PDA

View Full Version : হুমকিতে আড়াই ট্রিলিয়ন ডলারের বাণিজ্য প্রদর্শনী শিল্প



kohit
2020-02-23, 05:17 PM
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী ২৪টিরও বেশি প্রদর্শনী ও সম্মেলন স্থগিত হয়েছে। এতে ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের শিল্পে বড় আকারের ধাক্কা লেগেছে। খবর সিএনবিসি।

গত ডিসেম্বরের শেষ দিকে কভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাসটির প্রাদুর্ভাবের পর চীন ও হংকংয়ে সেবা সংকুচিত করে ফেলে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ সংস্থাগুলো। এতে বিভিন্ন বাণিজ্য মেলা ও সম্মেলন বাতিল বা স্থগিত করতে হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী বিভিন্ন সম্মেলনে অংশ নিতে নির্বাহীদের নিষেধ করে করপোরেশনগুলো।

দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসে এ পর্যন্ত ৭৬ হাজার আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২ হাজার ২০০-এরও বেশি মানুষ।

মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বৃহত্তম প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আয়োজকরা ১২ ফেব্রুয়ারি মেলাটি স্থগিতের ঘোষণা দেন। স্পেনের বার্সেলোনায় আয়োজিত হতে যাওয়া মেলাটি দুই সপ্তাহেরও কম সময়ের আগে বন্ধের ঘোষণা এল। মারাত্মক করোনাভাইরাসে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা আক্রান্ত হতে পারে—এ শঙ্কায় ইভেন্টগুলো বাতিল হচ্ছে।

গত সপ্তাহে ফেসবুকও তাদের বার্ষিক সম্মেলন স্থগিত ঘোষণা করে। ভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৯-১২ মার্চ সানফ্রান্সিসকোয় গ্লোবাল মার্কেটিং সামিট বাতিল হলো। সম্মেলনটিতে চার হাজার অংশগ্রহণকারী থাকার কথা ছিল। গত বৃহস্পতিবার সোস্যাল মিডিয়া কোম্পানিটি আরো জানায়, আগামী মাসে সানফ্রান্সিসকোয় আয়োজিত হতে যাওয়া গেম ডেভেলপার কনফারেন্সটিও বাতিল হচ্ছে।

কভিড-১৯-এর বিস্তার ঠেকাতে এপ্রিলের শেষ দিকে আয়োজিত হওয়া বেইজিং অটো শোও বাতিল হচ্ছে। আয়োজকদের ওয়েবসাইটের বরাতে জানা যায় এ তথ্যটি।

আগামী ২৬ মার্চ থেকে ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই ফ্যাশন উইক গত সপ্তাহে বন্ধ ঘোষণা করা হয়। এতে ১ হাজার ২০০-এরও বেশি ফ্যাশন ব্র্যান্ড অংশগ্রহণ করার কথা ছিল।

বণিক বার্তা

Rokibul7
2020-02-23, 11:30 PM
করোনা ভাইরাস এর কারনে অথনিতিতে এ রকম প্রভাব পরে ভাবতেই কেমন লাগে।ফোনের দাম অলরেডি বাড়তে শুরু করেছে।চায়না ফোন গুলো এখন একদাম বিক্র হচ্ছে। কোনটায় আবার ১০০০বেড়ে গিয়েছে।ভাইরাসের কারনে চিনে বানিজ্য স্থগিত হয়ে যাচ্ছে,আর আমাদের দেশে বানিজ্য অভাবে দাম বেড়েছে।