PDA

View Full Version : এন্ট্রি নেওয়ার জন্য এমন কোন নিউজ আছে কি?



Talha
2015-07-09, 11:12 PM
নতুন ট্রেডারা ট্রেড করতে চাইলে তারা কিভাবে এন্ট্রি নিবে মার্কেটে আমি জানতে চাই এমন কোন নিউজ ওয়েব সাইট আছে যেগুলো দেখে তারা বাই এন্ট্র নিবেন নাকি সেল এন্ট্রি নিবেন সেটা জানা যাবে যাতে তাহারা লস এরিয়ে কিছু আয় করতে পারে।তারা যেন ফরেক্স মার্কেটে এসে হতাশ না হয় এবং সিনিয়র ট্রেডার দের প্রতি আমার দৃষ্টি থাকল আমি আশা করি এটাতে উপকৃত হতে পারব এবং সবাই উপকৃত হতে পারবে।

shakawath
2015-10-22, 09:44 AM
নিউজ ট্রেডিং এর জন্য ফরেক্স ফেক্টরির ইকোনমিক ক্যালেন্ডার দেখে ট্রেড করতে পারেন। লো ইম্পেক্ট এর নিউজ বাদে হাই আর মিডিয়াম ইম্পেক্ট এর নিউজগুলোর প্রতি চোখ রাখুন। অই নিউজ গুলোর সময়ে মার্কেট বেশি উঠানামার ভিতরে থাকে। নিউজটা কি কারেন্সির পক্ষে গেল নাকি বিপক্ষে গেল এটা আপনাকে বুঝতে হবে। অই ওয়েব সাইটে অনুকুল ফলাফল কে সবুজ আর প্রতিকুল ফলাফলকে লাল কালিতে চিহ্নিত করে। আশা করি বুঝতে পেড়েছেন কিভাবে কি করবেন। না বুঝে থাকলে ইনবক্স এ জানান।

TselimRezaa
2015-10-22, 09:06 PM
না আমার জানামতে এন্ট্রি নেওয়ার জন্য স্পেসিফিক কোনো নিউজ নেই। ট্রেডার রা নিজের দক্ষতায় নিউজ দেখে মার্কেট এনালাইসিস করে মার্কেটে এন্ট্রি নেবেন। যদি এন্ট্রি নেওয়ার জন্য নিউজ থাকতো তাহলে আর এটা ফরেক্স ট্রেডিং থাকতো না। এখানে আপনি নিউজ দেখবেন, মার্কেট এনালাইসিস করবেন, নিজের বুদ্ধি খাটাবেন তারপর এন্ট্রি নেবেন। এটাই নিয়ম।

AbuRaihan
2015-10-22, 09:30 PM
নতুন ট্রেডারদের জন্য স্পেসিক কোন নিউজ নেই যার মাধ্যমে ফরেক্সে ট্রেডিং-এ নিশ্চিত এন্ট্রি নিতে পারে । তবে আমি এ ধরনের বিষয়কেও সমর্থন করিনা । কারণ এরকম নিউজ যদি থাকত তবে সবাই এর উপর নির্ভরশীল হযে পড়ত এবং নিজের ব্যাক্তিগত কলা-কৌশল কে পাত্তা না দিযে এধরনের সুযোগের আশায় থাকত । এখানে ট্রেড করতে হবে নিউজ , এনালাইসিস এবং নিজের ব্যাক্তিগত বুদ্ধি খাটিয়ে ।

basaki
2016-01-21, 12:55 PM
ফরেক্স মার্কেটে ট্রেড নেওয়ার জন্য প্রথমে আগে একজন ট্রেডারকে অবশ্যই ভাল করে দেখে নিতে হবে যে যে পিয়ারে আপনি ট্রেড করবেন তার কোন নিউজ আছে কিনা। যদি কোন নিউজ থাকে তবে নিউটা কি তা দেখে আপনকে ট্রেড করতে হবে না হলে আপনার লস হবার সম্ববনা থাকতে পারে।

sharifulbaf
2016-01-21, 01:47 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা ফরেক্স মার্কেট এর নিউজ দেখে নিতে হবে সে জন্য আমাদের ফরেক্স ফ্যাক্টরি এর নিউজ রিলিজ হবার পরে যদি মার্কেট নিউজ ভাল হয় সে সময় ট্রেড এন্টি নিতে পারেন,তাই আমাদের ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে তার পরে ফরেক্স ট্রেডিং করলে ভাল প্রফিট হ বে।

