PDA

View Full Version : আমি একমাসে সর্বোচ্চ কত ডলার পর্যন্ত উইথড্র করতে পারবো??



KAZIMAJHARULISLAM
2021-03-05, 08:21 AM
আমি বেশ কিছু দিন ধরে ফরেক্সে আছি। ইতিপূর্বে ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে বেশ কয়েকবার লসের অভিজ্ঞতা রয়েছে। সেই সাথে একবার একাউন্ট জিরোও করে ফেলেছি।তবে এখন ফরেক্স সম্পর্কে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা হওয়ায়, নিয়মিত কিছুটা পরিমাণ উপার্জন করে যাচ্ছি।আমি এখন পর্যন্ত নিশ্চিত নই যে, একজন ট্রেডার একমাসে সর্বোচ্চ কত ডলার পর্যন্ত উইথড্র দিতে পারবে। সেই সাথে ঐ নির্দিষ্ট পরিমাণ ডলারের বেশি উইথড্র করলে কী একাউন্ট নিষিদ্ধ করা হবে?? অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ প্রার্থনা করছি।

Mas26
2021-03-05, 02:38 PM
ফরেক্সে আপনি কতটা উইড্রো দিতে পারবেন এটা আপনার লাভের উপর ডিপেন্ড করেন । আপনি যতটা ফরেক্সে প্রফিট করতে পারবেন ততটাই উইথড্র দিতে পারবেন এবং উইড্র কোন লিমিট নাই আপনি আনলিমিটেড উইথড্র দিতে পারবেন আপনার লাভের উপরে ডিপেন্ড করে আসলে আপনি কত দিতে পারবেন ধন্যবাদ ।

Devdas
2021-03-05, 07:20 PM
ফরেক্স এ আপনি কত টাকা উইথড্র করতে পারবেন সেটা আপনার উপর নিভর্র করে। আপনি যদি ফরেক্স এ লাভ করতে পারেন এবং আপনার লসের পরিমান অনেক কম বা লস করেন নি তাহলে আপনি আপনার উপর নির্ভর করে ফরেক্স থেকে লাভের অংশ উইথড্র করতে পারবেন। ফরেক্স এ ব্যালেন্স উইথড্র এর কোন লিমিট নেই আপনি চাইলে আপনি প্রতি লাভ এ 72 ঘন্টা পর পর উইথড্র করতে পারবেন।

Starship
2021-03-05, 07:52 PM
আমার জানামতে এমন কোনো নির্দিষ্ট টার্গেট নেই। আপনি মাসে যেকোনো এমাউন্ট প্রফিট উইড্রো দিতে পারবেন। তবে উইথড্রো দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ প্রফিট না দেওয়াটাই উত্তম। কেননা সম্পূর্ণ প্রফিট উত্তোলনের ক্ষেত্রে বেশ কিছু বাধা-নিষেধ নিয়ম কারণ রয়েছে। অনেক ক্ষেত্রে সম্পূর্ণ প্রফিট উইড্রো দেওয়ার ক্ষেত্রে একাউন্ট ব্যান হয়ে যাওয়ারও ইতিহাস রয়েছে। তাই নিজের অ্যাকাউন্টকে সুরক্ষার জন্য এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

EmonFX
2021-03-06, 09:01 AM
প্রফিট উইথড্রো দেওয়ার জন্য কোন লিমিটেশন নাই। আপনি যদি প্রফিটে থাকেন দৈনিক যত খুশি ততো ব্যালেন্স উইথড্র দিতে পারবেন যদি আপনার একাউন্ট top-level ভেরিফিকেশন করা থাকে। টপ লেভেল ভেরিফিকেশন কমপ্লিট না থাকলে অনেক সময় বড় এমাউন্ট উইথড্রো দিলে আপনাকে আটকে দিতে পারে বিশেষ করে বোনাস ট্রেডিং অ্যাকাউন্ট এর ক্ষেত্রে। তাছাড়া আপনি যদি বোনাস ট্রেডিং একাউন্ট এর সকল প্রকার রুলস এন্ড রেগুলেশন মেনে ট্রেডিং করে থাকেন তাহলে আপনাকে উইথড্র দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতার মধ্যে পড়তে হবে না। অবশ্যই বেশি সতর্কতার সাথে বোনাস ট্রেডিং একাউন্ট এর রুলস মেনে ট্রেডিং করতে হবে নতুবা উইথড্র দেয়ার সময় একাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আমাদের সবসময় সর্বোচ্চ সতর্কতার সাথে ট্রেডিং করা উচিত।