PDA

View Full Version : স্ক্যাল্পিং কি?



Mahmudx84
2014-04-20, 09:29 PM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

akhi
2014-04-27, 04:45 PM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

nazmul_2
2014-05-01, 10:50 AM
স্ক্যাল্পিং শব্দটি প্রায় সব জায়গায় শুনা যায়। ফরেক্সের ক্ষেত্রে স্ক্যাল্পিং হচ্ছে ছোট ট্রেড। । স্ক্যাল্পিং বলা হয় কয়েক মিনিটের ছোট ছোট ট্রেড গুলোকে। ট্রেড গুলো ১-২০ পিপস হতে পারে । ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে আভিধানিক ভাবে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা তখন সাধারন ট্রেড হয়ে যাবে। :bravo:

mostafa
2014-05-01, 12:23 PM
্অল্প সময়ের ট্রেডকে স্কাল্পিং বলে।এধরনের ট্রেড সাধারনত ১ থেকে ২০ পিপস এর হয়ে থাকে।৫,১০,১৫,৩০ মিনিটের চার্টে উপর এধরনের ট্রেড করা হয়।স্কাল্পিং করলেও এর উপর এনালাইসিস করতে হয় কারন স্ক্যালি্পং করা রিক্সের । তাই প্রথম ডেমো একাউন্টে প্রাকটিস করতে হয়।

shezankhan
2014-05-31, 10:55 PM
সহজ কথায় বলবে যে স্ক্যারিক হলে যদি আপনি পাচ মিনিটের কম সময়ে আপনার ট্রেডটি ক্লজ করে দিন তাহলে সেটিকে স্কারিক বলে আর যদি তার বেশি করে তাহলে সেটিকে স্ক্যারিক বলা যাবে না তাকে লং টাইব বা টাইম ফ্রেমে ট্রেড করা বলে ধরা হয়। আমি ফরেক্স এ নতুন তাই আমি স্ক্যারিক বলতে এতটুকি বুঝি। আমার যদি বলা ভুল হয় তাহলে আমাকে বলবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।

shawonrfx
2014-11-21, 05:35 PM
স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয় , তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে । আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন । কিন্তু আপনি যদি h4 টাইমফ্রেম অনুসরন করেন তাহলে কোন লাভ হবে না , কারন ২-১ মিনিটে মার্কেটে কি পরিবর্তন হল তা আপনি h4 চার্ট দেখে সহজে বুঝতে পারবেন না । মিনিটের টাইমফ্রেম গুলো স্ক্যাল্পিং এ বেশি সহায়ক ।

Mahadi0805
2014-11-22, 12:58 PM
সাধারনতো ছোট ছোট ট্রেড গুলোকেই স্ক্যাল্পিং বলা হয়। মানে ১ থেকে ২০ পিপস এর মধ্যে ট্রেড বন্ধ করে প্রফিট করা কেই মূলতো স্ক্যাল্পিং বলা হয়। ছোট ছোট টাইম ফ্রেমে মূলতো স্ক্যাল্পিং করা হয়।

Sreepad2014
2014-12-14, 05:10 PM
স্ক্যাল্পিং হচ্ছে ছোট ট্রেড।
। স্ক্যাল্পিং বলা হয় কয়েক মিনিটের
ছোট ছোট ট্রেড গুলোকে। ট্রেড
গুলো ১-২০ পিপস হতে পারে । ২০
পিপসের ওপরে প্রফিট
হলে তাকে আভিধানিক
ভাবে স্ক্যাল্পিং বলা যাবে না।
সেটা তখন সাধারন ট্রেড হয়ে যাবে।

ali.kamal
2014-12-16, 04:56 PM
সাধারণত অল্প সময় ব্যয় করে লাভ করা প্রতিটি ট্রেডকে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে। আপনি আপনার ক্রয় করা ২০ টি পিপস থেকে যদি ২০ টির বেশি অর্জন করতে পারেন তবে তাকে সাধারণ ট্রেড বা স্ক্যাল্পিং বলা হয়ে থাকে।

Tamim Al Mamun
2014-12-16, 05:54 PM
ফরেক্স মার্কেটে অম্প সময়ে লাভ করাকে স্ক্যল্পিং বলে। সাধারনত 5 বা 15 মিনিটের চার্টে স্ক্যল্পিং বলে। আমি আগে বেশী স্ক্যল্পিং করতাম কিন্তু এখন তেমন একটা করি না। এখন আমি লংটাইম ট্রেড করি। যেটা আমাকে বেশী আনন্দ দেয় এবং মার্কেট সম্পর্কে ধারনা দেয়।

gangchil
2014-12-16, 07:05 PM
ফরেক্স এর একটা টার্ম হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে সাধারনত স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো ১-২০ পিপস এর হতে পারে। ২০ পিপসের বেশি হলে তাকে আবার স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যাবে।

Babu11
2014-12-16, 07:40 PM
সাধারণত ছোট ছোট ট্রেড গুলকে স্ক্যাল্পিং বলে। তার মানে ১-২০ পিপ্স এর মধেই ট্রেড করে লাভ করে ট্রেড বন্ধ করে দেয়াকেই স্ক্যাল্পিং বলে। এর বেশী কিছু আমি জানি না।

JHUMA
2014-12-16, 07:54 PM
মুলত ছোট ছোট ট্রেডগুলো হল স্কাল্পিঙ। সাধারনত ২০ পিপসের নিচের ট্রেডই হল স্কাল্পিঙ। ২০ পিপসের উপরে হলে একে স্কাল্পিঙ বলা যাবে না।

qpionee
2014-12-17, 07:41 AM
সাধারন ভাবে বলা চলে যে ১-২০ পিপস এর মধে্যর ট্রেড গুলোই হল স্কাল্পিং। ২০ এর অধিক হলেই সেটা আর স্কাল্পিং এর আওতায় পরে না।

sumonmia
2014-12-18, 12:27 PM
মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

zaman
2015-01-26, 09:27 AM
স্ক্যাল্পিং হচ্ছে মূলত ছোট ছোট টাইমফ্রেমে অল্প পিপস টার্গেট নিয়ে ট্রেড করা।এক্ষেত্রে প্রতি ট্রেডে সাধারণত ৫ থেকে ১০ পিপস প্রফিট ফেলেই ট্রেড থেকে বের হয়ে যেতে হয়।যারা স্ক্যাল্পিং করে তাদের সাধারণত প্রতিদিন অনেক ট্রেড করতে হয়।আর স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম।মূলত যাদের খুব বেশী ধৈর্য নেই এবং ট্রেডিংএ প্রচুর সময় দিতে পারে তারাই স্ক্যাল্পিং করে থাকে।

FHGCXB
2015-01-26, 11:05 AM
ফরেক্স মার্কেটে ছোট ছোট ট্রেডগুলকে স্ক্যাল্পিং বলে। এই ট্রেডগুলো অল্প সময়ের ট্রেড। সাধারনত ১-২০ পিপস এর ট্রেডগুলকে স্ক্যাল্পিং বলে।এই ট্রেডে ঝুকি কম থাকে।

Sacrifice
2015-03-23, 11:29 AM
স্ক্যাল্পিং হল স্বল্প সময়ের ট্রেড। নতুন ট্রেডারদের জন্য এটি খুবই জনপ্রিয় ট্রেডিং সিস্টেম। স্ক্যাল্পিং সাধারণত কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের হয়ে থাকে। এক্ষেত্রে m1, m5, m15 টাইমফ্রেম বেশি ব্যবহার হয়। ২০ পিপস পর্যন্ত. স্ক্যাল্পিং ধরা হয়। স্ক্যাল্পিং করে স্বল্প রিক্সে ট্রেড করা যায়, এতে লাভের পরিমানও কম। তবে নতুনদের জন্য এটিই উত্তম ট্রেডিং সিস্টেম। আমিও স্ক্যাল্পিং পছন্দ করি। কারণ এতে ট্রেড নিয়ে আমাকে দীর্ঘ সময় ভাবতে হয় না।

kazolkhan
2015-03-23, 11:56 AM
আমরা সবাই সচাল্পিং এর কথা সুনাছি কিন্তু আসলে সঠিক দারনা না থাকলে আপনি নিছছিত হতে পারবেন না যে আপনার কন ট্রেড টি স্ক্লাপিং এর আয়তাধিন । পিপ্স এর নিছে যে কোন ট্রেড স্কাল্পিং এর ভিতরে যায় তাই । আপনার উছিত মার্কেট এ বেশি সময় দিয়া , মার্কেট থেকে বেশি আয় করা ।

monorom
2015-03-23, 03:46 PM
স্ক্যাল্পিং বলতে ফরেক্স মার্কেট এ খুব অল্প সময়ে যে ট্রেড গুলো করা হই তাকে স্ক্যাল্পিং বলে । আমরা ফরেক্স মার্কেট এ বিভিন্ন টাইম ফ্রেম দেখে ট্রেড ওপেন করি । তার মধ্যে ৫ মিনিট ১৫ মিনিট এবং ৩০ মিনিট এর টাইম ফ্রেম দেখে কম সময় এর মধ্যে ট্রেড করে ১০ থেকে ২০ পিপ লাভ করি সেটি হল স্ক্যাল্পিং । এই ট্রেডটি যদি দীর্ঘ সময়ের হয়ে যাই তাহলে সেটি স্ক্যাল্পিং হবে না ।

amitbd
2015-03-23, 04:50 PM
মনে করেন আপনি 1200 থেকে একটি ট্রেড ওপেন করলে এবং ৫ মিনিট পর সেই ট্রেড অল্পকিছুতে লাভ করে ট্রেড বন্ধ করে রাব করলেন এ কেই সাধারনত ফরেক্স মার্কেটে স্ক্যাপিং বলে থাকে । প্রায় দেখা যায় বেশির ভাগ মানুষ ক্যাপিং ট্রেড করতে অনেক ভাল বাসে ।

TselimRezaa
2015-03-23, 09:03 PM
ফরেক্সে ট্রেডিং এর বিভিন্ন রকম ধরন রয়েছে। তার মধ্যে স্ক্যাল্পিং অন্যতম। অনেকেই স্ক্যাল্পিং করেন। বুঝে হোক আর না বুঝে হোক স্ক্যাল্পিং করেন। স্ক্যাল্পিং বলতে সাধারনত ছোট ছোট ট্রেড করাকে বোঝায়, ছোট টাইমফ্রেম ব্যবহার করে ১-২০ পিপস লাভ করলে তাকে স্ক্যাল্পিং বলা যায়। তবে আমি ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং সমর্থন করিনা। নিজেও স্ক্যাল্পিং করিনা।

Shimanto754
2015-04-13, 12:14 PM
ছোট ছোট লাভে ট্রেড ক্লোজ করাকেই স্কালপিং বলে।সচরাচর ২০ পিপসের নিচে ট্রেড ক্লোজ করলে তাকে স্কালপিং এর আওতায় ধরা হয়।যারা ফরেক্সে অনেক ভালো ট্রেড করা শিখতে পারে তারা মার্কেটের গতিকে কাজে লাগিয়ে স্বল্প স্বল্প লাভে অনেক ট্রেড করে লাভ করে।এজন্য সবাই ইচ্ছা করলেই স্কালপিং না করাই ভালো।

rupakbd
2015-04-13, 12:42 PM
স্কাল্পিং বলতে মুলত, খুব কমসময়ের জন্য কোন ট্রেড অপেন করা এবং কোন নির্দিষ্ট সময়পর ট্রেডটি ক্লোজ করে দেওয়াকে বুঝায়। স্কাল্পিং করতে ১ মিনিট, ৫ মিনিট এবং ১৫ মিনিট এর টাইম ফ্রেম অনুসরণ করতে হয়। ধন্যবাদ

shimulmoni
2015-04-14, 12:55 PM
হ্যা বন্ধু ফরেক্স মার্কেটে প্রায় সকল ট্রেডা্রই কম বেশি স্কেলপিং শব্দটার সাথে পরিচিত কারন সবাই কম বা বেশি স্কেলপিং করে থাকে স্কেলপিং ট্রেড তাকেই বলা হয় যখন কোন ট্রেডার সামান্ন কিছু পিপস ট নেবার জন্য কোন ট্রেড গ্রহন করে যেমন ৫ তেকে ১০ পিপস তবে যেহেতু স্কেলপিং করার জন্য তেমন এনালাইজ না করে ট্রেন্ডকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাই স্কেলপিং বেশ ঝুকিপুর্ন। ধন্যবাদ।

pallabbd
2015-04-14, 01:45 PM
স্কাল্পিং হচ্ছে ফরেক্সের ট্রেডিং এর খুব ছোট ছোট অংশ বিশেষ। খুব কম সময়ের জন্য কোন ট্রেড অপেন এবং ক্লোজ করে দেওয়ার মাধ্যমে উপার্জন করা কে মুলত স্কাল্পিং বলে। স্কাল্পিং করতে খুব মজা। কিন্তু এতে আপনাকে মার্কেট সামনে নিয়ে করতে হয়। ধন্যবাদ

Imrankhan
2015-04-14, 03:15 PM
ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। মানে ১ থেকে ২০ পিপস এর মধ্যে ট্রেড বন্ধ করে প্রফিট করা কেই মূলতো স্ক্যাল্পিং বলা হয়।

saiful8780
2015-04-16, 03:59 PM
স্কাল্পিং মুলত সল্পদৈর্ঘ্যর ফরেক্স ট্রেডিং, যে ট্রেড করতে ট্রেডারগত সাধারনত ১ থেকে ৩০ মিনিট সময় নিয়ে থাকে তাকে স্কাল্পিং বলে। স্কাল্পিং এর মাধ্যেমে দ্রুত আয় করা সম্ভব এবং স্কাল্পিং এ একটু বেশি পরিমানে রিক্স নেওয়া হয়। স্কাল্পিং আমার প্রিয় একটা স্টাটেজি

Emrul Hasan
2015-04-16, 04:04 PM
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং একটি জনপ্রিয় মাধ্যম ট্রেড করার জন্য। প্রায় সব ট্রেডারই এই পদ্ধতি ব্যাবহার করে। স্ক্যাল্পিং হলো অল্প সময়ের জন্য ট্রেড অপেন করা . এবং সামান্য লাভে আবার তা বন্ধ করে আবার নতুন ট্রেড অপেন করা

abdullahsakib
2015-04-25, 10:37 PM
বিভিন্ন ব্রোকার হাউস আপনাকে স্ক্যালপিং করার অনুমতি দেয় যার মাধ্যমে আপনি অনি কম সময়ে বার বার ট্রেড করে অনেক অর্থ আয় করতে পারেন তো সেই জন্য আপনাকে স্ক্যালপিং সম্পর্কে অনেক অভিগ্যতা থাকতে হবে না হলে আপনি আপনার অর্থ হারতে পারেন।

abdullahsajib
2015-05-12, 10:38 AM
স্কাল্পিং হলো যখন আপনি খুবই কম সময়ের মধ্যে সেল এবং বাই এর মাধ্যমে অনর্গত ট্রেড পরিচালনা করেন তা একপ্রকার স্কল্পিং এর ভিতর অনেক ব্রকার হাউজে স্ক্যাল্পিং করা পুরো পুরি নিশিদ্ধ । আমর মতে যে সব ব্রকার স্ক্যাল্পিং করার সুযোগ দেয় তাদের মাধ্যমে আনি খুবই কম সময়ের মাধ্য ট্রেড পরিচালনা করে অনেক প্রফিট করতে পারেন।

roni11
2015-08-10, 06:24 PM
ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে বুঝায় ছোট ট্রেড করে ১০ থেকে ২০ পিপ করে দিনে অনেক বার ট্রেড করে নেয়া যায় তাই স্কাল্পিং করে ফরেক্স মার্কেট থেকে দিনে অনেক পিপ নিয়া যায় এইভাবে ট্রেড করাকে স্কাল্পিং বলে।

sunil
2015-08-11, 10:37 AM
ফরেক্স মার্কেটে অনেক ভাবে অনেকে ট্রেড করে তবে স্কাল্পিং আমার মনে হয় একটি ভাল ট্রেড পদ্দতি কারন স্কাল্পিং এমন একটি পদ্দতি যে অল্প সময় ট্রেড করে প্রফিট করে ভের হয়ে জেতে হয় তাই স্কাল্পিং আমার খুভ ভাল লাগে।

mirza
2015-08-11, 03:49 PM
স্কালিং বলতে সাধারণত সট ট্রেড কে বুঝায়। এ ধরনের ট্রেড ১-২০ পিছ এর হইয়া থাকে।আর সট সট ট্রেড করে আয় করা হল স্কালিং। তবে লং টাইম ট্রেড করা হলে আয় বেশি করা যায়। তবে দুই ধরনের ট্রেড করা ভাল। তাতে অভিজ্ঞতা বারে যেটা ভভিশ্তত ভাল হয়।

joni
2015-08-21, 04:05 PM
ফরেক্স মার্কেটে হাজির থেকে সারাদিন ছট ছট করে ট্রেড করা আর ৫ থেকে ১০ পিপ করে প্রফিট করা এই ভাবে সারা দিন করলে ফরেক্স মার্কেট থেকে স্কাল্পিং করে অনেক প্রফি/ত করা যায় তাই স্কাল্পিং একটি ভাল ট্রেড এই করা যায় স্কাল্পিং।

azizulhaque
2015-08-23, 01:29 PM
ছোট ছোট টাইমফ্রেমে অল্প পিপস টার্গেট নিয়ে ট্রেড করা।এক্ষেত্রে প্রতি ট্রেডে সাধারণত ৫ থেকে ১০ পিপস প্রফিট ফেলেই ট্রেড থেকে বের হয়ে যেতে হয়।যারা স্ক্যাল্পিং করে তাদের সাধারণত প্রতিদিন অনেক ট্রেড করতে হয়।আর স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম।মূলত যাদের খুব বেশী ধৈর্য নেই এবং ট্রেডিংএ প্রচুর সময় দিতে পারে তারাই স্ক্যাল্পিং করে থাকে।

shojibur
2015-08-23, 03:59 PM
স্কাল্পিং হচ্ছে খুব অল্প সময়ই এর জন্য যে ট্রেড টি ওপেন থাকে , মানে অল্প সময়ই ট্রেড থেকে প্রফিট আশা করা বা অল্প সময়ই এর মদ্দে ট্রেড টি ক্লোজ করা । সাধারণত ৫০ পিপ বা তার নিম্ন যে পিপ্স পাওয়া যাই সেই ট্রেড তিকে স্কাল্পিং এর মধ্যে ধরা যাই

