্রেন্ডে দেখবেন প্রাইস কিছু সময় থেমে থেমে ডাউনে বা নিম্নগতির দিকে এগুচ্ছে৷আর সাইডওয়ে ট্রেন্ড বা রেন্জিং মার্কেটে লেনদেন কম হয় বলে প্রাইস সমান্তরাল ভাবে একইপাশে ঘোরাফেরা করতে থাকে৷আপট্রেন্ডে ক্রেতাগণ ক্রমাগত ক্রয় করে থাকেন এবং ডাউনট্রেন্ডে বিক্রেতাগণ ক্রমাগত বিক্রয় করে থাকেন৷এই ট্রেন্ড গুলো ভালো ভাবে দেখে বুঝে এনালাইসিস করেই ট্রেড করতে হয়৷মনে রাখবেন,ট্রেন্ড বুঝে ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারলেই নিয়মিত প্রফিট পাবেন আর ট্রেন্ড না বুঝে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করলে আপনার পুরো ব্যালেন্সই হয়তো শুন্য হয়ে পড়বে৷তাই সর্বপ্রথমেই ট্রেন্ড চিনুন,ট্রেন্ড বুঝুন,ট্রেন্ড নিশ্চিত হউন এবং ট্রেন্ডের হাতটি শক্ত ভাবে ধরুন৷
Momen
2017-07-22, 10:02 PM
ফরেক্স মার্কেট এ প্রফিট করতে হলে অবশ্যই ট্রেন্ডের দিকে ট্রেড ওপেন করতে হবে। কারণ, মার্কেট তার নিজস্ব গতিতে ট্রেন্ডের সাথে চলতে থাকে। এই জন্য আমাদের সঠিকভাবে ট্রেন্ড লাইন আকা শিখতে হবে। সেই সাথে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে জানতে হবে।
01797733223
2018-01-14, 12:49 PM
হ্যা ভাই এখানে আপনাকে অবশ্যই ট্রেন্ড ফলো করে ট্রেড করার এবিলিটি অর্জন করতে হবে। তানাহলে দেখা যাবে যে আপনার যেখানে লাভ হত সেখানে আপনি লস করে বসে আছেন। কারন আপনি যদি এখানে মার্কেটের সঠিক ডিরেকশনে না চলতে পারেন তাহলে আপনার সব পরিশ্রমগুলো বেকার হবে যাবে। কেননা মনে করেন আপনি মার্কেটের সব এনালাইসিসগুলো সঠিক ভাবে করলেন কিন্তু সঠিক পজিশন কিংবা সঠিক ট্রেন্ড বের করতে পারলেন না, অথবা দেখা গেল আপনি যে জায়গাতে ট্রেন্ড নির্ধারন করলেন সেখান থেকেই মার্কেট তার ট্রেন্ড চেন্জ করল তাহলেতো আপনি ধরা খেয়ে যাবেন।
expkhaled
2018-01-14, 06:20 PM
ফরেক্স ব্যবসায় টিকে থাকতে হলে আগে চার্টে দেখতে হবে ট্রেন্ড এটিই সত্যি কথা। ট্রেন্ড এর বিপরীত কখনও ট্রেড নেওয়া যাবে না। কারন ট্রেন্ড তৈরী হয় বাই বা সেল এর একশন এর কারণে। মার্কেট চলমান বায়ার এবং সেলারের উপস্থিতির কারনে ট্রেন্ড তৈরী হয়। যখন বায়ার বেশী হয় তখন মার্কেট আপট্রেন্ড হয় আর যখন সেলার বেশী হয় তখন মার্কেট ডাউন ট্রেন্ড হয়, আর যখন বায়ার এবং সেলারের উপস্থিতি সমান তখন হয় সাইডওয়ে বা কনসলিডেশন। সুতরাং ট্রেন্ড এর উপর নির্ভর করেই ট্রেড করতে পারলে লাভবান হওয়া যাবে।
Mahidul84
2018-01-14, 07:10 PM
