PDA

View Full Version : সবাই জেনে রাখুন



Mamun13
2018-06-02, 08:48 AM
ফোরামে আমার দীর্ঘদিনের সংযুক্ত ট্রেডিং একাউন্ট - 1558731, এটি ডিজেবল করা হয়েছে কী কারণে বুঝলাম না৷আমি ফোরামে দীর্ঘদিন যাবৎ নিয়মিত একটানা এই একাউন্টে পোষ্টিং বোনাস দিয়ে ট্রেড করে আসছিলাম৷আমার টোটাল প্রফিট হয়েছে ৩৬০০+ ডলার৷এর মধ্যে মাত্র ১১১ ডলার উইথড্রো রিকোয়েষ্ট পাঠাইছিলাম গেল সপ্তাহে৷তাতেই একাউন্ট ডিজেবল ? এখানে আমার দোষটা কী ছিল ? জানতে চেয়েছি ইন্সটাফরেক্সের এন্টিফ্রড ডিপার্টমেন্টে৷ কিন্তু তারা কোনোও ব্যাখ্যা দেয়নি৷আমি আমার জানামতে কোথাও কোনোও শর্তখেলাপ করি নাই৷তাহলে আমার দোষ কী ? এই সমস্যার কোনোও কারণও আমি জানতে পারবো না কেন ? শাস্তি পেলাম অথচ আমার অপরাধ কী ছিল তাও জানতে পারলাম না !!ফোরামেও জানিয়েছি অথচ মডারেটরগনও আমাকে আমার দোষ বলে না৷এই শাস্তি আমি কী ভাবে মেনে নিবো ? আমার একাউন্ট ডিজেবল হওয়ার বিষয়ে জানালে সন্তুষ্ঠ হতে পারতাম৷আমি ফোরামে সকল সদস্যের উদ্দেশ্যে সর্বদাই নিয়মিত প্ররণা দায়ক,বাস্তব সম্মত,উৎসাহপূর্ণ,ত থ্যবহুল ও কার্যকরী পোষ্ট লিখে থাকি৷এই জন্য আমার সুনাম ও সুখ্যাতিও রয়েছে৷অথচ আমার ট্রেডিং একাউন্টই এখন ডিজেবল !! এটাই কী আমার পুরষ্কার !!!

expkhaled
2018-06-02, 11:39 AM
অত্যান্ত দু:খের বিষয় মামুন ভাই এবং ভয়ানক। ভাই তাহলে কি দীর্ঘদিন এত পরিশ্রম বৃথা গেল। তাহলে তো আমাদের আস্থা থাকবে না ইন্সট্রাফরেক্স এর উপর। এটা কি ধরনের কাজ হলো। আপনি যথেষ্ঠ পরিমানে লাভ করলেন অথচ সেই লাভ কে তারা দিবে না এটা তো মেনে নেওয়া যায় না। যাই হোক আপনি এটার একটা সমাধান হতেই হবে না হলে কি করে হয়। এখন তো আমার ও ভয় লাগছে এত কষ্ট করে পোষ্ট করি তা যদি এক সময় ডিজেবল হয়ে যায় একাউন্ট তাহলে তো ভাই বড় বিপদ।

Didar
2018-06-02, 10:49 PM
আমার যা মনে হয় আপনার একাউন্ট এর লেভারেজ বেশি ছিল।কারন আমি যত দূর জানি আমাদের এই ট্রেডিং একাউন্ট এর লেভারেজ ১ঃ৫০ নিতে হবে। আর আপনি যদি এই লেভারেজ নিতেন তাহলে আপনি এত ডলার হয়তো প্রফীট করতে পারতেন না। কারন ফোরাম পোস্টিং এর বোনাস টা দেয়া হয় নতুন ট্রেডার এর ট্রেড শেখার জন্য। তারপর ও আপনার প্রশ্নের ভাল জবার হয়তো ফোরাম মডারেটর রাই ভাল দিতে পারবে।