Remon808
2015-08-23, 04:04 PM
শর্ট টাইমফ্রেমে দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা যে ট্রেড করে থাকে তাকেই মূলত স্ক্যাল্পিং ট্রেড বলে। তবে আমি মনে করি ফরেক্সে স্ক্যাল্পিং চ্রেড করে সকলে ভাল প্রফিট করতে পারে না তার জন্য ফরেক্স সম্পর্কিট অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন অবশ্যই রয়েছে।

sona
2015-08-23, 05:08 PM
ফরেক্স মার্কেটে কেউ কেউ স্কাল্পিং করে লং টাইম ট্রেড করে অনেক ধরনের ট্রেড করে কেউ সারাদিন বসে স্কাল্পিং করে অনেক প্রফিট করে তবে স্কাল্পিং হল সর্ট ট্রেড নিয়ে ৫পিপ করে একটি ট্রেডে প্রফিট নেয় ।

mamun93
2015-08-23, 11:56 PM
অনেক দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডারা শট টাইমফ্রেমে ফরেক্স ট্রেড করে থাকে আর ঐ ধরনের ফরেক্স ট্রেডিংকেই মূলত আমরা স্ক্যাল্পিং ফরেক্স ট্রেডিং হিসাবে চিনি আর স্ক্যাল্পি ফরেক্স ট্রেডিং সব টেডার করে প্রফিট অর্জন করতে পারে না তার জন্য ভাল ট্রেডিং দক্ষতা থাকা বান্চনিয়।

amdad123
2015-08-24, 02:16 AM
ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং, যেমন m1, m5, m15, & m30 চার্টে কিছুক্ষনের জন্য ১-২০ পিপস এর একটা ট্রেড করা, এই ট্রেড গুলো অল্প সময়ে লাভ ও হতে পারে লস ও হতে পারে, তবে আমার মতে অল্প ডলার নিয়ে ট্রেড করলে স্ক্যাল্পিং ট্রেড করা ভাল।

Nishat Tasnim
2015-08-25, 10:17 AM
স্কাল্পিং হল শর্ট টাইম ট্রেডিং অর্থাৎ খুব তারাতারি অল্পসময়ের মধ্য ট্রেড ক্লোজ করা

MotinFX
2015-08-25, 10:25 AM
ফরেক্স মার্কেটে স্কেলপিং বেশি হয়ে থাকে। কম সময়ে মধ্যে ছোট ছোট ট্রেড গুলোকে স্কেলপিং বলে। কম স্পীডে স্কেলপিং করা কারণ লাবের চেয়ে লসের সম্ভাবনা বেশি।

lopa
2015-08-30, 11:09 AM
ন।ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে গেলে অল্প অল্প করে আয় করা স্কাল্পিং করার জন্য বেশি আশা করলে হবে না তাতে লস যাবে তাই ছট করে ট্রেড ওপেন করতে হবে অল্প সময়ের মধ্যে ৫ পিপ ৭ পিপ করে প্রফিট করে ভের হয়ে আস্তে হবে স্কাল্পিন করতে হয় ৫ মিনিট ১৫ মিনিট টাইম ফ্রেমে।

sima
2015-08-30, 03:03 PM
ফোরেক্স মার্খেটে ট্রেডের অনেকগুলো ট্রেডের মধ্যে স্কালপিং একটি পদ্ধতি। অনেকে আসলে স্খালপিং করে থাকে বিশেষ করে নতুনরা। আসলে সর্টটাইম মার্কেট করাকে স্কালপিং করা বলে । আর এইক্ষেত্রে তারা সাধারনত ১০ থেকে ২০ পিপস নিয়ে থাকে অল্ড কিছু সময়ের মধ্যে। তবে আমার মনে হয় এটা কিছুটা রিস্কি।

Armi
2015-08-30, 03:23 PM
স্কাল্পিং খুব ভাল একটি ট্রেডিং স্ত্রাতেজি এবগ আমরা স্কাল্পিং করে অনেক টাকা আয় করতে পারি। আমাদের যদি এনালাইসিস ভাল হয় তাহলে আমরা অনেক টাকা এই বাবসা থেকে আয় করতে পারবো। আমাদের উচিত সব অস্ময় ভাল ভাবে মার্কেট এনালাইসিস করা এবং তাহলে আমরা অনেক টাকা আয় করতে পারবো।

Imran1995
2015-09-06, 02:36 AM
সহজ কথায় বলবে যে স্ক্যারিক হলে যদি আপনি পাচ মিনিটের কম সময়ে আপনার ট্রেডটি ক্লজ করে দিন তাহলে সেটিকে স্কারিক বলে আর যদি তার বেশি করে তাহলে সেটিকে স্ক্যারিক বলা যাবে না তাকে লং টাইব বা টাইম ফ্রেমে ট্রেড করা বলে ধরা হয়। আমি ফরেক্স এ নতুন তাই আমি স্ক্যারিক বলতে এতটুকি বুঝি। আমার যদি বলা ভুল হয় তাহলে আমাকে বলবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।

onlyfx
2015-10-10, 10:44 AM
খুব অল্প সময়ের ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । স্ক্যাল্পিং এ আমাদের প্রফিট খুব কম থাকে কারন স্ক্যালিং বলতেই বুঝায় অল্প সময়ে অল্প কিছু [প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে আসা । স্ক্যাল্পিং করতে হলে খুব অল্প সময়ের টাইম ফ্রেম গুলো এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি নিতে হয় । যেমন - ৫ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টা পর্যন্ত । দিনে অনেক গুলো ছোট ছোট ট্রেড করেও ভালো লাভ করা যায় । একাউন্ট ব্যালেন্স কম থাকলে স্ক্যাল্পিং করাই ভালো ।

FXMONIR
2015-10-10, 04:15 PM
di gvKU AbK AbK mvBRi UW Ki mUvK Avgiv jU ewj| KD Avevi Zv`i GKvDUi GgvDU Abyhvqx QvU UW Ki| GB QvU AvKvii UW jvK vws ej| GB UW jv 1-20 mUi ga nq|

SyedImrul8008
2015-10-10, 04:22 PM
দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করে থাকে তারা মূলত শর্ট টাইমফ্রেমে ট্রেড করে থাকে আর প্রফিট ও অনেক নিয়ে থাকে তবে আমি মনে করি নতুন ফরেক্স ট্রেডারদের দক্ষতা এবং াভিজ্হতা বৃদ্ধির জন্য শর্র্টটাইমফ্রেম অপেক্ষা লং টাইফ্রেমে ট্রেড করাটা অনেক বেশি জরুরি কারন এতে করে বড় ধরনের লসের সম্ভাবনা অনেকাংশে কুমিযে আনা সম্ভাব হয় এবং ঝুকিও যথেষ্ট কম থাকে।

FxAhsan
2015-10-10, 11:57 PM
স্ক্যাল্পিং হল খুব কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং কিছু লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া।যখন কারেন্সির মুভমেন্ট অনেক বেড়ে যায় তখন স্ক্যাল্পিং করে অনেক প্রফিট করা যায় এবং তখনই উপযুক্ত সময় সেটা করার।

skemon5747
2015-10-11, 05:49 AM
শর্ট টাইমফ্রেমে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা অধিক প্রফিট লাভের জন্য যে ধরনের ট্রেড করে থাকে সেটিই হল ফরেক্সের ভাষায় স্ক্যাল্পিং ট্রেডিং। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে অনেক বেশি লসের ঝুকি থাকে তাই অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ছাড়া অন্যরা এখান থেকে ভাল প্রফিট সহজে লাভ করতে পারে না।স্ক্যাল্পিং ট্রেডিংয়ে সাধারনত লট বা ভলিউম অনেক বেশি ধরা হয় অধিক প্রফিট লাভের জন্য।

মো: রিরিফাত
2015-10-11, 06:52 AM
ফরেক্স মার্কেটে স্কালপিং হলো শর্ট টার্ম ট্রেড। ১-২০ পিপসের নিচে প্রফিট করতে আগ্রহী ট্রেডকে স্কালপিং বলে। আমরা জানি যে ফরেক্স একটা গতিশীল মার্কেট। এখানে প্রতিটি মুহুর্তে মার্কেটের প্রাইস উঠানামা করে। এই উঠানামার গতি কাজে লাগিয়ে অনেকেই দ্রুত প্রফিট করতে চাই। এজন্য ফরেক্স মার্কেটে স্কালপিং জনপ্রিয় বটে।

HasanXM
2015-10-11, 11:05 AM
আমি মনে করি এটা হলো মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

AbuRaihan
2015-10-11, 03:05 PM
স্কাল্পিং সম্পর্কে আমার বিশদ জ্ঞান নেই তবে ফরেক্স মার্কেটে স্কাল্পিং বহুল ব্যবহৃত একটা শব্দ । ফরেক্স মার্কেটে অল্প সময়ে লাভ করে সে ট্রেড বন্ধ করে দেওয়াকে বলা হয় স্কাল্পিং । অর্থ্যাৎ যখন মার্কেট উঠতে থাকে ঠিক সেই মুহুর্তে একটা ট্রেড দিয়ে সেটার স্থায়িত্ব কয়েক মিনিট রেখে সেখান হতে কিছু পিপস লাভ করে আবার ট্রেডটি ক্লোজ করে দেওয়া হয় । আমি আগে স্কাল্পিং করার চেষ্টা করতাম কিন্ত তাতে বিশেষ কোন লাভ নেই তাই এখন লং ট্রাম ট্রেড ইনজয় করার চেষ্টা করি ।

onlyfx
2015-10-31, 09:13 PM
ফরেক্স মার্কেটে আমরা অনেক সময় খুব ছোট ছোট টাইমফ্রেম এনালাইসিস করে ট্রেড করে থাকি আর এর জন্য আমরা বেশির ভাগ সময় অল্প সময়ের টাইম্ফ্রেম এনালাইসিস করে ট্রেড করি । এবং আমাদের চিন্তা থাকে অল্প কিছু লাভ হলেই আমরা ট্রেডটি ক্লোজ করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে আসব । আর আমরা যখন এধরনের ট্রেড করি তখন সেই ট্রেডকে স্ক্যাল্পিং বলে । স্ক্যাল্পিং ট্রেড এর প্রফিট সাধারনত ২০ পিপস এর বেশি হয় না।

Realifat
2015-12-19, 09:32 AM
স্ক্যালপিং ফরেক্স মার্কেটে অতি পরিচিত শব্দ। কারন গতিশীল ফরেক্স মার্কেটকে কাজে লাগিয়ে অনেকেই দ্রুতই প্রফিট করে নিতে চায়। মূলত ট্রেডে ১ থেকে ২০ পিপস পর্যন্ত লাভ করা হলে তাকে স্ক্যালপিং বলে। অর্থাৎ ২০ পিপসের নিচে প্রফিট করা হলে সেই সকল ট্রেডকে স্ক্যালপিং বলা হয়ে থাকে। স্ক্যালপিং অনেক রিস্কি ট্রেডিং স্ট্রেটেজি।

uzzalbd
2015-12-19, 10:09 AM
ফরেক্স এ স্কাল্পিং ভালো আয় করা যায়। আপনি অল্প সময়ের মধ্য ট্রেড ওপেন করে ভালো লাভ করতে পারেন। ৫-১৫ মিনিট টাইম্ফ্রেম ব্যহার করে ছোট ট্রেড ওপেন করা হ্য়। ১০-২০ পিপ্স প্রফিট করে ট্রেদ ক্লোজ করাই হছে স্কাল্পিং।

Selim BU
2015-12-20, 04:56 PM
ফরেক্সে ট্রেডিং কে জেনারেলি দুই ভাগে ভাগ করা যায়। এক হলো লং টার্ম ট্রেডিং বা সুইং ট্রেডিং আর দুই হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং বা স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং হলো মূলত অল্প সময় ব্যবধানে ট্রেড ওপেন করে ক্লোজ করা। এক্ষেত্রে অল্প পিপস প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করা হয়। সাধারনত ১০-১৫ পিপস লাভেই ক্লোজ করা হয়। স্ক্যাল্পিং এর জন্য সাধারনত শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা হয়।

tonmoy7
2015-12-20, 11:53 PM
আমি মনে করি অল্প সময়ের ট্রেডকে স্কাল্পিং বলে।এধরনের ট্রেড সাধারনত ১ থেকে ২০ পিপস এর হয়ে থাকে।৫,১০,১৫,৩০ মিনিটের চার্টে উপর এধরনের ট্রেড করা হয়।স্কাল্পিং করলেও এর উপর এনালাইসিস করতে হয় কারন স্ক্যালি্পং করা রিক্সের । তাই প্রথম ডেমো একাউন্টে প্রাকটিস করতে হয়।

Marufa
2015-12-25, 08:40 PM
এর সাথে সাথে আর একটা বিষয় খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে যে স্ক্যাপিং করার জন্য অবশ্যই একেবারে ছোট টাইমফ্রেম ব্যবহার করুন । বড় টাইমফ্রেম ব্যবহার করলে নিশ্চিত ধরা খাবেন । আর এর জন্য যথেস্ট পরিমান ব্যালেন্স থাকা জরুরী ।

lima1
2015-12-29, 04:07 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক ভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করা জায় যেমন অনেক ভাবে মানুস ট্রেড করে কেউ লং টাইম কেউ সর্ট টাইম ট্রেড করে আবার কেউ স্কাল্পিং করে তাই স্কাল্পিং বলতে বঝা জায় যে ফরেক্স মার্কেটে ছোট ছোট করে ট্রেড করে অল্প করে প্রফিট করে লাভ করার পর ট্রেড ওপেন করা আবার ট্রেড ক্লোজ করা হয় খুভ কম সময়ের মধ্যে ।

anita
2015-12-30, 03:57 PM
ফরেক্স মার্কেটে স্কাল্পিং ট্রেড ভাল একটি ট্রেডিং পদ্দতি কারন ফরেক্স মার্কেটে স্কাল্পিং করলে ভাল করা জায় কারন সারা দিন ফরেক্স মার্কেটে ছোট ছোট করে ট্রেড করলে ভাল করা জায় আর লাভ করা জায় তাই স্কাল্পিং করলে ভাল প্রফিট আশা করা জায় ।

