PDA

View Full Version : ক্রিপ্টো ইউজারদের ডিভাইসে সাইবার হামলা বাড়ছে



kohit
2021-06-08, 12:54 PM
বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি খ্যাতি বৃদ্ধির পাশাপাশি ক্রিপ্টো ব্যবহারকারীদের ডিভাইসে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এ হার বাড়ে। বিশেষ করে হামলাকারীরা ব্যবহারকারীদের ডিভাইসে মাইনারস নামক ক্ষতিকর প্রোগ্রাম প্রবেশ করে দেয় এবং এর মাধ্যমে কারেন্সি চুরি করতে সক্ষম হয়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আইএএনএস।

২০২১ সালের প্রথম প্রান্তিকে এ ধরনের হামলার সংখ্যা চার গুণ বেড়ে ১৬ হাজার ৯৩৪টিতে এসে দাঁড়িয়েছে। বিগত বছরে যার পরিমাণ ছিল ৩ হাজার ৮১৫টি। সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ক্যাসপারস্কির গবেষণা অনুযায়ী এ সময়ের মধ্যে মোট ২৩ হাজার ৮৯৪টি নতুন মাইনারের সন্ধান পাওয়া গেছে।

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের অজ্ঞাতেই হামলাকারীরা তাদের ডিভাইসে মাইনার ইনস্টল করে। এরপর তারা ধীরে ধীরে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি চুরি করে। কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ কয়েক লাখেরও বেশি হয়।

যারা ক্যাসপারস্কির নিরাপত্তা সেবা গ্রহণ করতেন, তারাও তাদের অ্যাকাউন্টে এ ধরনের মাইনার আক্রমণের সংখ্যা বাড়তে দেখেন। ২০২১ সালের জানুয়ারিতে এ ধরনের হামলার সংখ্যা ছিল ১ লাখ ৮৭ হাজার ৭৪৬টি। মার্চ নাগাদ যা দুই লাখ ছাড়িয়ে যায়। সামগ্রিকভাবে ২০২১ সালের প্রথম প্রান্তিকে প্রায় ৪ লাখ ৩২ হাজার ১৭১ জন ব্যবহারকারী এ হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

বণিক বার্তা