ঘরে বসেই ফরেক্স সম্পর্কে জানা, ঘরে বসেই ফরেক্স সম্পর্কে দক্ষ হওয়া এবং ঘরে বসেই সপ্তাহে ৫দিন দিনে ২৪ ঘন্টার যে কোন সময়ে ট্রেড করে ব্যবসা করা এবং লাভ করে অর্থ উপার্জন করা যায় বলেই ফরেক্স এত জনপ্রিয়।
ফরেক্স কেন এত জনপ্রিয় তার হাজার হাজার কারণ রয়েছে।আমাদের দেশে কেন ফরেক্স এত জনপ্রিয় তার কিছু কারণ আমি বলছি-
# আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী তাদের লেখাপড়া শেষ করছে।সেই হিসাবে সরকার কিংবা বেসরকারী উদ্যেক্তরাও তাদের সকলের কাজের ব্যবস্থা করতে পারছে না।তাই তারা যখন ফরেক্স সম্বন্ধে জানতে পারছে তখন ফরেক্সের দিকে ঝুকছে।
#এটা সম্পূর্ণ স্বাধীন একটা ব্যবসা।রাত দিন যেকোন সময় করতে পারবেন ২৪ ঘন্টাই খোলা থাকে।
#এটা পার্টটাইম এবং ফুলটাইম দুই ভাবেই করা যায় এজন্য যারা চাকুরীজীবি কিংবা ছাত্র তারা পার্টটাইম হিসাবে করছে।
#এটা ঘরে বসেই আপনি করতে পারছেন আপনাকে কোথাও যেতে হচ্ছেনা সম্পূর্ণ মুক্ত একটা পেশা।
#এখানে আপনি কোন বিনিয়োগ না করেও ফোরামে নিয়মিত পোস্ট করে ফোরাম হতে প্রাপ্ত বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন।আমাদের দেশের বেকারদের জন্য এটাই ইনভেস্ট না করে একটা ব্যবসা।
#এখানে আপনি সর্বনিম্ন ১ ডলার বিনিয়োগ করেও ট্রেড করতে পারবেন।
উপরের এসব বিষয়গুলোর আলোকে আমাদের দেশে দিন দিন ফরেক্স আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

Thread: 