Sahed
2016-03-18, 12:22 PM
সাধারনত ফরেক্স মার্কেটে সর্ট টাইমফ্রেমে ট্রেড করে ডলার আয় করাকে স্ক্যাল্পিং বলে । ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । ধন্যবাদ ।

Fasor
2016-03-18, 02:00 PM
কম সময়ে অল্প টাইম ফ্রেম এ ট্রেড করাকে স্ক্যাল্পিং বলা হয়। এটার জন্য বড় টাইম ফ্রেম করা উচিৎ না। আমি স্ক্যাল্পিং এর জন্য এম৫ ব্যাবহার করি। আমি স্ক্যাল্পিং এ ৫/১০ পিপস লাভ থাকেই নিয়ে নেই। বেশী সময়ের জন্য অপেক্ষা করি না। কিন্তু আমি স্ক্যাল্পিং বেশী করি না। কারণ এতে লস হওয়ার সম্ভাবনা থাকে।

darda7538
2016-03-18, 02:07 PM
স্ক্যাল্পিন স্বল্প সময়ে ট্রেড করা । আমি মনে করি ছোটো ট্রেড আর স্ক্যাল্িপং করতে পারে । বড় ট্রেড আর কখনও এটি করে না । এটি করে আপনি যতটা না উপকৃত হবেন তার চেয়ে বেশি উপকৃত হবেন বড় ট্রেড করে । আমি আগে স্ক্যাল্পিং করতাম কিন্তু এখন করি না । এটি করে বেশি দূর আগানো যায় না বলে আমার মনে হয় । তবে কেউ যদি এটা করে উপকার পান তাহলে সে এটা করতে পারে ।

Ripon13
2016-03-18, 02:37 PM
সাধারণত স্বল্প টাইম ফ্রেমে ট্রেড করে টাকা ইনকাম করাকেই ফরেক্স মার্কেটে স্ক্যালিং বলে । আমার মতে স্ক্যালিং করা উচিত নয় । কারণ এতে লস হওয়ার সম্ভবনাই বেশি । আপনারা যদি টাকা ইনকাম করতে চান এবং লস না করতে চান তাহলে স্ক্যালিং না করাটাই ভালো । তবে এটি একান্তই যার যার নিজের ব্যাপার ।

ASADUR RAHMAN
2016-03-18, 07:50 PM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।

gmgmgm
2016-03-18, 08:01 PM
স্কাল্পিং হচ্ছে খুব অল্প একটা সময় নিয়ে অল্প অল্প করে প্রফিট নিয়ে ট্রেড করা।এটা ১ মিনিট অথবা ৫ মিনিট টাইমফ্রেম বিবেচনা করেন। যারা ভাল স্কাল্পিং করতে পারেন তার মাসে ভাল একটা প্রফিট লাভ করেন। আর যারা পারেননা তারা তাদের এমাউন্ট হারাতে থাকেন। তাই স্কাল্পিং এ লাভ যেমন বেশি লসও ঠিক তেমনি বেশি।

rahmot255
2016-03-18, 10:07 PM
আমরা বিভিন্ন জায়গা স্ক্যাল্পিং শব্দটা দেখি। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

sharifulbaf
2016-03-20, 10:59 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের সব বিষয় জানার পরে ট্রেডিং করতে হয়,যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে তারা সবাই স্ক্যাল্পিং সম্পর্কে কম বেশি জানে,তাই আমি মনে করি ২০ পিপসের নিচে যারা ট্রেডিং করে প্রফিট করে তাদের এই ট্রেডিংকে বলা হয় স্ক্যাল্পিং, এটা যারা করে তারা বেশি সময় ট্রেড না করে লাভ হক বা লস হক তারা ট্রেড ক্লোজ করে দেয়।

basaki
2016-05-08, 09:21 AM
ফরেক্স মমার্কেটে অনেক ধরনের ট্রেড পদ্ধতি আছে যার মধ্য স্কেল্পিং হচ্ছে একটা। আপনি যদি কম সময়ের জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করেন তবে আমি মনেবকরি সেটা হবে স্কেল্পিং আর যদি বেশি সময় ধরে ট্রেড করেন তবে আপনার সেটা হবে লংটাইম ট্রেড তাই আমি মনে করি লং টাইম ট্রেড অনেক ভাল।

dwipFX
2016-05-08, 01:58 PM
ফরেক্স মার্কেটে যারা স্কেলপিং করে তারা খুব তারাতারি মার্কেট থেকে বিতারিত হবে এপা নিশ্চিত। তাই স্কেলপিং করা থেকে বিরত থাকতে হবে। ফরেক্স করে কিছু করতে হলে স্কেলপিং করা মাথায় আনা যাবেনা।

majidiqbal
2016-05-08, 02:24 PM
কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়। মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ।

HKProduction
2016-05-09, 07:16 AM
অতি অল্প সময়ে আমরা যে ছোট ছোট ট্রেডগুলি করে আয় করার চেষ্টা করি সেই পদ্ধতিটাকেই স্ক্যাল্পিং বলে। এটি একটি লাভজনক ও নতুনদের কাছে খুবই জনপ্রিয় একটি ট্রেড। লস হলেও এপদ্ধতিতে ট্রেড শেখার প্রবণতা খুবই বেশি। ভাল ট্রেডাররা এই পদ্ধতিতে বেশ ভাল লাভ করেন।

জ্যাক কয়েন
2016-05-10, 03:16 PM
অল্প সময় ধরে ট্রেড করাকে স্ক্যাল্পিং বলে। যেমন চার্ট এর m1 m5 ও m15 টাইমফ্রেমে ট্রেড করাকে স্ক্যাল্পিং বলা হয়।

razu777
2016-06-22, 10:21 PM
আমার জানামতে স্ক্যাল্পিং হচ্ছে ছোট ট্রেড।
। স্ক্যাল্পিং বলা হয় কয়েক মিনিটের
ছোট ছোট ট্রেড গুলোকে। ট্রেড
গুলো ১-২০ পিপস হতে পারে । ২০
পিপসের ওপরে প্রফিট
হলে তাকে আভিধানিক
ভাবে স্ক্যাল্পিং বলা যাবে না।
সেটা তখন সাধারন ট্রেড হয়ে যাবে।

motiar
2016-06-22, 10:31 PM
ফরেক্স ব্যাবসায় যদি স্কালপিং করে প্রফিট করা যায়তো দোষের কিছুই নাই কেউ যদি দীরঘ সময় ধ্রে ট্রেড করা পছন্দ করেনা বা তার সময় থাকেনা । তখন সে অল্প সময় কাজন করে অন্য কাজে যেতে পারে তাতে ন যদি প্রফীট হয় তবে সেটা মন্দ নয় । আপনা দের কি মত ?

amin rabby
2016-06-24, 11:30 PM
ফরেক্স ট্রেড ছোট ছোট ট্রেড গুলুকেই স্ক্যাল্পিং বলি। স্ক্যাল্পিং করে লাভের পরিমাণ অল্প হয় এতে ঝুকির পরিমাণও কম হয়। কিছু কিছু ব্রোকার স্ক্যল্পিং সাপোর্ট করে না আবার কিছু কিছু ব্রোকার ২ মিনিটের রুলস ব্যবহার করে স্ক্যাল্পিং করে। স্ক্যাল্পিং করার ক্ষেত্রে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভালো কারন মার্কেটে ছোট ছোট মুভমেন্ট যে কোন সময় হয় যার কোন নির্দিস্ট সময় নেই।

uzzal05
2016-06-25, 11:06 AM
ফরেক্স এ স্কাল্পিং এবং লং দুই ভাবে ট্রেড করা যায়। যার যেটা ভালো লাগে সে সেভাবেই ট্রেড করে। ছোট ছোট ট্রেড করে প্রফিট করাই হছে স্কাল্পিং। আর এই ট্রেড আপনি ২০-৫০ পিপ্স ও নিতে পারে। আর লং ট্রেড এ আপনার টারগেট থাকবে ১০০-৫০০ পিস পরযন্ত।

aida
2016-10-30, 09:25 PM
সহজ কথায় বলবে যে স্ক্যারিক হলে যদি আপনি পাচ মিনিটের কম সময়ে আপনার ট্রেডটি ক্লজ করে দিন তাহলে সেটিকে স্কারিক বলে আর যদি তার বেশি করে তাহলে সেটিকে স্ক্যারিক বলা যাবে না তাকে লং টাইব বা টাইম ফ্রেমে ট্রেড করা বলে ধরা হয়। আমি ফরেক্স এ নতুন তাই আমি স্ক্যারিক বলতে এতটুকি বুঝি। আমার যদি বলা ভুল হয় তাহলে আমাকে বলবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।

RUBEL MIAH
2016-12-25, 10:27 AM
স্ক্যাল্পিং করতে পারলেই আমরা সামান্য সময়ের জন্য লাভবান হতে পারব । আমরা সব সময় স্ক্যাল্পিং না করে যদি লং ট্রেড করে থাকি তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব এই ব্যবসা আমরা ভালোভাবে করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা ধৈর্য্যের সহিত কাজ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।

eshahid
2016-12-25, 10:45 AM
ছোট ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের জন্য ছোট ট্রেড ওপেন করাকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে 1-20 পিপস। মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস প্রফিট করে নিতে পারেন। আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 চার্ট দেখে ট্রেড করতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং করা নতুনদের জন্য খুব ঝুকিপূর্ণ । স্ক্যাল্পিং এর ক্ষেত্রে কোন ইন্ডিকেটর ভালভাবে দিক নির্দেশনা দিতে পারে না। কারন এই ট্রেডগুলো হলে থাকে খুব অল্প সময়ের জন্য। তাই স্ক্যাল্পিং থেকে বিরত থাকাই ভাল।

riponinsta
2016-12-25, 11:19 AM
ফরেক্স মার্কেট এ স্ক্যাল্পিং টেড করে অনেক ডলার লাভ করা যাই । ফরেক্স মার্কেট এ অনেক টেড আর আছে যারা সুধু স্ক্যাল্পিং টেড করে আমার কাছেও স্ক্যাল্পিং টেড অনেক ভাল লাগে অনেক কম সময় এ ভাল লাভ করা যাই । ফরেক্স মার্কেট এ স্ক্যাল্পিং টেড অনেক কম সময় এ করা হয় তাই স্ক্যাল্পিং টেড একটু রিক্সি আপনি যদি স্ক্যাল্পিং টেড না বুজেন তা হলে ভাল লাভ করতে পারবেন ।

ONLINE IT
2016-12-25, 11:28 AM
আমরা অল্প সময়ের জন্য যে ট্রেড গুলো ওপেন করি তাকে স্ক্যাল্পিং বলে। মুলত 1 অথবা 5 মিনিটের চার্টে স্ক্যাল্পিং করা হয়। সবাই স্ক্যাল্পিং করতে পারে না। স্ক্যাল্পিং অনেক সময় বিপদের কারন হয়ে দাড়ায়। তাই অভিজ্ঞতা ছাড়া স্ক্যাল্পিং করা ঠিক নয়। যারা নতুন তাদের উচিত স্ক্যাল্পিং হতে বিরত থাকা।

sujon30
2016-12-25, 02:48 PM
ফরেক্স এর স্ক্যাল্পিং বলতে মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

msisohel
2016-12-25, 03:07 PM
কম সময়ে ছোট ছোট ট্রেড করা হল স্কাল্পিং। স্কাল্পিং বেশ ঝুঁকি পূর্ণ । মার্কেট ট্রেন্ড সম্পর্কে পরিস্কার ধারনা থাকলে স্কাল্পিং করা যেতে পারে। আর ট্রেন্ড বোঝার জন্য ট্রেন্ড লাইন আকা বেশ সহায়ক।

FOREX.NB
2016-12-25, 04:53 PM
যে সময় গুলোতে মার্কেট বেশি ওঠা নামা করে সাধারন্ত নিউজের সময় গুলোতে মার্কেটের যে অতিরিক্ত মুভমেন্ট হয় এই সুযোগ টাকে কাজে লাগিয়ে ১/৫/১৫ মিনিটের মধ্যে ২০-২৫ পিপস আয় করার জন্য যে ট্রেড করা হয় তাকে স্ক্যাল্পিং বলা হয়।

pkboy
2016-12-25, 05:17 PM
আমার জানামতে ফরেক্স মার্কেটে অম্প সময়ে লাভ করাকে স্ক্যল্পিং বলে। সাধারনত 5 বা 15 মিনিটের চার্টে স্ক্যল্পিং বলে। আমি আগে বেশী স্ক্যল্পিং করতাম কিন্তু এখন তেমন একটা করি না। এখন আমি লংটাইম ট্রেড করি। যেটা আমাকে বেশী আনন্দ দেয় এবং মার্কেট সম্পর্কে ধারনা দেয়।

spd
2016-12-25, 06:11 PM
স্কাল্পিং ট্রেডের হল খুব অল্প সময়ে ট্রেড করা।স্কাল্পিং মুলত ৫ থেকে ১৫ মিনিটের ভিতর হয়ে থাকে।তাই লাভ করা যেমন সহজ লসও খুব বেশি সহজ ।তাই খুব ভেবে চিনতে স্কাল্পিং ট্রেড করা উচিত।

nazib72
2016-12-25, 07:09 PM
স্ক্যাল্পিং হচ্ছে ২০-২৫ পিপস অর্জনের জন্য ৫-৩০ মিনিটের মধ্যে দেয়া ট্রেড যা অনেক বেশি ঝুকি নিয়ে করা হয়ে থাকে । স্ক্যাল্পিং এর জন্য ট্রেডার কে দীর্ঘ দিনের অভিজ্ঞতা থাকতে হবে।স্ক্যাল্পিং নিউজের সময় গুলোতে করা হয়ে থাকে কারন এ সময় মার্কেট অনেক বেশি অঠা নামা করে আর ট্রেডার ঐ সময়টাকেই কাজে লাগায়।

asaa
2017-03-21, 07:10 AM
ফরেক্স মার্কেটে অল্প সময়ের ট্রেডকে স্কাল্পিং বলে।এধরনের ট্রেড সাধারনত ১ থেকে ২০ পিপস এর হয়ে থাকে।৫,১০,১৫,৩০ মিনিটের চার্টে উপর এধরনের ট্রেড করা হয়।স্কাল্পিং করলেও এর উপর এনালাইসিস করতে হয় কারন স্ক্যালি্পং করা রিক্সের । তাই প্রথম ডেমো একাউন্টে প্রাকটিস করতে হয়।

uzzal05
2017-06-17, 06:04 AM
মার্কেট থেকে ছোট ছোট ট্রেড করে প্রফিট করাই হচ্ছে সকাল্পিং। স্কাল্পিং করে ও মার্কেট থেকে ভালো প্রফিট করা যায়। আমি ছোট টাইমফ্রেম এ স্কাল্পিং করে থাকি, স্কাল্পিং করে দ্রুত ব্যালেন্স বাড়ানো যায়। আবার স্ক্লাপিং এ রিস্ক ও আছে। কারন মার্কেট ছোট টাইম্ফ্রেম মেনে চলে না।