expkhaled
2018-06-03, 11:25 AM
আমার যা মনে হয় আপনার একাউন্ট এর লেভারেজ বেশি ছিল।কারন আমি যত দূর জানি আমাদের এই ট্রেডিং একাউন্ট এর লেভারেজ ১ঃ৫০ নিতে হবে। আর আপনি যদি এই লেভারেজ নিতেন তাহলে আপনি এত ডলার হয়তো প্রফীট করতে পারতেন না। কারন ফোরাম পোস্টিং এর বোনাস টা দেয়া হয় নতুন ট্রেডার এর ট্রেড শেখার জন্য। তারপর ও আপনার প্রশ্নের ভাল জবার হয়তো ফোরাম মডারেটর রাই ভাল দিতে পারবে।

আপনি মনে হয় মামুন ভাই এর ব্যপারে জানেন না। তিনি অনেক পুরানো একজন সদস্য এই ফোরামের এবং অনেক অভিজ্ঞ। তিনি সবাইকে আরও শিক্ষা দেন কিভাবে ভালভাবে ফোরাম ট্রেড করতে হবে। তার লিভারেজ কখনও কম-বেশী হবে না এটা নিশ্চিত। তবে অন্য কোন কারণ থাকতে পারে। তবে আমি বা আমরা বলবো যেহেতু তিনি একজন অভিজ্ঞ ট্রেডার এবং অত্যান্ত পুরানো একজন ফোরাম লেখক এবং যথেষ্ঠ জ্ঞান সম্মৃদ্ধ পোষ্ট লেখেন তাই তার একাউন্টের যেন কোন প্রকারের সমস্যা না হয়। তাহলে অনেকের ফোরামের উপর থেকে আস্থা উঠে যাবে। কতৃপক্ষের নিকট আবেদন মামুন ভাইয়ের একাউন্টের ব্যপারে যথাযথ কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। ধন্যবাদ

alamsat
2018-06-03, 03:42 PM
প্রিয় মামুন ভাই আপনার কথা শুনে অনেক খারাপ লাগছে। কারন আপনি ফোরামের একজন সিনিয়র এবং খুব ভাল একজন পোষ্ট লেখক। আমি এটি বুঝতে পারছি না কেন আপনার একাউন্ট ব্লক হল। হয়ত কোন ভুলের কারনে আপনার একাউন্ট টি ব্লক হয়েছে। কিন্তু যেহেতু আমরা বোনাস ডলার দিয়ে ট্রেড করি সেহেতু আমাদের কোন সমস্যার সমাধান না ও হতে পারে। তাই আমি বলি কি যা হয়েছে ভুলে যান আবার নতুন করে লেখালিখি শুরু করেন।