Realifat
2016-02-13, 04:44 PM
না এন্ট্রি নেওয়ার জন্য এমন কোনো নিউজ বা ওয়েবসাইট নেই যেখানে বাই অথবা সেল করার পর প্রফিট করার নিশ্চয়তা দেবে।তবে সাপোট এবং রেসিসটেন্স বোঝার জন্য কিছু ওয়েবসাইট রয়েছে।তবে নতুনরা প্রফিকরার জন্য মরিয়া হলে হবেনা।ধৈর্য্য ধরে আগে ফরেক্স শিখে দক্ষ হয়ে পরে প্রফিটের টিন্তা করতে হবে।

MotinFX
2016-02-13, 05:26 PM
আমি মনে করি যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের নিউজ ট্রেড থেকে দুরে থাকা উচিত কারন আমাদের নিউজ ট্রেড করতে গেলে একাউন্ট জিরো হওয়ার সম্বাভনা থাকে। তাই ফরেক্স মার্কেটে এই নিউজ ট্রেড করতে হলে আমপদের কে সে নিউজ সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। আমার ধারনা থেকে বললাম আপনাদের পারামর্শ জানাবেন।

Marufa
2016-02-13, 08:08 PM
নিউজ ট্রেডিং সম্পর্কে আমার জানার আগ্রহ রয়েছে । আপনি যেরকম বলেছেন এ রকম কোন ওয়েবসাইট সম্পর্কে জানা নেই । সব ওয়েবসাইট ই নিউজ এর ফোরকাস্ট প্রকাশ করে কিন্তু বাই না সেল নিতে হবে এ বিষয়ে কোন ওয়েবসাইট পাইনি । এটা সম্ভবত আপনাকে বিশ্লেষণ করে বের করতে হবে আপনি বাই নিবেন না সেল ।

Sahed
2016-03-20, 09:15 PM
না ফরেক্স মার্কেটে এরকম কোন ওয়েব সাইট নাই যে মার্কেটে বাই বা সেল দেওয়ার নিউজ দেবে । তবে বিভিন্ন ওয়েব সাইট রয়েছে যেখান থেকে *নিউজ ফরকাস্ট এবং একচুয়াল ইত্যাদি তথ্য পাওয়া যায় যা থেকে আপনাকে মার্কেট এ্যনালাইস করে বের করতে হবে যে মার্কেটে *আপনি বাই দেবেন না সেল দেবেন ।ধন্যবাদ ।

hipo777
2016-08-23, 08:27 PM
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি

spring
2016-11-28, 12:40 PM
আমার জানামতে এন্ট্রি নেওয়ার জন্য এমন কোনো নিউজ বা ওয়েবসাইট নেই যেখানে বাই অথবা সেল করার পর প্রফিট করার নিশ্চয়তা দেবে।তবে সাপোট এবং রেসিসটেন্স বোঝার জন্য কিছু ওয়েবসাইট রয়েছে।তবে নতুনরা প্রফিকরার জন্য মরিয়া হলে হবেনা।ধৈর্য্য ধরে আগে ফরেক্স শিখে দক্ষ হয়ে পরে প্রফিটের টিন্তা করতে হবে।

