View Full Version : মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে ধারনা
alamsat
2018-07-23, 01:11 PM
আমরা যারা ফরেক্স এ ট্রেড করছি তাহাদের মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে জানাটা অনেক জরুরী কারন মার্কেট বর্তমানে কোন অবস্থায় আছে এবং একটু পরে কোন দিকে যেতে পারে এ বিষয়ে জানতে না পারলে ভাল ট্রেড ধরা যায় না। এ বিষয়ে জানতে আমরা Stochastic ইন্ডিকেটরটি ব্যবহার করতে পারি এ ইন্ডিকেটরটি ব্যবহার করে আমরা বুঝতে পারব এখন মার্কেট নিচে আছে নাকি উপরে আছে যদি মার্কেট উপরে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে মার্কেট নিচে নামতে শুরু করবে সুতরাং আমাদের এখন সেল ট্রেড নিতে হবে এমন করে মার্কেট নিচে থাকলে বাই ট্রেড নিতে হবে তাই এই ইন্ডিকেটরটি ফরেক্স ট্রেড এর মুভমেন্ট সম্পর্কে বেশ ভাল একটি ধারনা দিয়ে থাকে।
DhakaFX
2018-07-23, 05:10 PM
মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারানার জন্য কারেন্সীর মুভমেন্ট এর উপর ধারনা থাকতে হবে। সাধারনত ফরেক্স মার্কেটে কোন দেশের অর্থনীতি শক্তিশালী হলে সেই দেশের কারেন্সীর মান বৃদ্ধি পায় এবং অর্থনীতি দূর্বল হলে সেই দেশের কারেন্সীর মান হ্রাস পায় যাকে আমরা মুভমেন্ট বলি। আসলে কোন দেশের অথনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সে দেশের কারেন্সি প্রাইজ উঠা-নামা বা মুভমেন্ট হয়ে থাকে। আর একটি দেশের কারেন্সীর মান পরিবর্তন হলে সেটা নির্ণয়ের জন্য অন্যান্য কারেন্সীর মান উঠানামা করে যেটা মার্কেট মুভমেন্ট।
riponinsta
2018-07-24, 11:53 AM
ফরেক্স মার্কেট এ খালি চার্ট দেখে ট্রেড করা অনেক ভাল হবে কারন এতে করে আপনি অনেক কিছু ভাল করে বুঝতে পারবেন তবে এটাও ঠিক খালি চার্ট দেখে ট্রেড করা শুরুর দিকে অনেক কঠিন কাজ তাই সবাই ইনডিকেটর দিয়ে ট্রেড করে থাকে তবে যারা শুরুর থেকে চার্ট দেখে ট্রেড করে তারা অনেক ভাল করে তাই আপনি যেই ভাবে ট্রেড করেন লাভ করতে পারলেই হবে
iloveyou
2018-07-24, 04:25 PM
ভাই এই মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আপনার প্রচুর ধারনা থাকতে হবে, না হলে আপনি এখানে কোন কিছুই করতে পারবেন না। সেজন্য আপনাকে অনেক সময় নিউজ এ্যানালাইসিস করতে হবে যে, কখন কোন নিউজের ইফেক্ট কোন কোন কারেন্সির উপর পড়ছে সেটা বুঝতে হবে। এছাড়াও সাধারণ ও স্বাভাবিক ভাবে মার্কেটের মুভমেন্ট সচরাচর কি রকম থাকে সেটাও আপনাকে অভজারবেশন করতে হবে।
rafiuqlislam
2018-07-24, 04:31 PM
ফরেক্স ট্রেডিংয়ে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে পারলে মার্কেটে সফলতা পাওয়া সম্ভব।কারন মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারনা না থাকলে মার্কেটে পফিট করা সম্ভব নয়।
Mamun13
2018-08-04, 08:58 AM