Competitor
2017-06-24, 06:11 PM
মার্কেটের ট্রেন্ড বুঝে অল্প সময়ের মধ্য লাভ নিয়ে বের হয়ে যাওয়াকে স্কাল্পিং বলা হয় । সাধারণত *৫ বা ১৫ মিনিটের চার্টে স্কাল্পিং বলে । আমি আগে অনেক বেশি স্কাল্পিং করতাম । তবে একণ করি না । কেননা আমি এটা শিক্সা পেয়েছি যে যত তাড়াতাড়ি এখানে স্কাল্পিং করে লাভবান হওয়ার যায় ঠিক তত তাড়াতাড়ি অনেক বেশি পরিমাণে লসও হয়ে থাকে । লং ট্রাম ট্রেড করার চেষ্টা করি ।

morshed naim
2017-06-30, 12:59 AM
প্রায় দেখা যায় বেশির ভাগ মানুষ ক্যাপিং ট্রেড করতে অনেক ভাল বাসে।ফরেক্সে ট্রেডিং এর বিভিন্ন রকম ধরন রয়েছে।তার মধ্যে স্ক্যাল্পিং অন্যতম।স্কাল্পিং করতে ১ মিনিট, ৫ মিনিট এবং ১৫ মিনিট এর টাইম ফ্রেম অনুসরণ করতে হয়।স্ক্যাল্পিং হলো অল্প সময়ের জন্য ট্রেড অপেন করা।

new man
2017-07-08, 07:26 PM
স্ক্যাল্পিং মানে শট টাইম ব্যবসা বা ট্রেড । অনেক ট্রেডার স্ক্যাল্পিং করে থাকে । কারন স্ক্যাল্পিং মানে ছোট ছোট লস ও ছোট ছোট প্রফিট । আমি অনেক সময় স্ক্যাল্পিং করে থাকি তবে নিউজ দেখে ট্রেড করার সময়ে স্ক্যাল্পিং করি না । আমার মতে সকলের স্ক্যাল্পিং করা উচিত তাহলে তারা লস খুব কম করবে ।

01797733223
2018-01-10, 01:05 PM
আসলে ফরেক্সে স্ক্যাল্পিং হচ্ছে ছোট খাটো টাইমফ্রেম নিয়ে ট্রেড করা। এক্ষেত্রে আপনি একমিনিট অথবা পাঁচ মিনিটের টাইমফ্রেম নিয়ে কাজ করে তাড়াতাড়ি প্রফিট নিয়ে খুব অল্প সময়ে বেরিয়ে আসতে পারবেন। মূলত এটাকেই এখানে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে। এখানে অনেক ট্রেডারই বিশেষ করে যার মনে করেন নতুন ট্রেডার তারাই বেশিরভাগ স্ক্যাল্পিং করে ট্রেড করেন। সুতরাং বলা যায় এটি অনেক ভাল একটা পন্থা, কারন এতে করে আপনার সময়ও কম লাগল আর আপনি কম সময়ে প্রফিট নিয়ে বেরিয়ে আসলেন।

Debdas50
2018-01-10, 03:55 PM
মুলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং।এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

Mamun13
2018-01-16, 11:14 PM
ছোট ছোট টইমফ্রেম যেমন-5 মিনিট,15 মিনিট,30 মিনিট বা 1 ঘন্টার ট্রেডিং চার্টে খুব দ্রূত অল্প কিছু পিপস নিয়ে ট্রেড করাকে স্ক্যালপিং বলা হয়৷একে শর্ট ট্রেডও বলা হয়৷স্ক্যালপিং করতে অনেক অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হয়৷স্ক্যালপিং করে অল্প সময়ে প্রচুর আয় করা সম্ভব হয় কিন্তু বেশ রিস্ক থাকে৷

Grimm
2018-01-16, 11:48 PM
স্ক্যালপিং হলো একধরনের স্বল্পমেয়াদী ট্রেডিং কৌশল এর মাধ্যমে ট্রেডাররা খুব অল্প সময়ে বেশি পরিমাণের মুনাফা করে থাকে। তবে এটা খুবই বিপদজনক একটি কৌশল। কারণ এই কৌশল অবলম্বণ করে বর্তমানে অনেক ট্রেডার নিস্ব হয়েছেন। আমি এই কৌশল পছ্ন্দ করি না। আপনি যদি নিরাপদে এই ব্যবসা হতে মুনাফা অর্জন করতে চান তাহলে অবশ্যই এই কৌশল ব্যবহার করবেন না। কারণ এই কৌশল ট্রেডারদের অনেক লোভী করে তুলে আর লোভী ট্রেডাররা বেশিদিন এই ব্যবসায় টিকে থাকতে পারে না।

Mahidul84
2018-01-17, 06:44 PM
স্ক্যাল্পিং হলো ফরেক্স মার্কেটে শর্ট টাইমে ট্রেড করে প্রফিট অর্জন করা। তবে স্ক্যাল্পিং করাটা খুব একটা সহজ বেপার না। স্ক্যাল্পিং তাদের জন্য প্রযোজ্য যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ এবং নিউজগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারেন শুধুমাত্র তারাই স্ক্যাল্পিং করে ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে পারেন। আর যারা অল্প জ্ঞানের অধিকারী তারা স্ক্যাল্পিং করতে গেলে অবশ্যই লস করবে। কেননা এটা শর্ট টাইমের একটি কৌশল এটা সবাই বোঝতে সক্ষম না কারণ এটা ট্রেডারদেরকে লোভী করে তুলতে পারে এজন্য অনেক ট্রেডার স্ক্যাল্পিং করতে গিয়ে ব্যালেন্স জিরো করে ফেলেছে। তাই এজন্য আমি স্ক্যাল্পিং পছন্দ করি না।

creativeifx
2018-01-17, 07:19 PM
ফরেক্স স্কেল্পিং আমার মতে সর্ট টার্ম ট্রাডিং করা। এবং আমরা যখন সর্ট টার্ম ট্টেড করব তখন আমরা কম সময়য়ের টাইম ফ্রেম গুলা বেছে নিব। যেমন ১০মিনিট এর অর ১৫ মিনিট অর ৩০ ই শরবচ্চ ভালো হবে।

al amin
2018-02-23, 01:56 PM
সাধারণত অল্প সময় ব্যয় করে লাভ করা প্রতিটি ট্রেডকে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে। আপনি আপনার ক্রয় করা ২০ টি পিপস থেকে যদি ২০ টির বেশি অর্জন করতে পারেন তবে তাকে সাধারণ ট্রেড বা স্ক্যাল্পিং বলা হয়ে থাকে।

iloveyou
2018-02-23, 05:38 PM
এখানে স্ক্যাল্পিং হচ্ছে মানে হল অল্প সময়ে কাজ সম্পূর্ণ করার প্রক্রিয়া। যদি আপনি মনে করেন যে আমাকে আমার ট্রেডগুলো খুব তাড়াতাড়ি ক্লোজ করতে হবে, তাহলে আপনি শর্ট টাইম ফ্রেমগুলো যেমন : ১ মিনিট অথবা ৫ মিনিটের চার্টে ট্রেড করতে পারেন। এটাকেই এখানে স্ক্যাল্পিং বলা হয় সাধারণত। তবে এটা দক্ষ ট্রেডারদের জন্য সবচেয়ে বেশি লাভজনক।

Md_MhorroM
2018-11-16, 02:24 PM
প্রত্যেক ট্রেডারের ফরেক্সে ট্রেডিং এর বিভিন্ন রকম ধরন রয়েছে। তার মধ্যে স্ক্যাল্পিং অন্যতম। অনেকেই স্ক্যাল্পিং করেন। বুঝে হোক আর না বুঝে হোক স্ক্যাল্পিং করেন। স্ক্যাল্পিং বলতে সাধারনত ছোট ছোট ট্রেড করাকে বোঝায়, ছোট টাইমফ্রেম ব্যবহার করে ১-২০ পিপস লাভ করলে তাকে স্ক্যাল্পিং বলা যায়। তবে আমি ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং সমর্থন করিনা। নিজেও স্ক্যাল্পিং করিনা।

sumon918
2018-11-16, 04:39 PM
স্কাল্পিং ট্রেড হল স্বল্পমেয়াদী ট্রেড, এই ট্রেড গুলো ১-২০ পিপসের মধ্যে হয়ে থাকে,২০ পিপসের উপরে গেলে সেটাকে স্কাল্পিং ট্রেড বলা হয় না তখন সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

fxjaman
2018-11-16, 05:11 PM
আসলে খুব অল্প সময়ে আপনার ট্রেডিংকে শর্ট টাইমফ্রেমে ট্রেড করার প্রক্রিয়াই হলো স্ক্যাল্পিং। তাই এক্ষেত্রে আপনি ১ মিনিট, ৫ মিনিট অথবা ১৫ মিনিটের টাইমফ্রেমে যেসব ট্রেড করবেন সেটাই হলো এখানে স্ক্যাল্পিং ট্রেড। এবং এর মূল কারন হলো অল্প সময়ে বেশি বেশি ট্রেড ধরার প্রবণতা, এবং স্ক্যাল্পিং এর মাধ্যমে আপনি ট্রেড করে প্রফিট নিয়ে অনেক দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসতে পারবেন।

Mahidul84
2018-11-16, 05:34 PM
স্ক্যাল্পিং হলো অল্প সময়ে ট্রেড করে অধিক মুনাফা উপার্জনের একটি পদ্ধতি। এই পদ্ধতি ৫-১০ মিনিটের মধ্যে ট্রেড ওপেন করে আবার ক্লোজ করতে হবে। সাধারণত স্ক্যাল্পিং সকল ট্রেডারের জন্য প্রযোজ্য নহে বলে আমি মনে করি। স্ক্যাল্পিং অত্যন্ত ঝুকিপূর্ণ একটি ট্রেডিং পদ্ধতি কৌশল সহজেই কেউ এই পদ্ধতি অনুসরণ করতে পারে না। স্ক্যাল্পিং করে ট্রেড করতে চাইলে আপনাকে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এছাড়া ফরেক্স মার্কেটের নিউজগুলো সম্পর্কে অনেক বেশি জ্ঞান থাকতে হবে। বিশেষ করে মার্কেট মুভমেন্ট এর উপর ভাল নজরদারী থাকতে হবে। যদি আপনি এগুলো ভালভাবে নিজের মধ্যে আয়ত্ব করতে পারেন তাহলে অবশ্যই আপনি স্ক্যাল্পিং করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।

Mdsofizuddin
2018-11-17, 12:57 AM
স্কাল্পিং মুলত সল্পদৈর্ঘ্যর ফরেক্স ট্রেডিং, যে ট্রেড করতে ট্রেডারগত সাধারনত ১ থেকে ৩০ মিনিট সময় নিয়ে থাকে তাকে স্কাল্পিং বলে। স্কাল্পিং এর মাধ্যেমে দ্রুত আয় করা সম্ভব এবং স্কাল্পিং এ একটু বেশি পরিমানে রিক্স নেওয়া হয়। স্কাল্পিং আমার প্রিয় একটা স্টাটেজি

sr ritu
2018-11-17, 01:40 AM
আমরা সবাই সচাল্পিং এর কথা সুনাছি কিন্তু আসলে সঠিক দারনা না থাকলে আপনি নিছছিত হতে পারবেন না যে আপনার কন ট্রেড টি স্ক্লাপিং এর আয়তাধিন । পিপ্স এর নিছে যে কোন ট্রেড স্কাল্পিং এর ভিতরে যায় তাই । আপনার উছিত মার্কেট এ বেশি সময় দিয়া , মার্কেট থেকে বেশি আয় করা ।

Mdsofizuddin
2018-11-17, 02:04 AM
সাধারণত অল্প সময় ব্যয় করে লাভ করা প্রতিটি ট্রেডকে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে। আপনি আপনার ক্রয় করা ২০ টি পিপস থেকে যদি ২০ টির বেশি অর্জন করতে পারেন তবে তাকে সাধারণ ট্রেড বা স্ক্যাল্পিং বলা হয়ে থাকে।

Grimm
2019-01-28, 03:56 PM
স্ক্যালপিং হলো একটি স্ট্রেটেজি যার মাধ্যমে আপনি স্বল্প সময়ে বেশি পরিমাণ মুনাফা উপার্জন করতে পারবেন। কিন্তু এই স্ট্রেটেজি টা সবার জন্য নয়। কারণ এই স্ট্রেটেজি অনেক ঝুকিপূর্ণ আর এই ব্যবসা অধিক জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া কেউ সফলভাবে সেটা ব্যবহার করতে পারে না। এটা সত্য প্রাথমিকভাবে আপনিও এটি কিছুটা ব্যবহার করতে পারবেন কিন্তু সফলতার সহিত সেটা বেশিদিন করতে পারবেন না। তাই সেই স্ট্রেটেজিটা ব্যবহার না করাই ভাল।

fxzero
2019-01-28, 04:07 PM
আমার মতে ফরেক্সে ট্রেডিং এর বিভিন্ন রকম ধরন রয়েছে। তার মধ্যে স্ক্যাল্পিং অন্যতম। অনেকেই স্ক্যাল্পিং করেন। বুঝে হোক আর না বুঝে হোক স্ক্যাল্পিং করেন। স্ক্যাল্পিং বলতে সাধারনত ছোট ছোট ট্রেড করাকে বোঝায়, ছোট টাইমফ্রেম ব্যবহার করে ১-২০ পিপস লাভ করলে তাকে স্ক্যাল্পিং বলা যায়। তবে আমি ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং সমর্থন করিনা। নিজেও স্ক্যাল্পিং করিনা।

shuvo2018
2019-01-28, 06:38 PM
আমার মতে ফরেক্স স্ক্যাল্পিং হল স্বল্প সময়ের ট্রেড। নতুন ট্রেডারদের জন্য এটি খুবই জনপ্রিয় ট্রেডিং সিস্টেম। স্ক্যাল্পিং সাধারণত কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের হয়ে থাকে। এক্ষেত্রে m1, m5, m15 টাইমফ্রেম বেশি ব্যবহার হয়। ২০ পিপস পর্যন্ত. স্ক্যাল্পিং ধরা হয়। স্ক্যাল্পিং করে স্বল্প রিক্সে ট্রেড করা যায়, এতে লাভের পরিমানও কম। তবে নতুনদের জন্য এটিই উত্তম ট্রেডিং সিস্টেম। আমিও স্ক্যাল্পিং পছন্দ করি। কারণ এতে ট্রেড নিয়ে আমাকে দীর্ঘ সময় ভাবতে হয় না।

KamalKumar14184721Das
2019-01-28, 07:17 PM
মূলত স্কাল্পিং হচ্ছে ফরেক্সের ট্রেডিং এর খুব ছোট ছোট অংশ বিশেষ। খুব কম সময়ের জন্য কোন ট্রেড অপেন এবং ক্লোজ করে দেওয়ার মাধ্যমে উপার্জন করা কে মুলত স্কাল্পিং বলে। স্কাল্পিং করতে খুব মজা। কিন্তু এতে আপনাকে মার্কেট সামনে নিয়ে করতে হয়। স্ক্যাল্পিং করার জন্য বেশ অভিজ্ঞতার প্রয়োজন হয়।

marjahan
2019-01-28, 09:58 PM
স্ক্যাল্পিং হল স্বল্প সময়ের ট্রেড। নতুন ট্রেডারদের জন্য এটি খুবই জনপ্রিয় ট্রেডিং সিস্টেম। স্ক্যাল্পিং সাধারণত কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের হয়ে থাকে। এক্ষেত্রে m1, m5, m15 টাইমফ্রেম বেশি ব্যবহার হয়। ২০ পিপস পর্যন্ত. স্ক্যাল্পিং ধরা হয়। স্ক্যাল্পিং করে স্বল্প রিক্সে ট্রেড করা যায়, এতে লাভের পরিমানও কম। তবে নতুনদের জন্য এটিই উত্তম ট্রেডিং সিস্টেম। আমিও স্ক্যাল্পিং পছন্দ করি। কারণ এতে ট্রেড নিয়ে আমাকে দীর্ঘ সময় ভাবতে হয় না।

ujoy
2019-01-29, 03:19 AM
স্কাল্পিং মুলত সল্পদৈর্ঘ্যর ফরেক্স ট্রেডিং, যে ট্রেড করতে ট্রেডারগত সাধারনত ১ থেকে ৩০ মিনিট সময় নিয়ে থাকে তাকে স্কাল্পিং বলে। স্কাল্পিং এর মাধ্যেমে দ্রুত আয় করা সম্ভব এবং স্কাল্পিং এ একটু বেশি পরিমানে রিক্স নেওয়া হয়। স্কাল্পিং আমার প্রিয় একটা স্টাটেজি

cane
2019-01-29, 12:42 PM
আমরা বিভিন্ন জায়গা স্ক্যাল্পিং শব্দটা দেখি। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