Mamun13
2018-06-04, 09:12 AM
আমার এই একাউন্টটির বয়স হচ্ছে তিন বছর এবং শুরু থেকে এখন পর্যন্ত এর লিভারেজ 1:50 এর কম/বেশি পরিবর্তন করা কোনোও প্রয়োজন হয় নাই বা করি নাই৷একাউন্ট ডিজেবল হওয়ার যতগুলো শর্ত আমার জানা রয়েছে সেগুলো হলো-# ঐ একাউন্ট টি একাধিক ফোরামে বোনাস নেওয়ার উদ্দেশ্যে যদি সংযুক্ত থাকে৷#ফোরামে একই ব্যাক্তির এবং একই আই.পি (ডিভাইস) থেকে যদি একাধিক প্রোফাইল বা ফোরাম পোষ্টিং আই.ডি ব্যাবহার করা হয়৷#আপনার একটি ট্রেডিং একাউন্টের বোনাস সহ প্রফিট যদি অন্যের নামের কোনোও একটি ট্রেডিং একাউন্টে উইথড্রো বা ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠান তাহলেও আপনার নিজের বর্তমান ট্রেডিং একাউন্ট ডিজেবল হতে পারে৷#নিউজ আওয়ারে যদি বড় ভলিয়ম দিয়ে অল্প সময়ে ট্রেড করে প্রচুর প্রফিট করে সেই প্রফিট যদি উইথড্রো রিকোয়েস্ট করেন৷# কারেন্সী বাদে গোল্ড বা অন্যান্য কমোডিটি দিয়ে যদি ট্রেড করেন৷#সবগুলো রানিং ট্রেড যদি ক্লোজ করে নেওয়া না হয় তাহলে৷#প্রায়ই যদি বড় বড় ভলিয়ম দিয়ে ট্রেড করেন৷#সম্পূর্ণ প্রফিট একসাথে যদি উইথড্রো রিকোয়েস্ট করেন তাহলে৷#আপনার এই ট্রেডিং একাউন্টে যদি কখোনোও কোনোও ডিপোজিট না করেন তাহলে৷#ডিপোজিট করার ঐ নির্ধারিত লিংক ব্যাতীত অন্য নতুন কোনো লিংকে যদি উইথড্রো রিকোয়েস্ট করেন৷কেউ ই বিশ্বাস করুক বা না করুক আমি এগুলোর কোনোও একটিও ত্রুটি বা শর্তখেলাপ করি নাই এবং আমার ট্রেডিং পরিবার ইন্সটাফরেক্স ব্রোকার বা আমার শ্রদ্ধ্যেয় ফোরাম মডারেটরগণ কেউ ই এসব দোষ আমার ক্ষেত্রে প্রমাণ করতে পারলে অন্তত মনকে সান্তনা দিতে পারতাম৷আমার এই ট্রেডিং একাউন্টে আমি একটানা দীর্ঘ তিন বছর ট্রেড করেছি,দুইবার ডিপোজিটও করে ট্রেড করেছি কিন্তু এই একাউন্ট থেকে কখোনোও ১ ডলারও উইথড্রো রিকোয়েস্ট করি নাই৷লিভারেজও শুরু থেকেই 1:50 ছিল৷আমি 0.01 ও 0.03 ভলিয়মে বেশিরভাগ সময় ট্রেড করেছি৷গত দিনগুলোতে এই একাউন্টে মোট লস করেছিলাম ৮০০+ ডলার৷এই লস রিকোভার করে গত তিন মাসে ধারাবাহিক প্রফিট করে এই পর্যন্ত মোট ব্যালেন্স হয়েছিল ৪৫০০ ডলার৷অর্থাৎ নীট প্রফিট হয়েছিল-৩৬০০+ এই প্রফিটের মাত্র ১১১ ডলার উইথড্রো রিকোয়েস্ট করতেই একাউন্ট ডিজেবল হয়ে গেল ! আমি খুবই আবাক হয়েছি৷ ইন্সটাফরেক্স এ আমার যথেষ্ঠ আস্হা রয়েছে-তারা তাদের নিয়ম-নীতিতে খুবই কঠোর,আমার ভালোই লাগে৷ইন্সটায় আমি শুরু থেকেই এখন পর্যন্ত একটানা নিয়মিত ডেমো কনটেষ্ট করেছি৷সম্ভবত ১৯ বার বিভিন্ন কনটেস্টে প্লেইস পেয়েছি, প্রাইজমানি পেয়েছি, প্রশংসিতও হয়েছি৷এখানে আমার প্যাম একাউন্টও রয়েছে৷তাই আমার অনাস্হার কোনো কারন নাই৷বহু প্রফিট লস করেছি তাতে কোনোও দুঃখ কষ্ট নাই,দুঃখ হলো আমার একাউন্ট ডিজেবল হওয়ার সুনির্দিষ্ট কারন টা কেউই বললো না৷ইন্সটাফরেক্স টীম বা মডারেটর বা স্কাইপী সাপোর্ট বা আমাদের দেশীয় আই.বি কেউ ই আপনারা আমার অপরাধ ব্যাখ্যা করলেন না৷নিজের অপরাধ আসামী সুস্পষ্ঠ না জানলে সে অসন্তুষ্ঠ চিত্তে শাস্তি গ্রহন করে৷আমি প্রচুর ট্রেড করেছিলাম-0.01 এবং 0.03 ভলিয়ম দিয়ে একটানা usd/jpy,usd/cad,eur/usd,gbp/usd,nzd/usd,gbp/jpy,eur/jpy ইত্যাদি পেয়ারে বিরতীহীন ভাবে৷প্রচুর প্রফিট করেছিলাম-সম্ভবত এটাই আমার অপরাধ৷কিন্তু ফোরাম বা ব্রোকার বা আপনাদের কারোও সাথে কোনোও প্রকার প্রতারণা করি নাই৷