আলম ভাই,এখানে আপনি যত সহজ ভাবে আমাদেরকে এই বিষয়ে বলেছেন যে- একটিমাত্র indicator ব্যবহার করেই আমরা জানতে পারবো,বুঝতে পারবো যে market পরবর্তীতে কি ধরনের মুভমেন্ট করতে পারে ? আপনি যত সহজ ভাবে এখানে বলছেন আসলে বাস্তবে কখনই এত সহজে নিশ্চিত হওয়া সম্ভব হয় না৷তাহলে কেন শুধুমাত্র এই একটি ইন্ডিকেটর ব্যবহার না করে ট্রেডারগণ গাধার মত এত কষ্ট করে ফান্ডামেন্টাল এনালাইসিস করছেন,টেকনিক্যাল এনালাইসিস করছেন এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করছেন ??? তাই আমি আপনার এই বক্তব্যের সাথে কখনোই একমত হতে পারলাম না৷একটু লক্ষ্য করলেই দেখবেন যে এই স্টকাস্টিক ইনডিকেটরের মতো rsi indicator ঠিক এভাবেই একই বিষয় নির্দেশনা দিচ্ছে অর্থাৎ R.S.I লাইনটি যখন সর্বনিম্ন পর্যায়ে 20 লেভেলে থাকে তখন আমরা বুঝতে পারি মার্কেট এখন আপে যাবে আর যদি সর্বোচ্চ পর্যায়ে 80 লেভেলে থাকে তাহলে আমরা বুঝতে পারি মার্কেট প্রাইস এখন ডাউনে যাবে৷ ঠিক একইভাবে moving average অথবা ইত্যাদি MACD indicator একই ধরনের নির্দেশনা দিয়ে থাকে৷আমি আমার গত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি কোনোও প্রকার ইন্ডিকেটরই আমাদেরকে ভবিষ্যৎ মুভমেন্ট সম্পর্কে নিশ্চয়তা প্রদান করতে পারে না৷কারন ফরেক্স মার্কেটের মুভমেন্ট হচ্ছে 95 শতাংশ স্পেকুলেটিভ বা অনুমান নির্ভর৷এখানে এনালাইসিস করে করে একটা অনুমান করা হয় যে মার্কেট প্রাইস কখন আপে যাবে অথবা কখন ডাউনে যাবে ? কিন্তু এই বিষয়টা কখনোই কোনোও প্রকার ইন্ডিকেটরের নির্দেশনার ওপর নির্ভর করে না৷
SHARIFfx
2018-08-04, 04:13 PM
মুভিন এবারেজ ইন্ডিকেটর দিয়ে আপনি মার্কেট এর মুভমেন্ট এর দারনা পেতে পারেন। তাছাড়া মার্কেট ট্রেড বুজার একটি ইন্ডিকেটর আছে এটি দেখে আপনি মার্কেট ট্রেন্ড দরতে পারবেন। যারা কেন্ডেলের আছারন ভালো বুঝতে পারেন তারাও মার্কেট মুভমেন্ট বুজতে পারেন।
DhakaFX
2019-06-11, 05:25 PM
আর যা-ই করেন ফরেক্স ট্রেডে এন্ট্রি নিয়ে আপনি আপনার সৃষ্টিকর্তাকে কখোনও ডাকবেন না কারন যে সময় আপনি সহ একাধিক ট্রেডার একটি পেয়ারে বাই দিয়ে আপনার সৃষ্টিকর্তা কে ডাকছেন যেন মার্কেট উপরে যায়, ঠিক ওই একিই সময়ে বিপরীত পক্ষে লক্ষাধিক ট্রেডার সেল নিয়ে বসে আছে আর বলছে যে হে সৃষ্টিকর্তা মার্কেট কে মাটিতে মুখ থুবড়ে ফেলে দাও... এখন সৃষ্টিকর্তা বিশাল চাপে পড়ে গেছেন.. যদি বায়ার দের কথা শোনে তবে সেলার রা শেষ আর সেলার দের সাপোর্ট করলে বায়ার রা.. তাই সৃষ্টিকর্তা নিউট্রাল থেকে বলেন যে দেখি কার দম কতটুকু.. তাই অবিরাম চলতেই থাকে এই ট্যাগ ওফ ওয়ার বিট্যুইন বায়ার অ্যান্ড সেলার।
TanjirKhandokar1994
2019-06-11, 05:37 PM