ONLINE IT
2016-11-28, 07:17 PM
আসলে ফরেক্স এ এমন কোন সাইট নেই যেই সাইট দেখে আপনি এন্টি নিতে পারবেন। তবে আপনি ফরেক্স ফ্যাক্টরী সাইটে নিজউ পাবেন ফরেক্স সম্পর্কিত। সেই নিউজগুলো আপনাকে পর্যবেক্ষন করতে হবে। পর্যবেক্ষন করে আপনাকে নিজেকে অনুধাবন করতে হবে আপনার কি করা উচিত। সরাসরি বাই বা সেল নির্দেশ করে এমন কোন সাইটের কথা আমার জানা নেই।

Shimul77
2016-11-28, 07:51 PM
মার্কেটে এন্ট্রি নেবার জন্য কোন নিউজ নেই ।মার্কেটে এন্ট্রি নেবার জন্য আপনাকে মার্কেট সঠিকভাবে এনালাইসিস করা শিখতে হবে।আপনি যদি মার্কেট ভাল ভাবে এনালাইসিস করা বুঝতে পারেন তাহলে ট্রেড করে ভাল লাভ হবে ।

Mamun13
2016-11-28, 08:01 PM
প্রথমত ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয়৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷তাই অনবিজ্ঞ্য নতুন ট্রেডাদের ক্ষেত্রে তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷ নিউজ ট্রেডিং খুবই রিস্কি বিষয় যা শুধুমাত্র এক্সপাটদের জন্য৷নিউজ ট্রেডিং অনেক আছে যার ফাদেঁ পড়ে নতুন ট্রেডারগণ প্রায়ই নিঃস্ব হয়৷

shimul77ss
2016-11-28, 08:26 PM
না ভাই আপনি ট্রেডে এন্ট্রি নেয়ার মত নিউজ কোথাও পাবেন না।তবে আপনি মার্কেটে কোন কারেন্সি এর মুভমেন্ট কোন ফরেক্স নিউজ সাইট থেকে কালেক্ট করতে পারেন।তবে নিউজ পড়া বুঝতে হবে।কারন সব নিউজ মার্কেটের উপর প্রভাব ফেলে না।তবে নিউজ ট্রেডিং নতুন দের জন্য অনেক ঝুকি পুর্ন তাই মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উত্তম।

bank1
2016-11-29, 01:31 AM
এন্ট্রি নেওয়ার জন্য ফরেক্স ফ্যাক্টরিতে নজর রাখতে পারেন। ওখানে কারেন্সীর জন্য পজেটিভ হলে সবুজ আর কারেন্সীর প্রতিকূলে গেলে লাল কালিতে নির্দেশিত হ্যে থাকে। এছাড়াও বিভিন্ন সিগ্ন্যাল সাইট আছে যেগুলি দেখে আপনি ফরেক্সে এন্ট্রি নিতে পারেন। ফরেক্স যে কোন সময় যে কোন দিকে মোড় নিতে পারে। তাই এন্ট্রি নেওয়ার আগে ভালভাবে দেখে নিন। বুঝে শুনে ট্রেড করুন। এক্ষপার্টের সাহায্য নিন। আমদের যেটুকু জ্ঞান আছে তার পরিপুর্ন ব্যবহার করুন।

uzzal05
2016-11-29, 10:48 AM
ট্রেড নেওয়ার আগে সবসময় দেখা উচিত যে হাই ইম্প্যক্ট নিউজ আছে কি না। কারন যদি হাই ইম্প্যক্ট নিউজ থাকে তাহলে মার্কেট হঠাত করে যে কোন দিকে মুভ করতে পারে। সেই জন্য আমাদের প্রত্যকেরই উচিত ট্রেড দেয়ার আগে ভালো ভাবে নিউজ গুলো অনুসরন করা।

nasir7
2016-11-29, 10:53 AM
মার্কেট কি আপ হবে? নাকি ডাউন? আপ হলে কত দূর? আর ডাউন হলেও বা কত নামবে? সব কিছু নির্ভর করে নিউজ রেজাল্টের উপর। সবার কাছে আমার নুরোধ, এমন রিস্ক নিয়ে ট্রেড করবেন না। শেখার কোন বিকল্প নেই। নিউজের সময় মার্কেট বড় ধরনের মুভ করার সম্ভাবনা থাকে তাই এই সময় বিশ্বের অনেক ট্রেডার অল্প সময়ে কেউ নিউজ ভালো হলে অনেক বড় লটে বড় প্রফিট করে আবার কেউ আছে নিউজ খারাপ হলে বড় ধরনের লস করে । আপনি এই সাইট গুলি ভিজিট করে দেখতে পারেন নিউজের জন্য যেমন আমার জানা মতে এই নিউজ সাইটগুলি বেশ উপকারী ।