Mamun13
2018-06-07, 09:05 AM
আমার ট্রেডিং একাউন্ট 1558731 ডিজেবল করে দেওয়ার পর আমি ইন্সটাফরেক্সের সাথে বেশ কয়েকবার মেইল করেছি অথচ তাদের কাছ থেকে ডিজেবল হওয়ার কারন বা কোনো প্রকার ব্যাখ্যা জানতে পারি নাই৷আমাদের ফোরামের মডারেটরগণ আমাকে নির্দেশনা দিয়েছিল এন্টিফ্রড ডিপার্টমেন্টে যোগাযোগ করার জন্য৷আমি তাদের কথামত ঐ ডিপার্টমেন্টে যোগাযোগ করেছি কিন্তু আমাকে কোনো প্রকার ব্যাখ্যা দেয় নাই৷তবে ইন্সটাফরেক্সের support team থেকে আমাকে বলেছে তারা যে কোনোও সময় আমাদের এই বোনাস দেওয়াকে বাতিল করতে পারে,প্রফিট উইথড্রো বাতিল করতে পারে,এমনকি তারা তাদের ইচ্ছামত যে কোনোও সময় আমাদের এই ট্রেডিং অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে-এটা সম্পূর্ণই তাদের নিজেদের ইচ্ছা৷এই কথাতে পরিষ্কার বুঝা যায় তারা তাদের দয়া-দাক্ষিণ্যের জন্যই আমাদেরকে এই বোনাস দিয়ে ট্রেড করার সুযোগ করে দিয়েছে৷তাই তারা তাদের ইচ্ছামত যখন-তখন বোনাস বাতিল,প্রফিট উইথড্রো বাতিল,অ্যাকাউন্ট ব্লক করতে পারে এবং কোনো কারণ তারা দর্শাতে বা ব্যাখ্যা করতে বাধ্য নয়৷বিষয়টা অবশ্যই আমাদের জন্য নিরুৎসাহ এবং দুঃখজনক৷

FXBD
2018-06-07, 06:15 PM
যদি আপনি কোন অপরাধ না করে থাকেন তাহলে সেটা চ্যালেঞ্জ করে পুনরায় বোনাস এবং বোনাসের প্রফিট ফিরে পাবার সুযোগ আছে। তবে তার আগে আপনার বোনাস স্ট্যাটিসটিক্স কত ডলার প্রফিট উইড্রো করা যাবে দেখেছিলেন এবং আপনার কি আরও অ্যকাউন্ট আছে কিনা, যেটা ব্যবহার করে ফোরাম থেকে বোনাস পান সেটা আমাকে একটু জানাবেন। কেননা উইড্রো দিলে তাদের একটি স্বয়ংক্রিয় সিষ্টেমের এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে, এমনকি যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও ডিপোজিট করে না এবং শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়ে ট্রেড করে তাদেরও সনাক্ত করে তাদের অ্যকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ডিজেবল করে।