মার্কেট মুভমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হলে প্রথমেই প্রয়োজন মার্কেট এনালাইসিস সম্পর্কে ভালো দক্ষ হওয়া। তাহলেই কেবল মার্কেট কোন দিকে মুভ করবে সেটা বুঝতে পারা যায়। যদি আপনি দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করেন তাহলে কখনও লসের সম্মুখীন হতে হবে না। যদিও বা লস হয় তাহলে সেটা খুবই কম পরিমাণে হলে এবং পরবর্তীতে সেটা পুষিয়ে নিতে পারবেন। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ কোন দিকে মার্কেট মুভ করবে সেটা বুঝতে হলে অবশ্যই আপনাকে এনালাইসিস করে ট্রেড করতে হবে। আর মার্কেট এনালাইসিস ভালো বুঝতে পারলে মার্কেট কোন দিকে মুভ করবে সেটা বুঝতে পারবেন ধন্যবাদ
samun
2019-06-11, 06:02 PM
মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারানার জন্য কারেন্সীর মুভমেন্ট এর উপর ধারনা থাকতে হবে।ফরেক্স মার্কেট এ খালি চার্ট দেখে ট্রেড করা অনেক ভাল হবে কারন এতে করে আপনি অনেক কিছু ভাল করে বুঝতে পারবেন তবে এটাও ঠিক খালি চার্ট দেখে ট্রেড করা শুরুর দিকে অনেক কঠিন কাজ তাই সবাই ইনডিকেটর দিয়ে ট্রেড করে থাকে তবে যারা শুরুর থেকে চার্ট দেখে ট্রেড করে তারা অনেক ভাল করে তাই আপনি যেই ভাবে ট্রেড করেন লাভ করতে পারলেই হবে।
samun
2019-06-11, 06:09 PM
মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারানার জন্য কারেন্সীর মুভমেন্ট এর উপর ধারনা থাকতে হবে।ফরেক্স মার্কেট এ খালি চার্ট দেখে ট্রেড করা অনেক ভাল হবে কারন এতে করে আপনি অনেক কিছু ভাল করে বুঝতে পারবেন তবে এটাও ঠিক খালি চার্ট দেখে ট্রেড করা শুরুর দিকে অনেক কঠিন কাজ তাই সবাই ইনডিকেটর দিয়ে ট্রেড করে থাকে তবে যারা শুরুর থেকে চার্ট দেখে ট্রেড করে তারা অনেক ভাল করে তাই আপনি যেই ভাবে ট্রেড করেন লাভ করতে পারলেই হবে।
jasminbd
2019-06-13, 04:44 PM
প্রতি সপ্তাহে কোন না কোন কারেন্সি পেয়ারে জন্য গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়া প্রকাশের সময়, আমরা কিছু হঠাৎ মুভমেন্ট দেখি। এই মুভমেন্ট সাধারণত বড় এবং কখনও কখনও ১০০ এর পিপস বেশি হয়। প্রশ্ন হলো আমরা কি এই মুভমেন্টের লং না শর্ট টাইম ট্রেড করব? যাইহোক, এর আগে আমি আপনাকে বলব যে হাই ভোলাটিলিটি কিভাবে ট্রেড নিতে হয়। যাইহোক, এর আগে আমি আপনাকে বলি যে পেশাদার ট্রেডাররা এই ধরনের সংবাদগুলি্তে ট্রেড করার চিন্তা করে না কিছু সুইং ট্রেডার ট্রেড করতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংবাদ ব্যবহার করে। তবে যারা নিউজের সময় ট্রেড নেয় তারা মুলত নিউজের মুভমেন্ট ব্যবহার করে ৫০ থেকে ৮০ পিপ্স নেয়ার আশার বসে থাকে। তাই যারা নিউজের সময় ট্রেড নিতে চান তারা শট টাইমে ট্রেড নিতে পারেন। আর সব চেয়ে বড় ব্যপার হল সাধারণত নিউজ প্রকাশের কয়েক ঘন্টা পরে, মার্কেট তার পূর্বের মুভমেন্ট অনুসরণ করে।
FRK75
2021-03-27, 12:37 PM
