View Full Version : বার বার কেনো আমরা ফরেক্স একই ভুল করি লস করি
Sohagzaman22
2020-01-14, 11:29 PM
ফরেক্স আমরা নতুনরা বার বার একই ভুল করি লস করি আর সেটা হলো বড় লটে ট্রেড ওপেন করি আর মানিম্যানেজম্যান না মেনে চলি ফলে একাউন্ট শুন্য করে ফেলি। এটা আমরা বার বার করি আমি মোট ২৫ বার উপর একাউন্ট শুন্য করছি এখন আর বড়ে লটে ট্রেড করি না আর তাই লেভারেজ ১ঃ৫০ ব্যবহার করি ফলে একাউন্ট সেভ থাকে
MdRubelShaikh
2020-01-15, 07:44 AM
ফরেক্স ট্রেডিং অনেক কিটিক্যাল ব্যবসা।এই ফরেক্স ব্যবসা করতে হলে আমাদের লোভ করা যাবেনা।ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে অনেক ধর্য্য ধরতে হবে।বার বার একই ভূল করা যাবেনা।ভূল থেকে শিক্ষা নিয়ে আমাদের ফরেক্স ব্যবসা করতে হবে।
SHARIFfx
2020-01-15, 11:40 AM
আমাদের ফরেক্সে সবচেয়ে বড় ভুল লোভ করে ফেলি, মানিমেনেজমান্ট না করে ট্রেড করি। রিস্ক বেশি নিয়ে পেলি। ডেইলি’র ট্রেড ডেইলি ক্লোজ করি না। ট্রেড অপেন করে টিপি আর স্টোপ লস ইউস করি না। কম লাভে ট্রেড ক্লোজ করি আর বেশি লসে ট্রেড ক্লোজ করি। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস ভালো করে খেয়াল করি না।
alamsat
2020-01-15, 12:22 PM
আসলে লোভ আমাদের ঠিক থাকতে দেয় না যখন আমরা ছোট লটে ট্রেড করি তখন প্রফিটরে পরিমান অনেক কম হয় তাই মনে হয় যদি বড় লটে ট্রেড টি করতাম তাহলে অনেক বেশি প্রফিট করতে পারতাম। ফলে ছোট লট পরিহার করে বড় লটে পুনরায় ট্রেড শুরু করে দেই ফলে আবারও সেই একই পরিনতি লস এবং সাথে সাথে একাউন্ট শুন্য। আমি এ পর্যন্ত কতবার যে একাউন্ট শুন্য করেছি তার ঠিক নেই। কারন একটি বড় লট এবং লসের ট্রেডগুলি বেশি সময় ধরে রাখা যদি লসের ট্রেডগুলি কম লসে ক্লোজ করার অভ্যাস গড়ে তোলা যাই তাহলে একাউন্ট কখনও শুন্য হবে না। আর ব্যালেন্স থাকলে লসও রিকোভারি করা যাই।
IFXmehedi
2020-01-15, 11:46 PM
ভুল তো মানুষই করে ভাই । আর ফরেক্স ট্রেডিং কোন ফিক্সড জ্ঞানের উপরে নির্ভর করে না , প্রতিনিয়ত মার্কেট পরিবর্তন হয় । আর এই পরিবর্তনের সাথে যদি নিজেকে খাপ খাওয়াতে না পারি তাহলে আমরা একই ভুল বার বার করব । আর আমরা আসলে ভুল করাটাকে খুব বেশ গুরুত্বও দেই না , সেগুলো নিয়ে আনাল্যসিস ও করি না । যার কারণে আমরা একই ভুল বার বার করে থাকি আমাদের ট্রেড করার সময়ে । কিন্তু যদি আমরা আমাদের ভুলটাকে গুরুত্ব দিয়ে সেটার কারণ খুঁজে বের করতে পারি তাহলে সেটা অনেক কম হবে বলে আমি আশা করি ।
amreta
2020-01-18, 11:20 AM
আমার নিজের মতে, আমি মনে করি এই জুটিটি এড়ানো উচিত ছিল, কারণ এটি দৈনিক সময় ফ্রেমে পরীক্ষা করার সময় এটি একটি বিস্তৃত প্রবণতার মতো দেখায় এবং এখনই মনে হচ্ছে জোড়াটি সমর্থন স্তরটি নীচের দিকে ভঙ্গ করতে পারে, যদি এটি ঘটে থাকে তারপরে, এই জুটিটি বিক্রি করার জন্য আমাদের আরও জায়গা দেবে।
আমি আশা করি আপনি নিবিড়ভাবে বাণিজ্য নিরীক্ষণ করছেন ভাই।
MdRubelShaikh
2020-01-18, 11:33 AM
ফরেক্স ব্যবসা করতে গেলে আমরা বার বার একই ভূল করে বসি।আসলে আমাদের উচিত ভূল থেকে শিক্ষা নেওয়া।ফরেক্স ট্রেডিং ব্যবসা অনেক সহজ কিন্তুু আমাদের ধর্য্য কম।আমরা যদি ধর্য্য ধরে ট্রেড করতে পারি এবং পূর্বের ভূল গুুলো এড়িয়ে যেতে পারি তাহলে ফরেক্স ট্রেডিং থেকে আমরা অনেক আয় করতে পারব।
saraa
2020-02-27, 11:53 AM
আমি বাইনারি ব্যবসায় সম্পর্কে শুনেছি এবং আমি মনে করি না যে আমি আপাতত এটিতে যেতে পারি। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের নিজস্ব একটি ব্যবসা আপনার সত্যিকারের বুঝতে এবং ফোকাস করা দরকার এবং এজন্য আমি আপাতত অন্য কোনওটির দিকে মনোযোগ দিচ্ছি না। স্রেফ ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আপনি একটি ভাল ভাগ্য তৈরি করতে পারেন এবং সফল হতে পারেন
Hredy
2020-04-26, 04:22 PM
ফরেক্স ট্রেডিং অনেক কিটিক্যাল ব্যবসা।এই ফরেক্স ব্যবসা করতে হলে আমাদের লোভ করা যাবেনা।ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে অনেক ধর্য্য ধরতে হবে।বার বার একই ভূল করা যাবেনা।ভূল থেকে শিক্ষা নিয়ে আমাদের ফরেক্স ব্যবসা করতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.