RUBEL MIAH
2016-12-30, 09:04 AM
অবম্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এন্ট্রি নেওয়ার আগে খুজে দেখতে হবে যে কোন ধরনরে নিউজ আছে কিন্ । যদি নিউজ থাকে তাহলে আমাদের ধৈর্য্য ধারণ করে প্রয়োজন মতে ডেমো ট্রেড দিয়ে নিউজের সময় এ্যানালাইসিস করতে হবে তাহলেই মার্কেট সর্ম্পকে বুঝতে পারা যাবে । অতএব এই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা ট্রেড করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারব ।

uzzal05
2017-06-20, 02:12 PM
forexfactory.com এই সাইট থেকে নিউজ কি আসল সেটা আপনি দেখতে পারবেন। কিন্তু বাই বা সেল করার জন্য কোন নিউজ ফরেক্স এ নেই। তবে হ্যা, আপনি ইন্সটাফরেক্স ওইয়েবসাইট ভিজিট করতে পারবেন। কারন সেখানে নামকরা এনালিস্টরা তাদের এনালাইসিস শেয়ার করে থাকেন।

Puja Roy
2017-06-20, 02:57 PM
আপনাকে রিয়েল ট্রেড করার আগে ডেমো তে ট্রেড করে আগে ভাল করে ট্রেড শিখে নিতে হবে তাহলে আপনি মার্কেট দেখলে বুজতে পারবেন যে মার্কেট কন দিকে যাবে আর ট্রেড করার দেখে নিবেন আপনি যে পেয়ার এ ট্রেড করছেন তাতে কন নিউজ আছে কি না জোদি থাকে তাহলে তা দেখে ট্রেড করতে হবে।

martin
2017-06-20, 03:00 PM
নিউজ ট্রেডিং সম্পর্কে আমার জানার আগ্রহ রয়েছে । আপনি যেরকম বলেছেন এ রকম কোন ওয়েবসাইট সম্পর্কে জানা নেই । সব ওয়েবসাইট ই নিউজ এর ফোরকাস্ট প্রকাশ করে কিন্তু বাই না সেল নিতে হবে এ বিষয়ে কোন ওয়েবসাইট পাইনি । এটা সম্ভবত আপনাকে বিশ্লেষণ করে বের করতে হবে আপনি বাই নিবেন না সেল ।

reser
2017-06-20, 06:07 PM
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী

01797733223
2017-12-24, 09:21 PM
ভাই আমার জানা মতে এমন কোন সাইড নেই যারা আপনাকে ট্রেড নেয়ার ক্ষেত্রে বাই অথবা সেল নেন একথা বলে ফ্রিতে কোন সিগনাল প্রদান করবে। এই মার্কেটে কারও কোন সিগনাল কিংবা এরকম কোন কিছুই এখানে এই মার্কেটে প্রভাব ফেলতে পারেনা, মার্কেটের উপর কারও নিয়ন্ত্রণ নেই, মার্কেট চলে তার নিজস্ব গতিতে। তাই কেউ যদি এখানে সফলতা পেতে চায় তাহলে অবশ্যই তাকে সবকিছু অর্জন করে প্রপার দক্ষতা নিয়ে যোগ্যতা সহকারে, ফরেক্স মার্কেটে অনেক সাহসের সাথে ট্রেড করা জানতে হবে। আসলে মূল কথা হল আপনার নিজেকেই সব কাজ করতে হবে।