আমি মনে করি আপনাকে অবশ্যই মার্কেটে ট্রেন্ড ফলো করে ট্রেড করার মত এবিলিটি তৈরি করতে হবে। তা না হলে আপনি বড় ধরনের লসে পড়ে যেতে পারেন। কেননা আপনাকে মার্কেটে সঠিকভাবে মার্কেটের পজিশন বুঝতে হবে তা না হলে আপনার পরিশ্রমগুলো বৃথা হয়ে যাবে। ধরুন আপনি মার্কেটের সঠিকভাবে এনালাইসিস করতে পারছেন কিন্তু সঠিকভাবে ট্রেন্ড বের করতে পারেন নাই।আর আপনি যে জায়গাতে ট্রেড ওপেন করছে সেই জায়গা থেকে যদি মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে তাহলে আপনি বড় ধরনের লস করে ফেলতে পারেন। এজন্য প্রত্যেক ট্রেডারের উচিত ট্রেন্ড বুঝে ট্রেড করা।
Grimm
2018-01-14, 11:14 PM
আমার মতে কেউ যদি ট্রেন্ড এর সাথে ট্রেড করতে পারে তাহলে সে ক্ষতির চেয়ে মুনাফাই বেশি করবে। কারণ ট্রেন্ডই আমাদের সঠিক রাস্তা দেখিয়ে থাকে। তবে আমার জানামতে ঠিকমত ট্রেন্ড ধরাটা অনেক কঠিন। যদি এটা ধরা অধিকতর সহজ হতে তাহলে মোটামোটি সবাই এই ব্যবসায় সফল হতো। আমি বর্তমানে ট্রেন্ড ধরার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতাছি। আশা করি ভবিষ্যতে আমার কোন সমস্যা হবে না।
iloveyou
2018-02-19, 07:33 PM
হ্যা আপনি একদম ঠিকি বলেছেন ভাই। ট্রেড নেবার আগে আপনাকে অবশ্যই আগে মার্কেটের সঠিক ডিরেকশনটা দেখে নিতে হবে। মার্কেটের ট্রেন্ডটা আসলে কোনদিকে সেটা আগে আপনাকে খুঁজে পেতে হবে। তাই এখানে আপনার ট্রেন্ডটাকে একটা চেনেলের মাধ্যমে হোক আর অন্য কোন ভাবে হোক, সেটা আগে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। তাহলেই দেখবেন যে আপনি ট্রেডের জন্য ভাল একটা পজিশনও পেলেন এবং সঠিক ট্রেন্ডের সাথেও ট্রেড করলেন।
maziz6989
2018-02-19, 07:38 PM
এর সাথে দ্বিমত করার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। কেননা আপনি যদি ট্রেন্ড এর সাথে ফাইট করতে যান তবেই সেরেছে। আপনার লস রিকভার করতে করতে জান শেষ হয়ে যাবে কিন্তু লস রিকভার হবে কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না।
riponinsta
2018-04-23, 01:09 PM
আপনি অনেক ভাল পোস্ট করছেন এটা নতুন ট্রেডার পুরাতন ট্রেডার সবার কাজে লাগবে কারন ফরেক্স মার্কেট এ মার্কেট এর ট্রেড যে দিকে থাকে সেই দিকে ট্রেড করলে অনেক বেশি লাভ করা যায় আর আপনি ভুল ট্রেড অনেক কম হবে লাভ এর ট্রেড অনেক বেশি হবে কারন আপনার মার্কেট এ যে দিকে ট্রেড আছে আপনি সেই দিকেই ট্রেড করছেন তাই
শিমুলআক্তার
2018-04-23, 05:08 PM
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন কারন ফরেক্স মার্কেট অনেক সময় একটা ট্রেন্ডে চলে আপনি এই সময় ঐ ট্রেন্ড অনুযায়ী ট্রেড করে সহজেই ভাল একটা প্রফিট করে নিতে পারেন। আর এই ধারনের ট্রেড করা অনেক সহজ বলে আমি মনে করি কারন ট্রেড করতে গিয়ে মাঝে মাঝে এমন সময় আসে যে, তখন বুঝে উঠা কঠিন লাগে যে এই মার্কেটে কোন ট্রেড ওপেন করা্ নিরাপদ হবে কিন্তু মার্কেট যখন ট্রেন্ডে চলে তখন আপনি সহজে ট্রেড ওপেন করে প্রফিট নিতে পারেন।