Mamun13
2018-06-07, 10:50 PM
যদি আপনি কোন অপরাধ না করে থাকেন তাহলে সেটা চ্যালেঞ্জ করে পুনরায় বোনাস এবং বোনাসের প্রফিট ফিরে পাবার সুযোগ আছে। তবে তার আগে আপনার বোনাস স্ট্যাটিসটিক্স কত ডলার প্রফিট উইড্রো করা যাবে দেখেছিলেন এবং আপনার কি আরও অ্যকাউন্ট আছে কিনা, যেটা ব্যবহার করে ফোরাম থেকে বোনাস পান সেটা আমাকে একটু জানাবেন। কেননা উইড্রো দিলে তাদের একটি স্বয়ংক্রিয় সিষ্টেমের এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে, এমনকি যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও ডিপোজিট করে না এবং শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়ে ট্রেড করে তাদেরও সনাক্ত করে তাদের অ্যকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ডিজেবল করে।

ভাই,অবিশ্বাস্য হলেও সত্য যে আমার এই একটি মাত্র ট্রেডিং একাউন্ট-1558731 (ভেরিফাইড) সংযুক্ত ছিল এবং এই একটি একাউন্ট এই ফোরাম ব্যাতীত অন্য কোনো ফোরামে সংযুক্ত করি নাই৷এই একটি ফোরামে আমার একটি আইপি থেকেই একটি মাত্রই সংযুক্ত একাউন্ট 1558731 যাতে গত তিন বছর যাবত নিয়মিত বোনাস পেয়েছি এবং প্রাপ্ত বোনাস দিয়েই প্রতিমাসে ট্রেড করেছি৷গত তিন বছরে এই একাউন্টে লস করেছিলাম-৮০০ ডলারের কিছু বেশি৷গত তিন মাসে প্রফিট করেছি প্রায় ৪,৫০০ ডলারের মতো৷পূর্বের মোট লস রিকোভার করে নীট প্রফিট হয়েছিল প্রায় ৩,৭০০ ডলারের মতো৷আমি যখন সবগুলো রানিং ট্রেড ক্লোজ করেছিলাম তখন আমার এই একাউন্টের "বোনাস স্ট্যাটিসটিক্সের লিংকে"- Available for withdrawal (without bonus) এবং Available for withdrawal (with bonus safe) এই দুটিতেই-প্রায় ৩,৭০০ ডলারের মতো ছিল৷আমি জানি অবশ্যই এটাই উইথড্রোবেল ব্যালেন্স৷এই ব্যালেন্স দেখেই আমি মাত্র ১১১ ডলার উইথড্রো রিকোয়েস্ট পাঠাইছিলাম৷আর আমার এই একাউন্টটিতে পূর্বে দুইবার ১০ ডলার করে ডিপোজিটও করেছিলাম৷আপনি আমার উপরের লেখাগুলো কয়েকবার মনোযোগ দিয়ে পড়লে আরোও পরিষ্কার বুঝতে পারবেন- "আমি নিয়ম বর্হিভূত ট্রেড করি নাই,শুধু প্রফিট করেছিলাম প্রচুর পরিমান,সর্বদাই লিভারেজ ছিল 1:50,ভলিয়ম ছিল-0.01 এবং 0.03,শুধুমাত্র কারেন্সী পেয়ারগুলোতেই ট্রেড করেছিলাম৷আমি যা যা বলছি তা 100% সত্য৷এখন বলুন আপনি আমার এই সমস্যা জানার পর কী করতে পারবেন যেখানে মডারেটরগণ চুপচাপ বসে আছেন৷আর আমি এন্টিফ্রড ডিপার্টমেন্টে দুই বার চেষ্টা করেও এখোনোও কোনোও সমাধান বা কোনোও উত্তর পাই নি৷

Hredy
2020-03-23, 01:10 PM
আমার যা মনে হয় আপনার একাউন্ট এর লেভারেজ বেশি ছিল।কারন আমি যত দূর জানি আমাদের এই ট্রেডিং একাউন্ট এর লেভারেজ ১ঃ৫০ নিতে হবে। আর আপনি যদি এই লেভারেজ নিতেন তাহলে আপনি এত ডলার হয়তো প্রফীট করতে পারতেন না। কারন ফোরাম পোস্টিং এর বোনাস টা দেয়া হয় নতুন ট্রেডার এর ট্রেড শেখার জন্য। তারপর ও আপনার প্রশ্নের ভাল জবার হয়তো ফোরাম মডারেটর রাই ভাল দিতে পারবে।