SAGOR_HALDER944
2019-04-22, 05:56 PM
সাধারণত শর্ট টাইম ট্রেডকে স্ক্যাল্পিং বলা হয়।5 মিনিট বা 15 মিনিট বা 30 মিনিটের টাইমফ্রেম দেখে স্বল্প সময়ের মধ্যে একটি ট্রেড থেকে বিশ পিপ্সের কম প্রফিট গ্রহণ করলে তাকে স্ক্যাল্পিং বলা হয়।স্ক্যাল্পিং সাধারণত শর্ট টাইম ট্রেডাররাই করে থাকে।প্রতিদিনের প্রফিট প্রতিদিন গ্রহণ করাই হল স্ক্যাল্পিং এর উদ্দেশ্য।

RASELRANA562917
2019-04-22, 08:35 PM
শর্ট টাইম বা স্বল্প দৈর্ঘ্যর ট্রেডগুলোকে সাধারণত স্ক্যাল্পিং বলে।এই ট্রেড গুলো সাধারণত ১-৩০ মিনিটের মধ্যে করা হয়ে থাকে।এই ট্রেডগুলো হয়ে থাকে ১-২০পিপসের মধ্যে হয়।এর মাধ্যমে একটু দ্রুত আয় করা সম্ভব।আর যে ট্রেডগুলোতে লাভ ২০ এর উপরে হয় তাকে স্ক্যাল্পিং বলা যাবেনা।এগুলো সাধারণত ট্রেড।স্ক্যাল্পি ট্রেড এর উদ্দেশ্য হলপ্রতিদিনের প্রফিট প্রতিদিন গ্রহণ করা।

jasminbd
2019-04-23, 05:35 PM
স্কাল্পিং স্ট্রেটেজি হল ছোট ছোট টাইমফ্রেম ট্রেড করে ২০/৩০ পিপ্স প্রফিট নিয়ে বেরিয়ে আসা। অনেকে স্কাল্পিং স্ট্রেটেজি ব্যবহার করে ট্রেড করেন। তবে নতুনরা স্কাল্পিং থেকে দূরে থাকা ভাল। কারন স্কাল্পিং এ মার্কেট খুব ভোলাটাইল থাকে। এই সময় প্রাইস খুব দ্রুত উঠানামা করে। না বুঝে ট্রেড করলে অ্যাকাউন্ট ০ হওয়ার সম্ভাবনা থাকে। মূলত স্কাপলাররা নিউজের উপর নির্ভর করে স্কাল্পিং করে থাকে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বেশির ভাগ ব্রোকার একটি ট্রেড সর্বনিম্ম কত মিনিত ওপেন রাখতে হবে তা নির্ধারণ করে দেয়। যেমন আপনি যদি ইন্সটাফরেক্সে ট্রেড করেন তাহলে আপনাকে একটি ট্রেড সর্বনিম্ম ৫ মিনিট পর্যন্ত ওপেন রাখতে হবে। আপনি যদি ৫ মিনিটের আগে ট্রেড ক্লোজ করে দেন তাহলে আপনার উক্ত ট্রেডটি বাতিল করা হবে।

bdunity
2019-04-30, 03:16 PM
ফরেক্স জগতে অনেকেই এই স্ক্যাল্পিং শব্দটির সাথে পরিচিত। মুলত স্ক্যাল্পিং বলা হয় ছোট ছোট ট্রেড গুলোকে । কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলে । এক থেকে বিশ পিপস পর্যন্ত ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলে । বিশ পিপস এর বেশি ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলা যাবে না ।

MdSohagMiah
2019-04-30, 08:08 PM
আমরা যারা ফরেক্সের সাথে জড়িত, তারা মোটামুটি সবাই স্ক্যাল্পিং শব্দটির সাথে কমবেশি পরিচিত। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং অর্থ্যাৎ কয়েক মিনিটের ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যায় না, তখন সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। তবে স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণও বটে। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা প্রয়োজন। অন্যান্য ট্রেডের মত স্ক্যাল্পিং এর ক্ষেত্রেও অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড নেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।

স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয়, তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে। আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন। কিন্তু আপনি যদি h4 টাইমফ্রেম অনুসরন করেন তাহলে কোন লাভ হবে না, কারন ২-১ মিনিটে মার্কেটে কি পরিবর্তন হল তা আপনি h4 চার্ট দেখে সহজে বুঝতে পারবেন না। মিনিটের টাইমফ্রেম গুলো স্ক্যাল্পিং এ বেশি সহায়ক।

অনেকেই স্ক্যাল্পিংয়ের জন্য অনেক ইন্ডিকেটর ফলো করে থাকেন। কিন্তু স্ক্যাল্পিংয়ে ইন্ডিকেটর খুব একটা কাজ করে না। কারন মার্কেটের ছোট ছোট মুভমেন্টগুলো তো আর কোন নিয়ম মেনে চলে না।

কিছু কিছু ব্রোকার আছে যারা স্ক্যাল্পিং সাপোর্ট করে না। আবার অনেক ব্রোকারের স্ক্যাল্পিং এ ২ মিনিট রুলস আছে। ২ মিনিটের আগে ট্রেড ক্লোজ করলে তা বাতিল করে দেয়ার অধিকার ব্রোকার রাখে। তাই আপনি যে ব্রোকারের সাথে ট্রেড করছেন, সেই ব্রোকারের স্ক্যাল্পিং সম্পর্কে কোন রুলস আছে কিনা আগে জেনে নিন।

Mazharul777
2019-05-24, 08:30 PM
ফরেক্স মার্কেটে খুব অল্প সময়ের ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । স্ক্যাল্পিং এ আমাদের প্রফিট খুব কম থাকে কারন স্ক্যালিং বলতেই বুঝায় অল্প সময়ে অল্প কিছু [প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে আসা । স্ক্যাল্পিং করতে হলে খুব অল্প সময়ের টাইম ফ্রেম গুলো এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি নিতে হয় । যেমন - ৫ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টা পর্যন্ত । দিনে অনেক গুলো ছোট ছোট ট্রেড করেও ভালো লাভ করা যায় । একাউন্ট ব্যালেন্স কম থাকলে স্ক্যাল্পিং করাই ভালো ।

TanjirKhandokar1994
2019-06-23, 04:38 PM
আমি ফরেক্স ট্রেডিং এ কাজ করতে গিয়ে অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি। আবার নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হয়েছি। তবে আমি মনে করি মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং ।এখানে কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে । এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। তবে অন্য ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি বলবো অভিজ্ঞ ভাইয়েরা সঠিক টি জানাবেন।

Nikhil_Halder1966
2019-06-23, 07:57 PM
সাধারণত স্কাল্পিং বলতে খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে একটি ট্রেড ওপেন করে তা থেকেই প্রফিট লাভ করে ট্রেড ক্লোজ করে দেওয়া কে বোঝায়। সাধারণ ট্রেডিং এর থেকে স্কাল্পিং ট্রেডিং অনেক বেশি জটিল এবং কঠিন। স্কাল্পিং ট্রেডিংয়ে একটি সঠিক এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করতে অনেক এনালাইসিস করতে হয়। স্কাল্পিং ট্রেডিং এ প্রফিট এর পরিমান খুবই সীমিত হয়। স্কাল্পিং ট্রেডিং সাধারণত ৫ মিনিট থেকে ৩০ মিনিটের হয়ে থাকে।

KANIZFATEMA1997
2019-07-02, 02:54 PM
সং ক্ষিপ্ত সময়ে ট্রেড করাকেস্ক্যাল্পিং বলে।আবার ছোট ছোট করে ট্রেড করাকে স্ক্যালিং বলে।আবার সহজ কথায় বলা যায় যে অল্প অল্প করে ট্রেড করার নাম হলো স্ক্যালিং।স্ক্যা িংযেহুতু কম সময়ে করা হয় , তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে । আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন । কিন্তু আপনি যদি h4 টাইমফ্রেম অনুসরন করেন তাহলে কোন লাভ হবে না , কারন ২-১ মিনিটে মার্কেটে কি পরিবর্তন হল তা আপনি h4 চার্ট দেখে সহজে বুঝতে পারবেন না । মিনিটের টাইমফ্রেম গুলো স্ক্যাল্পিং এ বেশি সহায়ক.

DawnForex
2019-07-03, 07:13 PM
ফরেক্স এ ছোট ছোট পিপ্স এ ট্রেডের করে প্রফিট করাকে স্ক্যাল্পিং বলে. এই ধরণের ট্রেড এ প্রফিট হওয়ার সম্ভাৱনা যতটা বেশি লস হওয়ার সম্ভহাবনাও ততটাই. কারণ ছোট ট্রেড এ আপনাকে যত অনেক বড় নিতে হয়. অনেকে রোবট এর সাহায্যেও স্ক্যাল্পিং করে থাকে.

Rion
2019-07-23, 10:49 AM
ফরেক্সে ছোট ছোট ট্রেডকে স্ক্যল্পিং বলে। সাধারনত ১ থেকে ২০ পিপস লাভে ট্রেড ক্লোজ করলে তাকে স্ক্যল্পিং বলা হয়ে থাকে।স্ক্যল্পিং কে অনেকে র্শটটাইম ট্রেড ও বলে থাকে কেননা স্ক্যল্পিং ট্রেড খুব কম সময়ে শেষ হয়ে যায়।আমার মতে স্ক্যল্পিং ট্রেড করা ভাল।

sofiz
2019-07-23, 03:39 PM
স্ক্যাল্পিং সাধারনত ছোট টাইমফ্রেমের ট্রেডগুলোকে বলা হয়।৫ মিনিট,১৫ মিনিট এসকল টাইমফ্রেমে স্কাল্পিং হয়ে থাকে।সাধারনত স্কালপাররা এই টাইমফ্রেমে ট্রেড করে ১০/১৫ পিপস কালেক্ট করে ট্রেড ক্লোজ করে দেয় এভাবে একাধিক ট্রেড করে থাকে।স্কালপার হতে হলে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়।

reser
2019-09-24, 11:50 PM
ট্রেডিং প্লাটফর্মে ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং, যেমন m1, m5, m15, & m30 চার্টে কিছুক্ষনের জন্য ১-২০ পিপস এর একটা ট্রেড করা, এই ট্রেড গুলো অল্প সময়ে লাভ ও হতে পারে লস ও হতে পারে, তবে আমার মতে অল্প ডলার নিয়ে ট্রেড করলে স্ক্যাল্পিং ট্রেড করা ভাল হবে ।

badboy
2019-09-25, 12:45 AM
স্ক্যালপিং খুব ভালোই লাগে আমার আসলে খুব অল্প সময়ের ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । স্ক্যাল্পিং এ আমাদের প্রফিট খুব কম থাকে কারন স্ক্যালিং বলতেই বুঝায় অল্প সময়ে অল্প কিছু প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে আসা । স্ক্যাল্পিং করতে হলে খুব অল্প সময়ের টাইম ফ্রেম গুলো এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি নিতে হয় । যেমন - ৫ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টা পর্যন্ত । দিনে অনেক গুলো ছোট ছোট ট্রেড করেও ভালো লাভ করা যায় ।

Grimm
2019-11-16, 08:37 AM
স্ক্যালপিং হলো একটি স্ট্রেটেজি যার মাধ্যমে ট্রেডাররা অল্প সময়ের মধ্যে মুনাফা বা লস নিয়ে মার্কেট হতে বের হয়ে যায়। স্ক্যালপিং হলো খুবই ঝুকিপূর্ণ স্ট্রেটেজি আর এই স্ট্রেটেজি ব্যবহার করার জন্য আপনার অবশ্যই ভাল জ্ঞান থাকতে হবে। কম জ্ঞান নিয়ে যদি আপনি এই স্ট্রেটেজি ব্যবহার করতে যান তাহলে আপনি সবসময় লসের সম্মুখীন হবেন। তাছাড়া আমার মতে এই স্ট্রেটেজি ব্যবহার না করাই ভাল। কারণ যারা এই স্ট্রেটেজি ব্যবহার করে থাকে তারা দীর্ঘ সময় মার্কেটে থাকতে পারে না। আমার দেখা মতে সব বড় বড় ট্রেডাররা সবসময় দীর্ঘমেয়াদী ট্রেড করে থাকে।

abilkis7
2019-11-16, 10:47 AM
ফরেক্স মার্কেটে অম্প সময়ে লাভ করাকে স্ক্যল্পিং বলে। সাধারনত ৫ বা ১০ মিনিট বা সর্বচ্চ ১-২ ঘন্টার মধ্যে যে ট্রেড ক্লোজ করা হয় তাকেই স্ক্যল্পিং বলে। আমি আগে বেশী স্ক্যল্পিং করতাম এবং বেশি বেশি ট্রেড ওপেন করতাম। কিন্তু এখন তেমন একটা করি না। কারন দৈনিক বেশি ট্রেড দিতে গেলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এখন আমি ২-৩টি ট্রেডের বেশি দেওয়া হয় না। তাই আমি এখন বেশি আনন্দ পাই এবং মার্কেট সম্পর্কে ধারনা বেশি রাখি।

KGF
2019-11-16, 11:07 AM
স্ক্যাল্পিং হচ্ছে মূলত ছোট ছোট টাইমফ্রেমে অল্প পিপস টার্গেট নিয়ে ট্রেড করা।এক্ষেত্রে প্রতি ট্রেডে সাধারণত ৫ থেকে ১০ পিপস প্রফিট ফেলেই ট্রেড থেকে বের হয়ে যেতে হয়।যারা স্ক্যাল্পিং করে তাদের সাধারণত প্রতিদিন অনেক ট্রেড করতে হয়।আর স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম।

KAZIMAJHARULISLAM
2019-11-16, 12:46 PM
স্কাল্পিং বলতে আমি যা বুঝি তা হলো যখন কোন একজন ট্রেডার m1,m5,m15 এবং m30 টাইমফ্রেম ব্যবহার করে খুব অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করে থাকে। এবং নির্দিষ্ট সময়ের ভিতর ট্রেড গুলো ক্লোজ করে মার্কেট থেকে বের হয়ে যায়। সেই সাথে লটের পরিমাণ থাকে 1 থেকে 20 পিপস এর মধ্যে। তখন সেই ট্রেড গুলোকে স্কাল্পিং বলা হয়ে থাকে। তবে আমার মতে স্কাল্পিং করার জন্য একজন ট্রেডার কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হওয়ার প্রয়োজন হয়।

KF84
2019-11-16, 02:20 PM
স্কাল্পিং হল ফরেক্সে ট্রেড করার এক ধরনের কৌশল । এই কৌশল অনুসরণ করে অনেক অল্প সময়ে যেমন বেশী লাভ করা যায় ঠিক তেমনি অল্প সময়ে অনেক বেশী লসও হয় । তাই কৌশল প্রয়োগ করা মানে ক্যাপিটাল কে রিস্কে ফেলে দেয়া । তারপরেও অনেকেই আমরা এই রিস্ক নিয়ে থাকি তবে আমরা স্টপ লস এবং টেক প্রফিট টুলটি ব্যবহার করে থাকি কারণ এর মাধ্যমে আমরা আমাদের লসকে কন্ট্রোল করতে পারি । তবে যারা নতুন তাদের এই কৌশল না করাই ভাল ।

Hredy
2019-11-16, 03:22 PM
স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয় , তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে । আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন। এটা মাত্র অল্প কয়েক পিপসের জন্য করা হয় লট সাইজ বড় রেখে।

Fatimamoni00
2019-11-17, 01:22 AM
হ্যা বন্ধু, ফরেক্স ট্রেডিং মার্কেটে যারা কাজ করে তারা সবাইকম বেশি স্কেপিং শব্দটার সাথে পরিচিত আসলে স্কেপিং ট্রেডিং একটা ধরন, তবে স্কেপিং করার জন্য বেশ ভাল রকম ট্রেডিং অভিজ্ঞতার অধিকারী হতে হবে কারন এটি তখন করা সহজ এবং কম ঝুকিপুর্ন হয় যখন মার্কেট কোন এক দিকে এ্কই ভাবে মুভ না করে এভারেজ মুভ করে তখন এই ধারনের ছোট ছোট ট্রেড করে ভাল প্রফিট করা সম্ভব তবে মনে রাখবেন কখনোই লোভের বশে এসে বড় লট ব্যবহার করবেন না, ধন্যবাদ।

samirarman
2019-11-17, 10:24 PM
আমি মনে করি যে, ফরেক্সে ট্রেডিং এর বিভিন্ন রকম ধরন রয়েছে। তার মধ্যে স্ক্যাল্পিং অন্যতম। অনেকেই স্ক্যাল্পিং করেন। বুঝে হোক আর না বুঝে হোক স্ক্যাল্পিং করেন। স্ক্যাল্পিং বলতে সাধারনত ছোট ছোট ট্রেড করাকে বোঝায়, ছোট টাইমফ্রেম ব্যবহার করে ১-২০ পিপস লাভ করলে তাকে স্ক্যাল্পিং বলা যায়। তবে আমি ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং সমর্থন করিনা। নিজেও স্ক্যাল্পিং করিনা।

