SUROZ Islam
2025-12-30, 04:56 PM
20573
কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ আরও বাড়াচ্ছে মেটা। চীনা এআই স্টার্টআপ ‘মানুস’ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে মেটা কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে এআই প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন এই অধিগ্রহণকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।
মানুস একটি জেনারেল পারপাস এআই এজেন্ট তৈরি করে। এই এআইকে বলা হচ্ছে ‘ডিজিটাল কর্মী’। মানুষের খুব কম নির্দেশনায় কাজ করতে পারে এটি। গবেষণা, তথ্য বিশ্লেষণ ও স্বয়ংক্রিয় কাজ সম্পাদনে এটি দক্ষ।
মেটা জানিয়েছে, মানুসের এআই সেবা তারা নিজেরাই পরিচালনা করবে। এটি বিক্রিও করবে মেটা। পাশাপাশি মেটার বিভিন্ন পণ্যে যুক্ত করা হবে এই প্রযুক্তি। এর মধ্যে থাকবে মেটা এআই। থাকবে ব্যবসায়িক ও ভোক্তা সেবার প্ল্যাটফর্মও। মেটার এই উদ্যোগ নতুন নয়। চলতি বছরই প্রতিষ্ঠানটি স্কেল এআই–এ বড় বিনিয়োগ করে। সে চুক্তিতে স্কেল এআইয়ের মূল্য ধরা হয় ২৯ বিলিয়ন ডলার। সে সময় প্রতিষ্ঠানটির তরুণ প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াংকেও দলে নেয় মেটা।
কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ আরও বাড়াচ্ছে মেটা। চীনা এআই স্টার্টআপ ‘মানুস’ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে মেটা কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে এআই প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন এই অধিগ্রহণকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।
মানুস একটি জেনারেল পারপাস এআই এজেন্ট তৈরি করে। এই এআইকে বলা হচ্ছে ‘ডিজিটাল কর্মী’। মানুষের খুব কম নির্দেশনায় কাজ করতে পারে এটি। গবেষণা, তথ্য বিশ্লেষণ ও স্বয়ংক্রিয় কাজ সম্পাদনে এটি দক্ষ।
মেটা জানিয়েছে, মানুসের এআই সেবা তারা নিজেরাই পরিচালনা করবে। এটি বিক্রিও করবে মেটা। পাশাপাশি মেটার বিভিন্ন পণ্যে যুক্ত করা হবে এই প্রযুক্তি। এর মধ্যে থাকবে মেটা এআই। থাকবে ব্যবসায়িক ও ভোক্তা সেবার প্ল্যাটফর্মও। মেটার এই উদ্যোগ নতুন নয়। চলতি বছরই প্রতিষ্ঠানটি স্কেল এআই–এ বড় বিনিয়োগ করে। সে চুক্তিতে স্কেল এআইয়ের মূল্য ধরা হয় ২৯ বিলিয়ন ডলার। সে সময় প্রতিষ্ঠানটির তরুণ প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াংকেও দলে নেয় মেটা।