আপনি অনেক কিছু ভাল করে বুঝতে পারবেন তবে এটাও ঠিক খালি চার্ট দেখে ট্রেড করা শুরুর দিকে অনেক কঠিন কাজ তাই সবাই ইনডিকেটর দিয়ে ট্রেড করে থাকে তবে যারা শুরুর থেকে চার্ট দেখে ট্রেড করে তারা অনেক ভাল করে তাই আপনি যেই ভাবে ট্রেড করেন লাভ করতে পারলেই হবেতাই সবাই ইনডিকেটর দিয়ে ট্রেড করে থাকে তবে যারা শুরুর থেকে চার্ট দেখে ট্রেড করে তারা অনেক ভাল করে তাই আপনি যেই ভাবে ট্রেড করেন লাভ করতে পারলেই হবে।
Mas26
2021-03-27, 01:07 PM
মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারানার জন্য কারেন্সীর মুভমেন্ট এর উপর ধারনা থাকতে হবে। সাধারনত ফরেক্স মার্কেটে কোন দেশের অর্থনীতি শক্তিশালী হলে সেই দেশের কারেন্সীর মান বৃদ্ধি পায় এবং অর্থনীতি দূর্বল হলে সেই দেশের কারেন্সীর মান হ্রাস পায় যাকে আমরা মুভমেন্ট বলি। আসলে কোন দেশের অথনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সে দেশের কারেন্সি প্রাইজ উঠা-নামা বা মুভমেন্ট হয়ে থাকে। আর একটি দেশের কারেন্সীর মান পরিবর্তন হলে সেটা নির্ণয়ের জন্য অন্যান্য কারেন্সীর মান উঠানামা করে যেটা মার্কেট মুভমেন্ট। আসলে ফরেক্স মার্কেটে যদি কেউ কারেন্সির উপরে ট্রেড করে থাকেন তাহলে বিভিন্ন দেশের কারেন্সি নিউজ গুলো যেমন অর্থনৈতিক নিউজ গুলো ফলো করা উচিত। তাহলে হয়তো বা কিছুটা সফলতা অর্জন করা সম্ভব হবে বলে মনে করি।
EmonFX
2021-03-27, 03:08 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মার্কেটের মুভমেন্ট বুঝতে পারা অত্যন্ত জরুরী। মার্কেটের মুভমেন্ট বা ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারলে বেশিরভাগ ট্রেডেই প্রফিট করার সম্ভাবনা থাকে। তবে এই মুভমেন্ট বোঝার জন্য বিভিন্ন জন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। বেশিরভাগ ট্রেডার Moving Average, MACD, RSI ZigZag, Icihmoku ইত্যাদি ইন্দিকেটর ব্যবহার করে থাকেন। তবে আমি মনে করি না যে কোন ইন্ডিকেটর মার্কেটের ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট কোন ধারণা দিতে পারে। সব ধরনের ইন্ডিকেটর প্রিভিয়াস মার্কেটের একটা অ্যাভারেজ মাত্র। তবে শুরুর দিকে ট্রেডিং সম্পর্কে তেমন ধারনা থাকে না বিধায় ইনডিকেটরের সাহায্য নেয়া যেতে পারে। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বৃদ্ধি পেলে যথাসম্ভব ইন্ডিকেটর পরিহার করে ট্রেডিং করাই ভালো। আপনি যখন ফাঁকা চার্ট দেখে মার্কেট এনালাইসিস করে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন তখনই কেবল আপনি একজন প্রো লেভেল ট্রেডারে পরিণত হবেন।
KAZIMAJHARULISLAM
2021-03-27, 07:53 PM