MdRubelShaikh
2019-11-17, 11:27 PM
স্ক্যাল্পিং কিঃ
স্ক্যাল্পিং হলো কয়েক মিনিটের ছেট ছোট ট্রেড।স্ক্যাল্পি এর মাধ্যমে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের আয় কম হবে আবার ব্যায়ও কম হবে।এই ট্রেডিং গুুলো হবে ১-২০ পিপস এর মত।তবে প্রথমে ডেমো অ্যাকাউন্ট করতে হবে

BAYE1902
2019-11-18, 12:13 AM
ক্ষুদ্র ক্ষুদ্র লাভে ট্রেড বন্ধ করাকেই স্কাল্পিং বলে।সচরাচর ২০ পিপসের নিচে ট্রেড বন্ধ করলে তাকে স্কাল্পিং বলে। যারা ফরেক্সে অনেক ভালো ট্রেড করা শিখতে পারে তারা মার্কেটের গতিকে কাজে লাগিয়ে স্বল্প স্বল্প লাভে অনেক লাভ করে।

FX7
2019-11-18, 12:49 AM
ছোট টাইম ফ্রেম এর টেড গুলাকে স্কাল্পিং বলা হয়ে থাকে।স্কাল্পিং করার জন্য দক্ষ টেডার হওয়া দরকার তাহলেই স্কাল্পিং করে প্রফিট করা যায়।স্কাল্পিং অনেকের কাছে খুব জনপিও।তবে লং টেড করে ভাল প্রফিট পাওয়া যায়

MDRIAZ777
2019-11-18, 02:53 AM
আমরা যারা ফরেক্স মার্কেটে কাজ কি তাদের কাছে স্ক্যাল্পিং জিনিসটা একেবারে অপরিচিত নয়। ফরেক্স মার্কেটে দুই ধরনের টাইমফ্রেম রয়েছে এক হল শো টাইম এবং দুই হল লং টাইম। প্রত্যেক ফরেক্স ট্রেডারেরই একটা নিজস্ব ট্রেডিং কৌশল তাকে যে ট্রেডিং কৌশল এর আলোকে শেখ কোন ধরনের টাইমফ্রামে চ্যাট করবে তা নির্ধারণ করে থাকে অর্থাৎ ফরেক্স মার্কেটে কত সময় ধরে ট্রেড করবেন লং ট্রেড করবে নাকি শর্ট ট্রেড করবে তা নির্ধারণ হয়ে থাকে বা করে থাকে। মূলত শর্ট টাইমফ্রেমে অর্থাৎ স্বল্পসংখ্যক টাইম এর মধ্যে ফরেক্সে ট্রেড করে প্রফিট লাভ করাকে আমরা ফরেক্স ট্রেডিং এর ভাষায় স্ক্যাল্পিং বলে থাকি। স্ক্যাল্পিং ট্রেডিং করে খুব স্বল্প সময়ের ব্যবধানে ট্রেড সমাপ্ত করে ভাল প্রফিট লাভ করা সম্ভব হয় তবে সব ট্রেডার স্ক্যাল্পিং ট্রেডে সুবিধা করতে পারে না কারণ আমি মনে করি স্ক্যাল্পিং ট্রেডিং করতে হলে অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ে সুদক্ষ ট্রেডার হওয়ার কোনো বিকল্প নেই।

shahalertpay
2019-11-20, 08:18 AM
ফরেক্স মার্কেটে অম্প সময়ে জন্য যে ট্রেড খোলা হয় তাকেই স্ক্যল্পিং বলে। সাধারনত ৩০ মিনিট বা ১ ঘন্টার চার্টে স্ক্যল্পিং করা ভাল। আমি আগে বেশী স্ক্যল্পিং করতাম কিন্তু এখন তেমন একটা করি না। এখন আমি লংটাইম ট্রেড করি। যেটা আমাকে বেশী আনন্দ দেয় এবং মার্কেট সম্পর্কে ধারনা দেয়।

Leee
2019-11-20, 08:30 AM
স্ক্যাল্পিং হচ্ছে ছোট ছোট টাইমফ্রেমে অল্প পিপস টার্গেট নিয়ে ট্রেড করা।এক্ষেত্রে প্রতি ট্রেডে সাধারণত ৫ থেকে ১০ পিপস প্রফিট ফেলেই ট্রেড থেকে বের হয়ে যেতে হয়।যারা স্ক্যাল্পিং করে তাদের সাধারণত প্রতিদিন অনেক ট্রেড করতে হয়।আর স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম।মূলত যাদের খুব বেশী ধৈর্য নেই এবং ট্রেডিংএ প্রচুর সময় দিতে পারে তারাই স্ক্যাল্পিং করে থাকে।

martin
2019-11-30, 01:48 PM
স্কাল্পিং হলো যখন আপনি খুবই কম সময়ের মধ্যে সেল এবং বাই এর মাধ্যমে অনর্গত ট্রেড পরিচালনা করেন তা একপ্রকার স্কল্পিং এর ভিতর অনেক ব্রকার হাউজে স্ক্যাল্পিং করা পুরো পুরি নিশিদ্ধ । আমর মতে যে সব ব্রকার স্ক্যাল্পিং করার সুযোগ দেয় তাদের মাধ্যমে আনি খুবই কম সময়ের মাধ্য ট্রেড পরিচালনা করে অনেক প্রফিট করতে পারেন।

Fxhuman
2019-11-30, 02:21 PM
ফরেক্স মার্কেটে অম্প সময়ে লাভ করাকে স্ক্যল্পিং বলে। সাধারনত 5 বা 15 মিনিটের চার্টে স্ক্যল্পিং বলে। আমি আগে বেশী স্ক্যল্পিং করতাম কিন্তু এখন তেমন একটা করি না। এখন আমি লংটাইম ট্রেড করি। যেটা আমাকে বেশী আনন্দ দেয় এবং মার্কেট সম্পর্কে ধারনা দেয়।

ARD1
2019-12-03, 03:50 PM
কেন আমরা সাধারণ বাণিজ্য কৌশল নিয়ে বাণিজ্য করি না? আমি সে সম্পর্কে সঠিকভাবে জানি না i তবে আমি মনে করি আমরা যদি আমাদের নিজস্ব ট্রেডিং কৌশল তৈরি করি তবে ফরেক্স ব্যবসায় দীর্ঘকাল বেঁচে থাকার পক্ষে এটি আমাদের পক্ষে সেরা best এবং আমিও মনে করি যে আমরা স্বল্প প্রচুর অর্থব্যবস্থাপনার সাথে আমাদের ব্যবসায়ের কৌশলটি তৈরি করার দরকার সাধারণ কৌশল যা অনেক ব্যবসায়ী ব্যবহার করেন যা আমাদের দীর্ঘকাল সাফল্য দেয় না তাই আমি মনে করি আমাদের নিজস্ব কৌশল তৈরি করা দরকার তবে সাধারণ কৌশল ব্যবহার করবেন না, আমার প্রয়োজন আমাদের কৌশল এবং ব্যবহার করা এটি ডেমো অ্যাকাউন্টে এবং এর সুবিধা এবং অসুবিধাগুলি সন্ধান করে এবং এটি আমাদের জন্য আরও বেশি করে আপডেট করা যা আমাদের পক্ষে আরও ভাল

Fxxx
2019-12-25, 02:44 PM
ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং, যেমন m1, m5, m15, & m30 চার্টে কিছুক্ষনের জন্য ১-২০ পিপস এর একটা ট্রেড করা, এই ট্রেড গুলো অল্প সময়ে লাভ ও হতে পারে লস ও হতে পারে, তবে আমার মতে অল্প ডলার নিয়ে ট্রেড করলে স্ক্যাল্পিং ট্রেড করা ভাল।

IFXmehedi
2019-12-25, 05:53 PM
স্কাল্পিং হল একটা ট্রেডিং মেথড , যেটা ব্যবহার করে আমরা খুব অল্প সময়ের ভিতরে কিছু লাভ করতে পারি আমাদের ট্রেডিং থেকে । আর এই জন্যই নতুনদের কাছে স্কাল্পিং ট্রেডিং কওশলটা খুবই জনপ্রিয় । তবে আমি মনে করি স্কাল্পিং এর সুবিধার চেয়ে ক্ষতিকর দিকটাই বেশি । কারণ মাঝে মাঝে আমরা অল্প পরিমাণে লাভ করার জন্য অনেক বড় ধরণের লস করে ফেলি এই মেথড ব্যাবহার করে । তাই আমি আসলে নতুনদের স্কাল্পিং থেকে বিরত থাকারই পরামর্শ দিব ।

Emarif1992
2019-12-25, 10:09 PM
স্ক্যালপিং হচ্ছে ছোট ছোট ট্রেড। সাধারণত শর্ট টাইম ফ্রেম মানে ১,৫,১৫ এবং ৩০ মিনিট এর টাইম ফ্রেম ব্যবহার করে ১-১৫ পিপ sl বা tp নেওয়াকেই সস্ক্যালপিং বলা হয়। তবে স্ক্যালপিং করা সবচেয়ে ঝুকিপুর্ণ। কারণ স্ক্যালপিং এ মার্কেট এনালাইছিস খুবই কঠিন।

amreta
2020-03-19, 03:26 PM
ফরেক্স ট্রেডিং সর্বাধিক গুরুত্বপূর্ণ করণ হ'ল ব্যবসায়ীদের ব্যবসায়ের দক্ষতা। আপনার যদি ফরেক্স ট্রেডিংয়ের সমস্ত কিছু থাকে তবে তারা আপনার কাছে পেশাদার ব্যবসায়ী বিটিটু হয়ে উঠতে পারেন যদি আপনার দক্ষতা থাকে তবে আপনি লাভজনক হয়ে উঠতে পারেন। তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ আসল বিনিয়োগের আগে ট্রেডিং অনুশীলন। কিছু সময় আপনি ক্ষতি পেতে পারেন তবে লাভের% বৃদ্ধি পাবে।

uzzal05
2020-03-19, 04:03 PM
ফরেক্স মার্কেট এ ছোট ছোট ট্রেড করাকে স্কালপিং বলে। অর্থাৎ প্রত্যেকটা ট্রেড আপনার ২০-৩০ পিপ টেক প্রফিট হয়ে থাকে। আর ট্রেড এ যদি এর থেকে বেশি পিপ প্রফিট হয়ে থাকে তাহলে এটাকে স্কালরপিং বলা যাবে না। এটাকে লং ট্রেড বলতে হবে।

SR12
2020-03-30, 02:54 AM
স্কাল্পার হতে হলে মার্কেটে অনেক অভিজ্ঞ হতে হয় কারন স্ক্যালপিং হলো খুব অল্প সময়ের ট্রেড এটা সর্বনিম্ন ১ মিনিট থেকে শুরু করে ১৫ মিনিটের মধ্যেই করে থাকে বেশিরভাগ ট্রেডার। স্ক্যাল্পিং মুলত প্রাইস একসনের উপর ডিপেন্ড করে করতে হবে এজন্য ভালো ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারনা প্রয়োজন। স্ক্যাল্পিং এর জন্য টার্গেট থাকে সাধারনত ১৫ থেকে ২০ পিপেসর মত।

uzzal05
2020-03-30, 06:40 AM
ফরেক্স মার্কেট এ স্কালপিং শব্দটা খুবই জনপ্রিয়। কারন সবাই চায় দ্রুত প্রফিট করার জন্য। দ্রুত প্রফিট করার জন্য ফরেকস্ নয়। আপনি যদি দ্রুত কিছু করতে চান তাহলে ফরেক্স আপনার জন্য নয়। ফরেক্স মার্কেট থেকে আস্তে আস্তে সফল হতে হয়।

Mas26
2020-03-30, 08:35 AM
স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয় , তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে । আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন । কিন্তু আপনি যদি h4 টাইমফ্রেম অনুসরন করেন তাহলে কোন লাভ হবে না , কারন ২-১ মিনিটে মার্কেটে কি পরিবর্তন হল তা আপনি h4 চার্ট দেখে সহজে বুঝতে পারবেন না । মিনিটের টাইমফ্রেম গুলো স্ক্যাল্পিং এ বেশি সহায়ক ।

Lubna1212
2020-03-30, 11:01 AM
মূলত, অফ অফ সুযোগে যে স্কারিক আপনার বিনিময়টি পাঁচ মিনিটের মধ্যে বন্ধ করে দেয়, সেই সময়টিকে স্কারিক বলা হয় এবং আপনি যদি ক্রমবর্ধমানভাবে সম্পাদন করেন সেই মুহূর্তে এটিকে স্কারিক বলা যায় না। আমি ফরেক্সে নতুন তাই আমি এটিকে এত বড় অঙ্কের স্কেরিকের কাছে বুঝতে পেরেছি। ইভেন্টটি যে আমি অফ-বেস, সেই মুহুর্তে আমাকে জানাতে এবং আপনি আমার ক্ষমাটি একটি দুর্দান্ত উপায়ে দেখবেন।

Fardin02
2020-03-30, 11:42 AM
স্কাল্পিং হলো যখন আপনি খুবই কম সময়ের মধ্যে সেল এবং বাই এর মাধ্যমে অনর্গত ট্রেড পরিচালনা করেন তা একপ্রকার স্কল্পিং এর ভিতর অনেক ব্রকার হাউজে স্ক্যাল্পিং করা পুরো পুরি নিশিদ্ধ । আমর মতে যে সব ব্রকার স্ক্যাল্পিং করার সুযোগ দেয় তাদের মাধ্যমে আনি খুবই কম সময়ের মাধ্য ট্রেড পরিচালনা করে অনেক প্রফিট করতে পারেন।

Rajib_Biswas
2020-03-30, 12:05 PM
স্কাল্পিং হল ক্ষুদ্র টাইমফ্রেমে ( m1, m5, m15, m30) ট্রেডে এন্ট্রি নিয়ে অল্প সময়ের ব্যবধানে ( 2 ঘণ্টার কম) প্রতিটি ট্রেড থেকে 5 থেকে 20 পিপস প্রফিট গ্রহণ করা।মূলত যাদের মূলধন কম তারা ফরেক্স স্ক্যালপিং করে থাকেন। ফরেক্স স্ক্যালপিং লং ট্রেডের তুলনায় অনেক ঝুঁকিপূর্ণ। এ কারনে ফরেক্সে যাদের অভিজ্ঞতা কম বা যারা নতুন ট্রেডার তাদের স্ক্যাল্পিং করা উচিত নয়। স্ক্যাল্পিং করতে গিয়ে একটি ভুল ট্রেডে এন্ট্রি নিলে লাভের থেকে লস বেশি হবে।

Jid13
2020-03-30, 12:08 PM
স্কাল্পিং বলতে মুলত, খুব কমসময়ের জন্য কোন ট্রেড অপেন করা এবং কোন নির্দিষ্ট সময়পর ট্রেডটি ক্লোজ করে দেওয়াকে বুঝায়। স্কাল্পিং করতে ১ মিনিট, ৫ মিনিট এবং ১৫ মিনিট এর টাইম ফ্রেম অনুসরণ করতে হয়।

smbiplob
2020-04-21, 03:05 AM
স্ক্যাল্পিং করাটা খুব একটা সহজ বেপার না স্ক্যাল্পিং তাদের জন্য প্রযোজ্য যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ এবং নিউজগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারেন শুধুমাত্র তারাই স্ক্যাল্পিং করে ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে পারেন কম জ্ঞান নিয়ে যদি আপনি এই স্ট্রেটেজি ব্যবহার করতে যান তাহলে আপনি সবসময় লসের সম্মুখীন হবেন তাছাড়া আমার মতে এই স্ট্রেটেজি ব্যবহার না করাই ভাল কারণ যারা এই স্ট্রেটেজি ব্যবহার করে থাকে তারা দীর্ঘ সময় মার্কেটে থাকতে পারে না

