PDA

View Full Version : অপটিমাসকে টেক্কা দেবে চীনা রোবট



LIMAFX
2024-12-26, 06:16 PM
http://forex-bangla.com/customavatars/862488344.jpg
হিউম্যানয়েড রোবট তৈরিতে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। ২০২৬ সালে ইলন মাস্কের টেসলার অপটিমাস রোবট বাজারে আসার আগেই ১ হাজার রোবট উৎপাদন করে বৈশ্বিক রোবোটিকস খাতে প্রভাব বিস্তার করবে অ্যাগিবট। ঝিউয়ান রোবোটিকস নামেও পরিচিত এ প্রতিষ্ঠান ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করেন পেং ঝিহুই। কোম্পানিটি আগস্টে তার প্রথম হিউম্যানয়েড রোবট মডেল রেইজ এ১ উন্মোচন করে এবং পরবর্তী সময়ে আরও পাঁচটি নতুন মডেল প্রকাশ করে।