আসলে ভাইয়া, আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন, ফরেক্স মার্কেট এর ভাষায় একে মার্কেট এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস বলা হয়ে থাকে। যেখানে মার্কেট বিশ্লেষণ করে, মার্কেটের বুলিশ মুড,বেয়ারিশ মুড, মার্কেট ট্রেন্ড, সাপোর্ট রেজিস্ট্যাস্ন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ করা হয়। এমনকি ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট সম্পর্কে ও ধারনা গ্রহণ করা হয়।আর ফরেক্স মার্কেটে টিকে থাকতে, কাঙ্খিত সফলতা অর্জন করতে,এ বিষয় গুলো অতীব জরুরি। কেননা মার্কেট ট্রেন্ড পরিবর্তনের সময়, আপনার একটি মাত্র ভুল সিদ্ধান্তই আপনার একাউন্ট জিরো করে দিতে পারে। তাই আমাদের সকলের উচিত,ট্রেডে এন্ট্রি নেওয়ার পূর্বে সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস ফলো করা।
Starship
2021-03-30, 08:54 PM
ফরেক্স ট্রেড করার জন্য আমাদের মার্কেট এনালাইসিস করা অতীব প্রয়োজন হয় যাতে করে আমরা মার্কেট সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা পেতে পারি বা ধারণা পেতে পারি। আর মার্কেট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা প্লান এ ধরনের ইন্ডিকেটর ব্যবহার করি পাশাপাশি বিভিন্ন ধরনের নিউজ এনালাইসিস করে মার্কেট সম্পর্কে ধারণা নেই। যাতে করে মার্কেট সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা হয় এবং সে অনুযায়ী আমরা ট্রেড করতে পারি। আরে মার্কেট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমাদের পর্যাপ্ত এনালাইসিস করতে হয় তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি।
Mas26
2021-03-31, 01:09 AM
মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আপনার প্রচুর ধারনা থাকতে হবে।। না হলে আপনি এখানে কোন কিছুই করতে পারবেন না। সেজন্য আপনাকে অনেক সময় নিউজ এ্যানালাইসিস করতে হবে যে, কখন কোন নিউজের ইফেক্ট কোন কোন কারেন্সির উপর পড়ছে সেটা বুঝতে হবে। এছাড়াও সাধারণ ও স্বাভাবিক ভাবে মার্কেটের মুভমেন্ট সচরাচর কি রকম থাকে সেটাও আপনাকে জানতে হবে। ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে আপনাকে আরো অনেক কিছুই জানতে হবে। যদি এগুলো সম্পর্কে আপনার খুব ভালো ধারনা থাকে তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন
একাধিক ট্রেডার একটি পেয়ারে বাই দিয়ে আপনার সৃষ্টিকর্তা কে ডাকছেন যেন মার্কেট উপরে যায়, ঠিক ওই একিই সময়ে বিপরীত পক্ষে লক্ষাধিক ট্রেডার সেল নিয়ে বসে আছে আর বলছে যে হে সৃষ্টিকর্তা মার্কেট কে মাটিতে মুখ থুবড়ে ফেলে দাও এখন সৃষ্টিকর্তা বিশাল চাপে পড়ে গেছেন যদি বায়ার দের কথা শোনে তবে সেলার রা শেষ আর সেলার দের সাপোর্ট করলে বায়ার রা। ফরেক্স মার্কেট এ খালি চার্ট দেখে ট্রেড করা অনেক ভাল হবে কারন এতে করে আপনি অনেক কিছু ভাল করে বুঝতে পারবেন তবে এটাও ঠিক খালি চার্ট দেখে ট্রেড করা শুরুর দিকে অনেক কঠিন কাজ তাই সবাই ইনডিকেটর দিয়ে ট্রেড করে থাকে ভালো ফলাফল করার জন্য।