expkhaled
2017-12-25, 11:25 AM
ফরেক্স মার্কেট এ এন্ট্রি নেওয়ার জন্য কোন নিউজ নেই। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই কোন নিউজ এর জন্য অপেক্ষ না করে কিছু ইন্ডিকেটর নিয়ে কাজ করুন তাতে আপনি দিনে হয়তো ২/৩টা সিগন্যাল পেতে পারেন। সব চেয়ে গুরুত্ব ব্যপার হলো ভাই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিয়েল একাউন্টে এখনই ট্রেড করবেন না কারণ লস করবেন শুধু শুধু। এখন শুধু মাত্র ডেমো ট্রেড করুন ট্রেডিং এর কলা কৌশল জানার চেষ্টা করুন অন্তত ৬মাস তারপর যদি বুঝতে পারেন যে আপনার লাভ করার মত যোগ্যতা হয়েছে তখন আপনি রিয়েল একাউন্ট করতে পারেন এবং ট্রেড করতে পারেন।

Mahidul84
2017-12-25, 05:14 PM
ফরেক্স মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে আপনাকে অবশ্যই কোন না কোন নিউজ এর উপর ফলো করে ট্রেডে এন্ট্রি নিতে হবে। এজন্য আপনাকে কিছু কিছু সাইটে ফলো করে নিউজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যেমন:ForexFactory, DailyFX, Forexeconomic calendar ইত্যাতি। উক্ত সাইটগুলো ফলো করে আগে আপনাকে নিউজগুলো সম্পর্কে জানতে হবে। এবং কোন সময় কোন নিউজ প্রকাশিত হচ্ছে তা উক্ত সাইটগুলো খুব সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে। যদি আপনি ভাল ভাবে বুঝতে পারেন এবং সে অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেডে এন্ট্রি হতে পারেন তাহলে আপনি অবশ্যই উক্ত ট্রেডে ভাল প্রফিট অর্জন করতে পারবেন।

samun
2021-07-27, 12:11 PM
আসলে আমি ফরেক্স মার্কেটে নিতান্তই নতুন হয়তোবা আমার ভুল-ত্রুটি অনেক কিছুই হতে পারে এর জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মূলত আমি ওয়েট করি নিউজ এর পরবর্তী সময়ে যখন কারেন্ট নিউজ প্রকাশিত হয় তার কিছুক্ষণ পরেই মার্কেটের মুভমেন্ট বেড়ে যায় এবং মার্কেটের মুভমেন্ট এর উপর ভিত্তি করে সাধারণত আমি ওয়েট করে থাকি তা হোক বাই অথবা সেল এমন সময় ফরেক্স মার্কেটে ট্রেড করলে 40% মার্কেট নিজের অনুকূলে থাকার সম্ভাবনা থাকে আর সিক্সটি পার্সেন্ট দুর্ভাগ্যবশত মার্কেট প্রতিকূলে চলে যেতেই পারে কারণ ফরেক্স মার্কেট সম্পূর্ণ অনিশ্চয়তার একটি স্থান যেখানে কোন ব্যক্তির হাত নেই

Smd
2021-10-29, 01:31 PM
ট্রেডার রা নিজের দক্ষতায় নিউজ দেখে মার্কেট এনালাইসিস করে মার্কেটে এন্ট্রি নেবেন। যদি এন্ট্রি নেওয়ার জন্য নিউজ থাকতো তাহলে আর এটা ফরেক্স ট্রেডিং থাকতো না। এখানে আপনি নিউজ দেখবেন, মার্কেট এনালাইসিস করবেন। আপনি যেরকম বলেছেন এ রকম কোন ওয়েবসাইট সম্পর্কে জানা নেই । সব ওয়েবসাইট ই নিউজ এর ফোরকাস্ট প্রকাশ করে কিন্তু বাই না সেল নিতে হবে এ বিষয়ে কোন ওয়েবসাইট পাইনি ।