K.K.BABY
2020-04-21, 10:21 AM
ফরেক্স মার্কেটে ট্রেড গুলো যদি অল্প সময়ের হয়ে থাকে অর্থাৎ ১-১৫ মিনিটের মধ্যে হয়ে থাকে তাহলে সেই ট্রেডকে বলা হয় স্কাল্পিং।স্কাল্ িং ট্রেড করতে হলে আপনার টেকনিক্যাল এনালাইসিস খুব ভালো করে জানতে হবে কারন স্কাল্পিং ট্রেড করে অনেক বড় বড় ট্রেডাররা এবং লং টার্ম ট্রেড থেকে স্কাল্পিং ট্রেড করে বেশি আয় করা যায় কিন্তু ঝুঁকি বেশি থাকে যার কারনে টেকনিক্যাল এনালাইসিস ভাল ভাবে জানতে হয়।স্কাল্পিং ট্রেডে সাধারণত লট বড় হয়ে থাকে কিন্তু কম পিপস লাভ করতে হয় তবে মনে রাখতে হবে স্কাল্পিং করার সময় অবশ্যই আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড এন্ট্রি দিতে হবে তা নাহলে আপনি বড় লস করতে পারেন।

KGF3010
2020-04-21, 10:28 AM
শর্ট টাইমফ্রেমে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা অধিক প্রফিট লাভের জন্য যে ধরনের ট্রেড করে থাকে সেটিই হল ফরেক্সের ভাষায় স্ক্যাল্পিং ট্রেডিং। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে অনেক বেশি লসের ঝুকি থাকে তাই অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ছাড়া অন্যরা এখান থেকে ভাল প্রফিট সহজে লাভ করতে পারে না।স্ক্যাল্পিং ট্রেডিংয়ে সাধারনত লট বা ভলিউম অনেক বেশি ধরা হয় অধিক প্রফিট লাভের জন্য।

Rion83
2020-04-21, 10:33 AM
ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে গেলে অল্প অল্প করে আয় করা স্কাল্পিং করার জন্য বেশি আশা করলে হবে না তাতে লস যাবে তাই ছট করে ট্রেড ওপেন করতে হবে অল্প সময়ের মধ্যে ৫ পিপ ৭ পিপ করে প্রফিট করে ভের হয়ে আস্তে হবে স্কাল্পিন করতে হয় ৫ মিনিট ১৫ মিনিট টাইম ফ্রেমে।

uzzal05
2020-04-21, 10:36 AM
ফরেক্স মার্কেট এ যাদের ধৈর্য্য কম তারা সাধারনত স্কালপিং পছন্দ করে থাকেন। কারন এই পদ্ধতিতে আপনি অল্প সময়ে ২০-৩০ পিপ প্রফিট করতে পারবেন। আর তাছাড়া যে সকল ট্রেড এ ১০০ পিপ টেক প্রফিট থাকে সে সকল ট্রেড হচ্ছে লং ট্রেড। আমি ও মাঝে মাঝে লং ট্রেড করে থাকি।

DEARMUM100
2020-07-05, 01:39 PM
ছোট ট্রেড গুলোকে স্কাল্পিং বলে।ফরেক্স মাকের্টে ভালো সময়ে ভালো প্রফিট করার আরেক নাম হলোও স্ক্যাল্পিং।কয়েক মিনিটের জন্য ছোট ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলে।এই ট্রেড গুলোও ১-২০পিপস হতে পারে।স্ক্যাল্পিং ট্রেডগুলো করার সময় m1.m5.m15 টাইমফ্রেমগুলো বেশী ফলোও করা হয়ে থাকে।

milu
2020-07-05, 03:33 PM
যারা স্ক্যাল্পিং করে তাদের সাধারণত প্রতিদিন অনেক ট্রেড করতে হয়।আর স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম।মূলত যাদের খুব বেশী ধৈর্য নেই এবং ট্রেডিংএ প্রচুর সময় দিতে পারে তারাই স্ক্যাল্পিং করে থাকে।আমরা জানি যে ফরেক্স একটা গতিশীল মার্কেট। এখানে প্রতিটি মুহুর্তে মার্কেটের প্রাইস উঠানামা করে। এই উঠানামার গতি কাজে লাগিয়ে অনেকেই দ্রুত প্রফিট করতে চাই।

souravkumarhazra6763
2020-07-05, 05:35 PM
ফরেক্স এ ২ ভাবে ট্রেড করা যাই,লং টাইম ট্রেড এবং শর্ট টাইম ট্রেড,আর যেই সকল ট্রেড ৫ থেকে ১৫ মিনিট এর জন্য ওপেন করা হয় তাকে সাধারণত স্ক্যাল্পিং বলা হয়ে থাকে,স্ক্যাল্পিং করার জন্য একজন ট্রেডার কে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয় তা না হলে সে বার বার লস এর স্বীকার হয়ে থাকে,আর নতুনদের স্ক্যাল্পিং এর থেকে বিরত থাকা উচিত।

Starship
2020-07-05, 06:11 PM
সংক্ষিপ্ত বা অল্প সময়ে যে ট্রেড করা হয় তাকেই স্ক্যল্পিং বলা হয়। স্ক্যল্পিং হল এক থেকে বিশ পিপস এর নিচে লাভ করা ট্রেডকে স্ক্যল্পিং বলা হয়ে থাকে। ছোট টাইম ফ্রেমে স্ক্যল্পিং করা হয়ে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল এম১, এম৫, এম১৫ এসব টাইম ফ্রেমে স্ক্যল্পিং ট্রেড করা হয়ে থাকে। এর মাধ্যমে নতুন ট্রেডারগন ট্রেডিং অভিজ্ঞতা যাচাই করতে পারেন।

konok
2020-07-05, 06:34 PM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। আপনি আপনার ক্রয় করা ২০ টি পিপস থেকে যদি ২০ টির বেশি অর্জন করতে পারেন তবে তাকে সাধারণ ট্রেড বা স্ক্যাল্পিং বলা হয়ে থাকে।

muslima
2020-07-07, 12:55 AM
যারা স্ক্যাল্পিং করে তাদের সাধারণত প্রতিদিন অনেক ট্রেড করতে হয়।আর স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম।মূলত যাদের খুব বেশী ধৈর্য নেই এবং ট্রেডিংএ প্রচুর সময় দিতে পারে তারাই স্ক্যাল্পিং করে থাকে। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে অনেক বেশি লসের ঝুকি থাকে তাই অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ছাড়া অন্যরা এখান থেকে ভাল প্রফিট সহজে লাভ করতে পারে না।স্ক্যাল্পিং ট্রেডিংয়ে সাধারনত লট বা ভলিউম অনেক বেশি ধরা হয় অধিক প্রফিট লাভের জন্য।

uzzal05
2020-07-07, 04:44 AM
যাদের কম ব্যালেন্স তাদের হয়তো মার্কেট এ স্কালপিং করলে ভালো হয়। কারন বড় এমাউন্ট ছাড়া মার্কেট লং ট্রেড করে মজা পাওয়া যাবে না। মার্কেট থেকে দ্রুত প্রফিট নিয়ে আসার জন্য স্কালপিং করা অত্যন্ত জরুরি। লং ট্রেড করলে আপনার প্রফিট হতে অনেক সময় লেগে যায়। তাই আমিও মাঝে মাঝে স্কালপিং করা পছন্দ করি।

samun
2020-07-09, 04:20 PM
ফরেক্স মার্কেটে খুব অল্প সময়ের ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । স্ক্যাল্পিং এ আমাদের প্রফিট খুব কম থাকে কারন স্ক্যালিং বলতেই বুঝায় অল্প সময়ে অল্প কিছু [প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে আসা । স্ক্যাল্পিং করতে হলে খুব অল্প সময়ের টাইম ফ্রেম গুলো এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি নিতে হয় । দিনে অনেক গুলো ছোট ছোট ট্রেড করেও ভালো লাভ করা যায় । একাউন্ট ব্যালেন্স কম থাকলে স্ক্যাল্পিং করাই ভালো ।

Hredy
2020-07-09, 07:41 PM
সহজ কথায় বলবে যে স্ক্যারিক হলে যদি আপনি পাচ মিনিটের কম সময়ে আপনার ট্রেডটি ক্লজ করে দিন তাহলে সেটিকে স্কারিক বলে আর যদি তার বেশি করে তাহলে সেটিকে স্ক্যারিক বলা যাবে না তাকে লং টাইব বা টাইম ফ্রেমে ট্রেড করা বলে ধরা হয়। আমি ফরেক্স এ নতুন তাই আমি স্ক্যারিক বলতে এতটুকি বুঝি। আমার যদি বলা ভুল হয় তাহলে আমাকে বলবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।

FREEDOM
2020-07-26, 05:49 PM
স্ক্যাল্পিং বলতে বুঝায় ছোট টাইমফ্রেম এনালাইসিস করে যেমন ৫ মিনিট ১৫ মিনিটের টাইমফ্রেম দেখে ট্রেড করা এবং অল্প সময়েই ট্রেড লাভে বা লসে ক্লোজ করা। স্ক্যাল্পিং করতে মুলত অনেক বেশি সময় দিতে হয় মার্কেটে এবং সুযোগ বুঝে ট্রেডে এন্ট্রি পয়েন্ট ও এক্সিট পয়েন্টে বের হয়ে যেতে হয়।

uzzal05
2020-07-26, 06:37 PM
ফরেক্স মার্কেট থেকে দ্রুত প্রফিট করার অন্যতম উপায় হচ্ছে স্কালপিং। বেশির ভাগ সময় দেখা যায় যারা ফরেক্স এ নতুন ট্রেড শুরু করে তারা স্কালপিং পছন্দ করে থাকে। আসলে স্কালপিং করে দ্রুত এবং অল্প সময়ে মার্কেট থেকে প্রফিট করা যায। তাই নতুনরা স্কালপিং করতে আগ্রহ হয় বেশি।

jimislam
2020-07-26, 06:48 PM
শর্ট টাইমফ্রেমে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা অধিক প্রফিট লাভের জন্য যে ধরনের ট্রেড করে থাকে সেটিই হল ফরেক্সের ভাষায় স্ক্যাল্পিং ট্রেডিং। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে অনেক বেশি লসের ঝুকি থাকে। আমরা জানি যে ফরেক্স একটা গতিশীল মার্কেট। এখানে প্রতিটি মুহুর্তে মার্কেটের প্রাইস উঠানামা করে। এই উঠানামার গতি কাজে লাগিয়ে অনেকেই দ্রুত প্রফিট করতে চাই।

zakia
2020-07-29, 05:31 PM
মূলত স্কাল্পিং হচ্ছে ফরেক্সের ট্রেডিং এর খুব ছোট ছোট অংশ বিশেষ। খুব কম সময়ের জন্য কোন ট্রেড অপেন এবং ক্লোজ করে দেওয়ার মাধ্যমে উপার্জন করা কে মুলত স্কাল্পিং বলে। স্কাল্পিং করতে খুব মজা। কিন্তু এতে আপনাকে মার্কেট সামনে নিয়ে করতে হয়। স্ক্যাল্পিং করার জন্য বেশ অভিজ্ঞতার প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রতি ট্রেডে সাধারণত ৫ থেকে ১০ পিপস প্রফিট ফেলেই ট্রেড থেকে বের হয়ে যেতে হয়।যারা স্ক্যাল্পিং করে তাদের সাধারণত প্রতিদিন অনেক ট্রেড করতে হয়।আর স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম।

Rokibul7
2020-08-14, 03:14 PM
কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। ফরেক্স মার্কেটে অম্প সময়ে লাভ করাকে স্ক্যল্পিং বলে। সাধারনত 5 বা 15 মিনিটের চার্টে স্ক্যল্পিং বলে।

SHARIFfx
2020-08-14, 03:40 PM
সহজ ভাষায় বলতে গেলে স্কাল্পিন হচ্ছে বেশি বেশি ভলিউম ইউজ করে আল্প পিপ্স প্রফিট বের করার মাধ্যম। ছোট টাইম প্রেমে মি ৩০ বা মি ১৫ তে ঘন ঘন বাই সেল নিয়ে প্রফিট বের করাকে স্কাল্পিন বলে। তবে আমাদের উচিত স্কাল্পিন বয়কট করা কারন এতে ঝুঁকি থেকে যায়। তাই আমাদের উচিত অল্প ভলিউম নিয়ে বেশি পিপ্স শিকার করা।

Md.shohag
2020-10-01, 04:56 PM
সাধারনতো ছোট ছোট ট্রেড গুলোকেই স্ক্যাল্পিং বলা হয়। মানে ১ থেকে ২০ পিপস এর মধ্যে ট্রেড বন্ধ করে প্রফিট করা কেই মূলতো স্ক্যাল্পিং বলা হয়। ছোট ছোট টাইম ফ্রেমে মূলতো স্ক্যাল্পিং করা হয়।

ABDUSSALAM2020
2020-10-01, 10:07 PM
স্ক্যাল্পিং কি?
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

zakia
2020-10-04, 09:57 AM
ফরেক্স জগতে অনেকেই এই স্ক্যাল্পিং শব্দটির সাথে পরিচিত। মুলত স্ক্যাল্পিং বলা হয় ছোট ছোট ট্রেড গুলোকে । কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলে । এক থেকে বিশ পিপস পর্যন্ত ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলে । বিশ পিপস এর বেশি ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলা যাবে না । ক্ষুদ্র ক্ষুদ্র লাভে ট্রেড বন্ধ করাকেই স্কাল্পিং বলে।সচরাচর ২০ পিপসের নিচে ট্রেড বন্ধ করলে তাকে স্কাল্পিং বলে। যারা ফরেক্সে অনেক ভালো ট্রেড করা শিখতে পারে তারা মার্কেটের গতিকে কাজে লাগিয়ে স্বল্প স্বল্প লাভে অনেক লাভ করে।

sss21
2020-10-04, 01:45 PM
ফরেক্সে ট্রেডিং এর বিভিন্ন রকম ধরন রয়েছে। তার মধ্যে স্ক্যাল্পিং অন্যতম। অনেকেই স্ক্যাল্পিং করেন। বুঝে হোক আর না বুঝে হোক স্ক্যাল্পিং করেন। স্ক্যাল্পিং বলতে সাধারনত ছোট ছোট ট্রেড করাকে বোঝায়, ছোট টাইমফ্রেম ব্যবহার করে ১-২০ পিপস লাভ করলে তাকে স্ক্যাল্পিং বলা যায়। তবে আমি ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং সমর্থন করিনা। নিজেও স্ক্যাল্পিং করিনা।

zakia
2020-10-07, 05:30 PM
স্ক্যালপিং হলো একটি স্ট্রেটেজি যার মাধ্যমে আপনি স্বল্প সময়ে বেশি পরিমাণ মুনাফা উপার্জন করতে পারবেন। কিন্তু এই স্ট্রেটেজি টা সবার জন্য নয়। কারণ এই স্ট্রেটেজি অনেক ঝুকিপূর্ণ আর এই ব্যবসা অধিক জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া কেউ সফলভাবে সেটা ব্যবহার করতে পারে না। এখানে অনেক ট্রেডারই বিশেষ করে যার মনে করেন নতুন ট্রেডার তারাই বেশিরভাগ স্ক্যাল্পিং করে ট্রেড করেন। সুতরাং বলা যায় এটি অনেক ভাল একটা পন্থা, কারন এতে করে আপনার সময়ও কম লাগল আর আপনি কম সময়ে প্রফিট নিয়ে বেরিয়ে আসলেন।

FRK75
2020-10-29, 10:33 AM
স্ক্যাল্পিং হলো ফরেক্স মার্কেটে শর্ট টাইমে ট্রেড করে প্রফিট অর্জন করা। তবে স্ক্যাল্পিং করাটা খুব একটা সহজ বেপার না। স্ক্যাল্পিং তাদের জন্য প্রযোজ্য যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ এবং নিউজগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারেন শুধুমাত্র তারাই স্ক্যাল্পিং করে ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে পারেন। আর যারা অল্প জ্ঞানের অধিকারী তারা স্ক্যাল্পিং করতে গেলে অবশ্যই লস করবে।