FRK75
2021-10-06, 05:14 PM
সম্পর্কে ধারানার জন্য কারেন্সীর মুভমেন্ট এর উপর ধারনা থাকতে হবে। সাধারনত ফরেক্স মার্কেটে কোন দেশের অর্থনীতি শক্তিশালী হলে সেই দেশের কারেন্সীর মান বৃদ্ধি পায় এবং অর্থনীতি দূর্বল হলে সেই দেশের কারেন্সীর মান হ্রাস পায় যাকে আমরা মুভমেন্ট বলি। আসলে কোন দেশের অথনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সে দেশের কারেন্সি প্রাইজ উঠা-নামা বা মুভমেন্ট হয়ে থাকে। আর একটি দেশের কারেন্সীর মান পরিবর্তন হলে সেটা নির্ণয়ের জন্য অন্যান্য কারেন্সীর মান উঠানামা করে যেটা মার্কেট মুভমেন্ট।
Mas26
2021-10-06, 05:53 PM
ফরেক্স ট্রেডিংয়ে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে পারলে মার্কেটে সফলতা পাওয়া সম্ভব।কারন মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারনা না থাকলে মার্কেটে পফিট করা সম্ভব নয়।সাধারনত ফরেক্স মার্কেটে কোন দেশের অর্থনীতি শক্তিশালী হলে সেই দেশের কারেন্সীর মান বৃদ্ধি পায় এবং অর্থনীতি দূর্বল হলে সেই দেশের কারেন্সীর মান হ্রাস পায় যাকে আমরা মুভমেন্ট বলি। আমি আমার গত 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি কোনোও প্রকার ইন্ডিকেটরই আমাদেরকে ভবিষ্যৎ মুভমেন্ট সম্পর্কে নিশ্চয়তা প্রদান করতে পারে না৷আসলে কোন দেশের অথনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সে দেশের কারেন্সি প্রাইজ উঠা-নামা বা মুভমেন্ট হয়ে থাকে।
FRK75
2021-12-03, 10:13 PM
মুভমেন্ট সম্পর্কে ধারানার জন্য কারেন্সীর মুভমেন্ট এর উপর ধারনা থাকতে হবে। সাধারনত ফরেক্স মার্কেটে কোন দেশের অর্থনীতি শক্তিশালী হলে সেই দেশের কারেন্সীর মান বৃদ্ধি পায় এবং অর্থনীতি দূর্বল হলে সেই দেশের কারেন্সীর মান হ্রাস পায় যাকে আমরা মুভমেন্ট বলি। আসলে কোন দেশের অথনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সে দেশের কারেন্সি প্রাইজ উঠা-নামা বা মুভমেন্ট হয়ে থাকে। আর একটি দেশের কারেন্সীর মান পরিবর্তন হলে সেটা নির্ণয়ের জন্য অন্যান্য কারেন্সীর মান উঠানামা করে যেটা মার্কেট মুভমেন্ট।
FRK75
2022-02-24, 11:27 PM
মুভমেন্ট সম্পর্কে ধারানার জন্য কারেন্সীর মুভমেন্ট এর উপর ধারনা থাকতে হবে। সাধারনত ফরেক্স মার্কেটে কোন দেশের অর্থনীতি শক্তিশালী হলে সেই দেশের কারেন্সীর মান বৃদ্ধি পায় এবং অর্থনীতি দূর্বল হলে সেই দেশের কারেন্সীর মান হ্রাস পায় যাকে আমরা মুভমেন্ট বলি। আসলে কোন দেশের অথনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সে দেশের কারেন্সি প্রাইজ উঠা-নামা বা মুভমেন্ট হয়ে থাকে। আর একটি দেশের কারেন্সীর মান পরিবর্তন হলে সেটা নির্ণয়ের জন্য অন্যান্য কারেন্সীর মান উঠানামা করে যেটা মার্কেট মুভমেন্ট।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.