SkAbdullahaAlMamun464893
2023-02-18, 07:27 PM
আপনার কথা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। এখানে মানে ফরেক্স মার্কেটে যদি আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারি তাহলে অনেক প্রফিট করা সম্ভব। তবে এ জন্য অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ হবে হবে। তাহলে আপনি যে কোন ট্রেন্ডে ট্রেড করে প্রফিট করতে পারবেন সেটা আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড যাইহোক না কেন। তাই সর্বপরি আমাদের সকলকে দক্ষতা অর্জনের মাধ্যমে এখানে কাজ করতে হবে। ধন্যবাদ
Mas26
2023-09-19, 06:43 PM
এখানে আপনাকে অবশ্যই ট্রেন্ড ফলো করে ট্রেড করার এবিলিটি অর্জন করতে হবে। তানাহলে দেখা যাবে যে আপনার যেখানে লাভ হত সেখানে আপনি লস করে বসে আছেন। কারন আপনি যদি এখানে মার্কেটের সঠিক ডিরেকশনে না চলতে পারেন তাহলে আপনার সব পরিশ্রমগুলো বেকার হবে যাবে। কেননা মনে করেন আপনি মার্কেটের সব এনালাইসিসগুলো সঠিক ভাবে করলেন কিন্তু সঠিক পজিশন কিংবা সঠিক ট্রেন্ড বের করতে পারলেন না, অথবা দেখা গেল আপনি যে জায়গাতে ট্রেন্ড নির্ধারন করলেন সেখান থেকেই মার্কেট তার ট্রেন্ড চেন্জ করল তাহলেতো আপনি ধরা খেয়ে যাবেন।
Starship
2023-09-24, 08:54 PM
অবশ্যই আমাদের ট্রেন্ডের সঙ্গে ট্রেড করা উচিত ট্রেডের বিপরীতে এমন অনেকে রয়েছে যারা আমরা ট্রেড করি অবশেষে লসের সম্মুখীন হতে হয়। বিশেষ করে নিউজ ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেডে ট্রেড করতে হবে। আমি নিজেও একসময় ট্রেডের বিপরীতে ট্রেড করতাম কিন্তু সব সময় আমার লসের সম্মুখীন হতে হতো। তাই এর পরবর্তী সময় থেকে আমি ট্রেডের বিপরীতে কখনো ট্রেড করি না।
Mas26
2023-09-25, 12:27 PM
ফরেক্স ব্যবসায় টিকে থাকতে হলে আগে চার্টে দেখতে হবে ট্রেন্ড এটিই সত্যি কথা। ট্রেন্ড এর বিপরীত কখনও ট্রেড নেওয়া যাবে না। কারন ট্রেন্ড তৈরী হয় বাই বা সেল এর একশন এর কারণে। মার্কেট চলমান বায়ার এবং সেলারের উপস্থিতির কারনে ট্রেন্ড তৈরী হয়। যখন বায়ার বেশী হয় তখন মার্কেট আপট্রেন্ড হয় আর যখন সেলার বেশী হয় তখন মার্কেট ডাউন ট্রেন্ড হয়, আর যখন বায়ার এবং সেলারের উপস্থিতি সমান তখন হয় সাইডওয়ে বা কনসলিডেশন। সুতরাং ট্রেন্ড এর উপর নির্ভর করেই ট্রেড করতে পারলে লাভবান হওয়া যাবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.