amreta
2020-03-23, 07:13 PM
ফোরামে আমার দীর্ঘদিনের সংযুক্ত ট্রেডিং একাউন্ট - 1558731, এটি ডিজেবল করা হয়েছে কী কারণে বুঝলাম না৷আমি ফোরামে দীর্ঘদিন যাবৎ নিয়মিত একটানা এই একাউন্টে পোষ্টিং বোনাস দিয়ে ট্রেড করে আসছিলাম৷আমার টোটাল প্রফিট হয়েছে ৩৬০০+ ডলার৷এর মধ্যে মাত্র ১১১ ডলার উইথড্রো রিকোয়েষ্ট পাঠাইছিলাম গেল সপ্তাহে৷তাতেই একাউন্ট ডিজেবল ? এখানে আমার দোষটা কী ছিল ? জানতে চেয়েছি ইন্সটাফরেক্সের এন্টিফ্রড ডিপার্টমেন্টে৷ কিন্তু তারা কোনোও ব্যাখ্যা দেয়নি৷আমি আমার জানামতে কোথাও কোনোও শর্তখেলাপ করি নাই৷তাহলে আমার দোষ কী ? এই সমস্যার কোনোও কারণও আমি জানতে পারবো না কেন ? শাস্তি পেলাম অথচ আমার অপরাধ কী ছিল তাও জানতে পারলাম না !!ফোরামেও জানিয়েছি অথচ মডারেটরগনও আমাকে আমার দোষ বলে না৷এই শাস্তি আমি কী ভাবে মেনে নিবো ? আমার একাউন্ট ডিজেবল হওয়ার বিষয়ে জানালে সন্তুষ্ঠ হতে পারতাম৷আমি ফোরামে সকল সদস্যের উদ্দেশ্যে সর্বদাই নিয়মিত প্ররণা দায়ক,বাস্তব সম্মত,উৎসাহপূর্ণ,ত থ্যবহুল ও কার্যকরী পোষ্ট লিখে থাকি৷এই জন্য আমার সুনাম ও সুখ্যাতিও রয়েছে৷অথচ আমার ট্রেডিং একাউন্টই এখন ডিজেবল !! এটাই কী আমার পুরষ্কার !!!

তেরা নম্বর আগর ফরেক্স মেইন কাম্যব হোনা চাহতা হ্যায় তো ওয়াহ ইসমিন মেহনাত কে পীর কাবি ভি কামিয়াবি হাসিল না কর পেইগা নাহী র আছা লাভ ভী কামা সাকতে হৈ

FRK75
2021-04-05, 09:20 AM
আপনার একাউন্ট এর লেভারেজ বেশি ছিল।কারন আমি যত দূর জানি আমাদের এই ট্রেডিং একাউন্ট এর লেভারেজ ১ঃ৫০ নিতে হবে। আর আপনি যদি এই লেভারেজ নিতেন তাহলে আপনি এত ডলার হয়তো প্রফীট করতে পারতেন না। কারন ফোরাম পোস্টিং এর বোনাস টা দেয়া হয় নতুন ট্রেডার এর ট্রেড শেখার জন্য। তারপর ও আপনার প্রশ্নের ভাল জবার হয়তো ফোরাম মডারেটর রাই ভাল দিতে পারবে।

Mas26
2021-04-05, 10:07 AM
আমার মনে হয় না যে প্রফিট বেশি হওয়ার কারণে আপনাকে ব্যান করা হয়েছে। আসলে আমার ধারণা আছে অন্য কোন সমস্যা হওয়ার কারণে আপনাকে হয়তো বা ব্যান্ড করা হয়েছে। আপনি সম্মানিত মডারেটরদের সাথে খুব ভালোভাবে আলোচনা করে দেখতে পারেন তারা কি সমাধান দিয়ে থাকেন। প্রয়োজনে আপনি মেইল করে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে তারা কি বলতে চায় লাইভ চ্যাটিং এর মাধ্যমে আপনি চেষ্টা করে দেখতে পারেন।
কারন ফোরাম পোস্টিং এর বোনাস টা দেয়া হয় নতুন ট্রেডার এর ট্রেড শেখার জন্য। তারপর ও আপনার প্রশ্নের ভাল জবার হয়তো ফোরাম মডারেটরারা ভাল দিতে পারবে।

