PDA

View Full Version : ফিউচারস সিএফডি ট্রেডিং



FXBD
2018-06-03, 03:47 PM
ফিউচারস সিএফডি ট্রেডিং এমন একটি সিস্টেম যেখানে ট্রেডার ব্রেকারের মাধ্যম্যে কোন উৎপাদনজাত পণ্য, খনিজ সম্পদ, কোন কারেন্সি এবং কোন স্টক এক্সচেঞ্জ এর ইন্ডেক্সের ভবিষ্যতের পূর্বনির্ধারিত মূল্য এবং তারিখের ভিত্তিতে লেনদেন করে থাকেন। এছাড়াও অন্যান্য বিশদ বিবরণ (প্যাকেজ, অঙ্কন, পরিমাণ) ফিউচারস কন্ট্রাক্ট স্পেসিফিকেশনে উল্লেখ করা থাকে। যেহেতু ফিউচারের কন্ট্রাক্টগুলির বৈধতার মেয়াদ ও কন্ট্রাক্ট এর আকারে অনুসারে উপস্থাপন করা হয় তাই এগুলো সহজেই লেনদেন করা যায়।
বিস্তারিত দেখুন: https://www.instaforex.com/bd/futures_trading

Mamun13
2018-08-14, 08:49 AM
C.F.D এবং Futures ট্রেডিং করতে হলে প্রচুর ব্যালেন্সের প্রয়োজন হয়৷পাশাপাশি দীর্ঘদিনের পর্যাপ্ত বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয়৷আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন আসছি তাদেরকে শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট কারেন্সি পেয়ারে ট্রেড করা উচিত৷ফরেক্স ব্যবসায় C.F.D এবং Futures এর মত এত বিশাল ব্যবসায় শুরুতেই না আসা উচিত৷C.F.D এবং Futures ব্যবসা সাধারণত অনেক বড় বড় ফিনান্সিয়াল কোম্পানিগুলো করে থাকে৷এখানে আমাদের মত অতি ক্ষুদ্রাতিক্ষুদ্ ট্রেডারগণ তেমন কোনোও সুবিধা করতে পারে না৷তাই C.F.D এবং Futures প্রকৃতপক্ষে সকলের জন্য প্রযোজ্য নয়৷

alamsat
2018-08-14, 09:06 PM
C.F.D এবং Futures ট্রেডিং করতে হয়ত অনেক ব্যালেন্স লাগে তাই এই ব্যাবসায় আমাদের নাক গলানো মোটেও ঠিক নয়। আমরা সামান্য পুজি নিয়ে ফরেক্স এ ট্রেড করছি এটাই আমাদের অনেক পাওয়া। আর এখানে লস হলেও অনেক বড় ধরনের লস হতে পারে। আর আমাদের পক্ষে এতবড় লস বহন করা সম্ভব নয়। তাই এই মার্কেট আমাদের মত ছোট ট্রেডারদের জন্য নয়।

saraa
2020-03-16, 11:58 AM
বিশেষজ্ঞ ব্যবসায়ী লোকসানের আশঙ্কা না করার কারণটি হ'ল তিনি নিজের অর্থ পরিচালনার কৌশলগুলিতে পূর্ণ আত্মবিশ্বাসী কারণ সঠিক অর্থ পরিচালন ব্যতিরেকে কোনও ফরেক্স ট্রেড নেই। মনে রাখবেন বিশেষজ্ঞ ব্যবসায়ীরা যারা ট্রেডিংয়ে বছর ব্যয় করেন না তবে বিশেষজ্ঞ ব্যবসায়ীরা হলেন তারা যারা ট্রেডিংয়ের পিছনে গণিত জানেন এবং তারা জানেন যে তারা কী বিনিয়োগ করছেন এবং কী লাভের জন্য তারা কতটা ঝুঁকি নিচ্ছেন।