EmonFX
2020-10-29, 10:41 AM
ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে শর্ট টাইম এর জন্য ট্রেড করাকে বুঝায়। কম টাইম এর জন্য ট্রেড নিয়ে ছোট ছোট প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেয়াই ফরেক্স মার্কেটের স্কাল্পিং। আপনি স্ক্যাল্পিং নাকি লং ট্রেন্ডে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপানার ফরেক্স অভিজ্ঞতার উপর। আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, সময় ও মূলধনের উপর। আপনাকে নির্ধারন করতে হবে আপনি ফরেক্সে কতোটা সময় দিতে পারবেন। যদি সময় দিতে পারেন তাহলে ১ ঘন্টা, ৩০ মিনিট বা ১৫ মিনিটের টাইমফ্রেম মানে স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন। আর যদি সময় দিতে না পারেন তাহলে লং টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। যেমন- ৪ ঘন্টা, ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। উল্লেখ্য যে, লং টাইমের জন্য ট্রেড করতে অভিজ্ঞতা ও মুলধন একটু বেশি থাকা দরকার। সেক্ষেত্রে কমপক্ষে ২০ ডলার ক্যাপিটাল থাকার দরকার আছে। দক্ষ ট্রেডাররা ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করে থাকেন কারন সেখানে লস হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। সবথেকে বড় কথা হলো আপনি যদি ফরেক্সে দক্ষ হন তাহলে সব রকম ট্রেডেই ভালো করতে পারবেন। তাই ট্রেড নেয়ার আগে দক্ষতা বাড়ানোর দিকে একটু বেশি মনোযোগ দেয়া উচিত। ধন্যবাদ।

Sid
2020-12-09, 10:44 AM
্অল্প সময়ের ট্রেডকে স্কাল্পিং বলে।এধরনের ট্রেড সাধারনত ১ থেকে ২০ পিপস এর হয়ে থাকে।৫,১০,১৫,৩০ মিনিটের চার্টে উপর এধরনের ট্রেড করা হয়।স্কাল্পিং করলেও এর উপর এনালাইসিস করতে হয় কারন স্ক্যালি্পং করা রিক্সের । তাই প্রথম ডেমো একাউন্টে প্রাকটিস করতে হয়।

Rony1122
2021-01-23, 02:19 PM
কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। এবং স্ক্যাল্পিং টেডে প্রচুর লর ব্যাবহরা করা হয়

AbdulRazzak
2021-01-23, 02:54 PM
সরল কথায় বলতে গেলে, আপনি যদি পাঁচ মিনিটেরও কম সময়ে আপনার বাণিজ্য বন্ধ করেন তবে এটিকে একটি স্কারিক বলা হয় এবং আপনি যদি এর চেয়ে বেশি কিছু করেন তবে এটিকে স্কারিক বলা হয় না, এটি নির্দিষ্ট ধরণের বা সময়কালে ব্যবসায়িক বলে মনে করা হয়। দীর্ঘ আমি ফরেক্সে নতুন তাই আমি স্কেয়ারক্রো বলার মতো অনেক কিছুই পেয়েছি। যদি আমার ভুল হয় তবে আমাকে বলুন এবং আমাকে ক্ষমা করুন।

ashik94
2021-02-11, 10:40 PM
স্ক্যাল্পিং হচ্ছে ছোট খাটো টাইমফ্রেম নিয়ে ট্রেড করা । এক্ষেত্রে আপনি একমিনিট অথবা পাঁচ মিনিটের টাইমফ্রেম নিয়ে কাজ করে তাড়াতাড়ি প্রফিট নিয়ে খুব অল্প সময়ে বেরিয়ে আসতে পারবেন । মূলত এটাকেই এখানে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে । এখানে অনেক ট্রেডারই বিশেষ করে যার মনে করেন নতুন ট্রেডার তারাই বেশিরভাগ স্ক্যাল্পিং করে ট্রেড করেন । সুতরাং বলা যায় এটি অনেক ভাল একটা পন্থা কারন এতে করে আপনার সময়ও কম লাগল আর আপনি কম সময়ে প্রফিট নিয়ে বেরিয়ে আসলেন।

IFXmehedi
2021-02-16, 10:18 PM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকগুলো ট্রেডিং মেথড আছে । স্ক্যাল্পিং তাদের মধ্যে একটি । যদিও স্ক্যাল্পিং মেথড আমার পছন্দ নয় তবুও বেশিরভাগ নতুন ট্রেডাররাই স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজি কে খুব পছন্দ করে । স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজি টি হল খুব অল্প সময়ে ট্রেডটি রেখে অল্প প্রফিটে ট্রেড ক্লোজ করা । যেমন ধরুন আপনি যদি এক ডলারের একটি ট্রেড দেন তাহলে 5 মিনিটে যদি দুটো ডলার লাভ হয় তাহলে সেটা কেটে দেওয়া হল স্ক্যাল্পিং ।

Smd
2021-05-03, 07:05 PM
প্রতি ট্রেডে সাধারণত ৫ থেকে ১০ পিপস প্রফিট ফেলেই ট্রেড থেকে বের হয়ে যেতে হয়।যারা স্ক্যাল্পিং করে তাদের সাধারণত প্রতিদিন অনেক ট্রেড করতে হয়।আর স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম। এক্ষেত্রে m1, m5, m15 টাইমফ্রেম বেশি ব্যবহার হয়। ২০ পিপস পর্যন্ত. স্ক্যাল্পিং ধরা হয়। স্ক্যাল্পিং করে স্বল্প রিক্সে ট্রেড করা যায়, এতে লাভের পরিমানও কম।

FRK75
2021-09-13, 12:10 PM
অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা অধিক প্রফিট লাভের জন্য যে ধরনের ট্রেড করে থাকে সেটিই হল ফরেক্সের ভাষায় স্ক্যাল্পিং ট্রেডিং। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে অনেক বেশি লসের ঝুকি থাকে তাই অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ছাড়া অন্যরা এখান থেকে ভাল প্রফিট সহজে লাভ করতে পারে না।স্ক্যাল্পিং ট্রেডিংয়ে সাধারনত লট বা ভলিউম অনেক বেশি ধরা হয় অধিক প্রফিট লাভের জন্য।

sss21
2021-10-16, 02:32 PM
স্ক্যাল্পিং হচ্ছে মূলত ছোট ছোট টাইমফ্রেমে অল্প পিপস টার্গেট নিয়ে ট্রেড করা।এক্ষেত্রে প্রতি ট্রেডে সাধারণত ৫ থেকে ১০ পিপস প্রফিট ফেলেই ট্রেড থেকে বের হয়ে যেতে হয়।যারা স্ক্যাল্পিং করে তাদের সাধারণত প্রতিদিন অনেক ট্রেড করতে হয়।আর স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম।মূলত যাদের খুব বেশী ধৈর্য নেই এবং ট্রেডিংএ প্রচুর সময় দিতে পারে তারাই স্ক্যাল্পিং করে থাকে।

Mas26
2021-10-16, 06:24 PM
আমি ফরেক্স এ নতুন তাই আমি স্ক্যারিক বলতে এতটুকি বুঝি। আমার যদি বলা ভুল হয় তাহলে আমাকে বলবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।সাধারণত অল্প সময় ব্যয় করে লাভ করা প্রতিটি ট্রেডকে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে। আপনি আপনার ক্রয় করা ২০ টি পিপস থেকে যদি ২০ টির বেশি অর্জন করতে পারেন তবে তাকে সাধারণ ট্রেড বা স্ক্যাল্পিং বলা হয়ে থাকে।স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয় , তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে । আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন আমি আগে বেশী স্ক্যল্পিং করতাম কিন্তু এখন তেমন একটা করি না। এখন আমি লংটাইম ট্রেড করি। যেটা আমাকে বেশী আনন্দ দেয় এবং মার্কেট সম্পর্কে ধারনা দেয়।

IFXmehedi
2021-10-17, 11:47 PM
ফরেক্স জগতে অনেকেই এই স্ক্যাল্পিং শব্দটির সাথে পরিচিত। মুলত স্ক্যাল্পিং বলা হয় ছোট ছোট ট্রেড গুলোকে । কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলে । এক থেকে বিশ পিপস পর্যন্ত ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলে । বিশ পিপস এর বেশি ট্রেডগুলোকে স্ক্যাল্পিং বলা যাবে না ।ফরেক্সে ছোট ছোট ট্রেডকে স্ক্যল্পিং বলে। সাধারনত ১ থেকে ২০ পিপস লাভে ট্রেড ক্লোজ করলে তাকে স্ক্যল্পিং বলা হয়ে থাকে।স্ক্যল্পিং কে অনেকে র্শটটাইম ট্রেড ও বলে থাকে কেননা স্ক্যল্পিং ট্রেড খুব কম সময়ে শেষ হয়ে যায়।আমার মতে স্ক্যল্পিং ট্রেড করা ভাল।

Smd
2022-01-31, 11:15 AM
স্কাল্পিং বলতে গেলে অল্প অল্প করে আয় করা স্কাল্পিং করার জন্য বেশি আশা করলে হবে না তাতে লস যাবে তাই ছট করে ট্রেড ওপেন করতে হবে অল্প সময়ের মধ্যে ৫ পিপ ৭ পিপ করে প্রফিট করে ভের হয়ে আস্তে হবে। স্ক্যাল্পিং এ আমাদের প্রফিট খুব কম থাকে কারন স্ক্যালিং বলতেই বুঝায় অল্প সময়ে অল্প কিছু [প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে আসা । স্ক্যাল্পিং করতে হলে খুব অল্প সময়ের টাইম ফ্রেম গুলো এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি নিতে হয় । যেমন - ৫ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টা পর্যন্ত ।

samun
2022-03-30, 09:28 AM
স্ক্যাল্পিং হলো ফরেক্স মার্কেটে শর্ট টাইমে ট্রেড করে প্রফিট অর্জন করা। তবে স্ক্যাল্পিং করাটা খুব একটা সহজ বেপার না। স্ক্যাল্পিং তাদের জন্য প্রযোজ্য যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ এবং নিউজগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারেন শুধুমাত্র তারাই স্ক্যাল্পিং করে ফরেক্স মার্কেটে প্রফিট অর্জন করতে পারেন। স্কাল্পিং মুলত সল্পদৈর্ঘ্যর ফরেক্স ট্রেডিং, যে ট্রেড করতে ট্রেডারগত সাধারনত ১ থেকে ৩০ মিনিট সময় নিয়ে থাকে তাকে স্কাল্পিং বলে। স্কাল্পিং এর মাধ্যেমে দ্রুত আয় করা সম্ভব এবং স্কাল্পিং এ একটু বেশি পরিমানে রিক্স নেওয়া হয়। স্কাল্পিং আমার প্রিয় একটা স্টাটেজি।

FRK75
2022-10-01, 06:50 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের সব বিষয় জানার পরে ট্রেডিং করতে হয়,যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে তারা সবাই স্ক্যাল্পিং সম্পর্কে কম বেশি জানে,তাই আমি মনে করি ২০ পিপসের নিচে যারা ট্রেডিং করে প্রফিট করে তাদের এই ট্রেডিংকে বলা হয় স্ক্যাল্পিং, এটা যারা করে তারা বেশি সময় ট্রেড না করে লাভ হক বা লস হক তারা ট্রেড ক্লোজ করে দেয়।ফরেক্স ট্রেড ছোট ছোট ট্রেড গুলুকেই স্ক্যাল্পিং বলি। স্ক্যাল্পিং করে লাভের পরিমাণ অল্প হয় এতে ঝুকির পরিমাণও কম হয়। কিছু কিছু ব্রোকার স্ক্যল্পিং সাপোর্ট করে না আবার কিছু কিছু ব্রোকার ২ মিনিটের রুলস ব্যবহার করে স্ক্যাল্পিং করে। স্ক্যাল্পিং করার ক্ষেত্রে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভালো কারন মার্কেটে ছোট ছোট মুভমেন্ট যে কোন সময় হয় যার কোন নির্দিস্ট সময় নেই।স্কালপিং করে প্রফিট করা যায়তো দোষের কিছুই নাই কেউ যদি দীরঘ সময় ধ্রে ট্রেড করা পছন্দ করেনা বা তার সময় থাকেনা । তখন সে অল্প সময় কাজন করে অন্য কাজে যেতে পারে তাতে ন যদি প্রফীট হয় তবে সেটা মন্দ নয় । আপনা দের কি মত ?

Mas26
2022-10-01, 08:44 PM
ফরেক্স মার্কেটে অম্প সময়ে লাভ করাকে স্ক্যল্পিং বলে। সাধারনত 5 বা 15 মিনিটের চার্টে স্ক্যল্পিং বলে। আমি আগে বেশী স্ক্যল্পিং করতাম কিন্তু এখন তেমন একটা করি না। এখন আমি লংটাইম ট্রেড করি। যেটা আমাকে বেশী আনন্দ দেয় এবং মার্কেট সম্পর্কে ধারনা দেয়।সাধারনতো ছোট ছোট ট্রেড গুলোকেই স্ক্যাল্পিং বলা হয়। মানে 1 থেকে 20 পিপস এর মধ্যে ট্রেড বন্ধ করে প্রফিট করা কেই মূলতো স্ক্যাল্পিং বলা হয়। ছোট ছোট টাইম ফ্রেমে মূলতো স্ক্যাল্পিং করা হয়।

samun
2023-01-28, 03:36 PM
স্ক্যাল্পিং এর জন্য ছোট টাইমফ্রেমই হচ্ছে স্ক্যাল্পারদের বেশী পছন্দনীয় টাইমফ্রেম। স্ক্যাল্পিং করার জন্য বেশ অভিজ্ঞতার প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রতি ট্রেডে সাধারণত ৫ থেকে ১০ পিপস প্রফিট ফেলেই ট্রেড থেকে বের হয়ে যেতে হয়। মূলত যাদের খুব বেশী ধৈর্য নেই এবং ট্রেডিংএ প্রচুর সময় দিতে পারে তারাই স্ক্যাল্পিং করে থাকে। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে অনেক বেশি লসের ঝুকি থাকে তাই অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ছাড়া অন্যরা এখান থেকে ভাল প্রফিট সহজে লাভ করতে পারে না। স্ক্যাল্পিং করতে হলে খুব অল্প সময়ের টাইম ফ্রেম গুলো এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি নিতে হয় । দিনে অনেক গুলো ছোট ছোট ট্রেড করেও ভালো লাভ করা যায় । একাউন্ট ব্যালেন্স কম থাকলে স্ক্যাল্পিং করাই ভালো ।

Smd
2023-01-28, 03:48 PM
ফরেক্স ট্রেডাররা অধিক প্রফিট লাভের জন্য যে ধরনের ট্রেড করে থাকে সেটিই হল ফরেক্সের ভাষায় স্ক্যাল্পিং ট্রেডিং। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে অনেক বেশি লসের ঝুকি থাকে তাই অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ছাড়া অন্যরা এখান থেকে ভাল প্রফিট সহজে লাভ করতে পারে না। এক হলো লং টার্ম ট্রেডিং বা সুইং ট্রেডিং আর দুই হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং বা স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং হলো মূলত অল্প সময় ব্যবধানে ট্রেড ওপেন করে ক্লোজ করা। এক্ষেত্রে অল্প পিপস প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করা হয়। সাধারনত ১০-১৫ পিপস লাভেই ক্লোজ করা হয়।

FRK75
2023-09-19, 11:08 PM
স্ক্যাল্পিং করতে পারলেই আমরা সামান্য সময়ের জন্য লাভবান হতে পারব । আমরা সব সময় স্ক্যাল্পিং না করে যদি লং ট্রেড করে থাকি তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব এই ব্যবসা আমরা ভালোভাবে করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা ধৈর্য্যের সহিত কাজ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।স্কাল্পিং ট্রেডের হল খুব অল্প সময়ে ট্রেড করা।স্কাল্পিং মুলত ৫ থেকে ১৫ মিনিটের ভিতর হয়ে থাকে।তাই লাভ করা যেমন সহজ লসও খুব বেশি সহজ ।তাই খুব ভেবে চিনতে স্কাল্পিং ট্রেড করা উচিত।