FRK75
2021-10-09, 02:31 PM
কোন অপরাধ না করে থাকেন তাহলে সেটা চ্যালেঞ্জ করে পুনরায় বোনাস এবং বোনাসের প্রফিট ফিরে পাবার সুযোগ আছে। তবে তার আগে আপনার বোনাস স্ট্যাটিসটিক্স কত ডলার প্রফিট উইড্রো করা যাবে দেখেছিলেন এবং আপনার কি আরও অ্যকাউন্ট আছে কিনা, যেটা ব্যবহার করে ফোরাম থেকে বোনাস পান সেটা আমাকে একটু জানাবেন। কেননা উইড্রো দিলে তাদের একটি স্বয়ংক্রিয় সিষ্টেমের এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে, এমনকি যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও ডিপোজিট করে না এবং শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়ে ট্রেড করে তাদেরও সনাক্ত করে তাদের অ্যকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ডিজেবল করে।

samun
2021-10-14, 10:38 AM
বর্তমান সময়ে ফরেক্স থেকে অনেককেই এমন শাস্তি দেওয়া হচ্ছে । এর আসল কারণ সম্পর্কে তারাও অবগত নন। কিন্তু এর মূল কারণ যদি তারাও বলতে না পারে একটি সময় কোন ট্রেডার ফরেক্সে এর উপর বিশ্বাস থাকবে না । এছাড়া নতুন কোন ট্রেডার ফরেক্সে আসার কোন প্রকার আগ্রহ প্রকাশ করবে না। তাই কর্তৃপক্ষের এমন আচরণ করার যথাযথ কারণ উল্লেখ করে আরোও সুন্দর ভাবে ফরেক্সকে নিয়মের ভিতরে পরিচালনা করার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

Smd
2022-02-06, 10:24 PM
আমি যত দূর জানি আমাদের এই ট্রেডিং একাউন্ট এর লেভারেজ ১ঃ৫০ নিতে হবে। আর আপনি যদি এই লেভারেজ নিতেন তাহলে আপনি এত ডলার হয়তো প্রফীট করতে পারতেন না। কারন ফোরাম পোস্টিং এর বোনাস টা দেয়া হয় নতুন ট্রেডার এর ট্রেড শেখার জন্য। তবে তার আগে আপনার বোনাস স্ট্যাটিসটিক্স কত ডলার প্রফিট উইড্রো করা যাবে দেখেছিলেন এবং আপনার কি আরও অ্যকাউন্ট আছে কিনা, যেটা ব্যবহার করে ফোরাম থেকে বোনাস পান সেটা আমাকে একটু জানাবেন। কেননা উইড্রো দিলে তাদের একটি স্বয়ংক্রিয় সিষ্টেমের এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে।

Starship
2022-02-07, 03:04 PM
আপনার এত বড় একটা এমাউন্টের একাউন্ট হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ব্যান হওয়া টা খুবই দুঃখজনক। তার মধ্যে উক্ত কারণটি যদি আপনি না জানতে পারেন তাহলে আরও কষ্ট দায়ক কষ্টদায়ক। পোষ্ট করে ব্যালেন্স জমিয়ে রেখে ট্রেড করি কিন্তু সেই একাউন্টে যদি ব্যান হয়ে যায় তাহলে সেটা বোঝানোর মত নয়। তবে কেন একাউন্টে ব্যান হয়েছে সেটা ফোরাম বা ইন্সটাফরেক্স কর্তৃপক্ষের কাছে সঠিক কারণ জানানোর উচিত ছিল।